West Bengal News Live: বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা পুলিশের
রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখুন...
LIVE
Background
শিশুদের জিনঘটিত বিরল এক রোগের ওষুধের দাম বছরে দেড় থেকে আড়াই কোটি টাকা। পিয়ারলেস হাসপাতালে এই রোগে আক্রান্ত ১৩ জন শিশুকে ওষুধ প্রস্তুতকারী সংস্থার উদ্যোগে বিনামূল্যে কোটি টাকার ওষুধ দেওয়া শুরু হয়েছে। তিন বছর ধরে এই ওষুধ দেওয়া হবে বলে হাসপাতাল সূত্রে দাবি।
মগরাহাট পশ্চিমের বিজেপি প্রার্থীর মৃত্যু। মরদেহ নিয়ে যাওয়ার সময় উত্তেজনা। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে রাস্তার ওপর দেহ রেখে বিক্ষোভ বিজেপির। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। রাস্তায় বসে পড়ে বিক্ষোভ বিজেপির।
মালদায় বিদ্যুৎপৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু। মোথাবাড়িতে হাই টেনশনের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রৌঢ়ের মৃত্যু। হবিবপুরে পোস্টের খোলা তার জড়িয়ে মৃত্যু মহিলার। রাজ্যে ৩ দিনে প্রাণ গেল ১২ জনের।
প্রাণচঞ্চল দুই বালিকার মর্মান্তিক পরিণতিতে গোটা এলাকায় শোকের ছায়া। বৃষ্টির আগে থেকেই খোলা ছিল বিদ্যুতের তার। এই নিয়ে ওয়ার্ড কোঅর্ডিনেটর ও সাংসদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে মৃত স্নেহা বণিকের পরিবার।
রবি ও সোমবার উপকূলবর্তী জেলাগুলোতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে জারি থাকবে হলুদ সতর্কতা। বিক্ষিপ্তভাবে দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামে। মত্স্যজীবীদের জন্য জারি হয়েছে সতর্কতা। শনিবার থেকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
খড়দার ছায়া এবার আগরপাড়ায়। বাড়ির দরজায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু হল প্রৌঢ়ের। পানিহাটি পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের আগরপাড়ার তারাপুকুর পশ্চিম পল্লি এলাকার বাসিন্দা দীপক নাথ চৌধুরী।
পোর্টেবল জ্যামার ব্যবহার করে চন্দননগরে স্বর্ণ ঋণদানকারী সংস্থার অফিসে ডাকাতির ঘটনায় সামনে এল চাঞ্চল্যকর ছবি। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, আগ্নেয়াস্ত্র নিয়ে স্বর্ণ ঋণদানকারী সংস্থার অফিসে ঢোকে চার দুষ্কৃতী। কোলাপসিবল গেটে পাহারায় থাকা নিরাপত্তা রক্ষীকে পিস্তল ঠেকিয়ে একটি ঘরে আটকে দেয় তারা। এরপর কাউন্টারের টেবিল টপকে ভিতরে ঢুকে পড়ে এক দুষ্কৃতী। বাকি তিনজন ছিল পাহারায়। আতঙ্কিত লোকজনের সামনেই চলে লুঠপাট।
করোনা সংক্রমণের গ্রাফ কমতেই চোখ রাঙাচ্ছে RS virus। চিকিৎসকরা জানাচ্ছেন, শিশুদের যে জ্বর হচ্ছে, তার ২০ শতাংশই RS ভাইরাসের কারণে। এই ভাইরাসের প্রকোপের কথা উঠে এসেছে জাপান ও ইউরোপের জার্নালেও!
ভবানীপুরে হেরে গেলে ভারতবর্ষও হেরে যাবে: মমতা
ভবানীপুরে হেরে গেলে ভারতবর্ষও হেরে যাবে। তালিবানপন্থীদের থেকে ভোটারদের ভোট অনেক বেশি শক্তিশালী। মদনের পাড়ায় প্রচারে গিয়ে বললেন মমতা।
WB News Live: বাংলাদেশ থেকে আসা ইলিশ পৌঁছল উত্তরবঙ্গে
অপেক্ষা শেষ। এবার ভোজন রসিক বাঙালির পাতে পড়তে চলছে পদ্মার ইলিশ। বাংলাদেশ থেকে আসা ইলিশ পৌঁছে গিয়েছে কলকাতা থেকে উত্তরবঙ্গে। খুশি মাছ প্রিয় বাঙালি।
West Bengal News Live : ধুর্জটি সাহার মৃতদেহ নিয়ে যাওয়ার পথে ধুন্ধুমারকাণ্ড, তুঙ্গে তৃণমূল-বিজেপি তরজা।
গতকাল মগরাহাট পশ্চিমের পরাজিত বিজেপি প্রার্থী, ধুর্জটি সাহার মৃতদেহ নিয়ে যাওয়ার পথে ধুন্ধুমারকাণ্ড বেধেছিল মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে। তুঙ্গে তৃণমূল-বিজেপি তরজা।
WB News Live Updates: ১১ বছর ধরে মামলা চলার পর, বেকসুর খালাস পেলেন মাওবাদী নেতা তেলেগু দীপক
১১ বছর ধরে মামলা চলার পর, বেকসুর খালাস পেলেন মাওবাদী নেতা তেলেগু দীপক। আলিপুর আদালতের পর্যবেক্ষণ, কিষেণজি ঘনিষ্ঠর বিরুদ্ধে সিআইডি নাশকতা এবং রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনলেও, পর্যাপ্ত প্রমাণ মেলেনি। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাচ্ছে রাজ্য
West Bengal News Live : প্রতিপক্ষ দুষ্কৃতীকে খুনের চেষ্টার অভিযোগে বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ
প্রতিপক্ষ দুষ্কৃতীকে খুনের চেষ্টার অভিযোগে বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের বিরুদ্ধে খুনের চেষ্টা, বেআইনি অস্ত্র মজুত, তোলাবাজি, গোলমাল বাধানো সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।