WB News Live Updates: করোনা সংক্রমণের শীর্ষে ফের কলকাতা
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের আপডেটে চোখ রাখুন...
LIVE
Background
প্রয়াত শিক্ষাবিদ স্বপন চক্রবর্তী। বয়স হয়েছিল ৬৭ বছর। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে শনিবার বিকেল ৪.৫২ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। চলতি বছর করোনায় আক্রান্ত হন প্রেসিডেন্সি ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজির এই প্রাক্তন অধ্যাপক। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পয়লা সেপ্টেম্বর থেকে ভর্তি ছিলেন বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে। জাতীয় গ্রন্থাগারের প্রাক্তন ডিরেক্টর জেনারেলও ছিলেন স্বপন চক্রবর্তী। ভিক্টোরিয়া মেমোরিয়ালের সম্পাদক ও কিউরেটরের দায়িত্ব সামলেছেন। কয়েক দিন আগে সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্সেস-এর চেয়ারপার্সন পদে নিযুক্ত হন তিনি। আমৃত্যু সেই পদে ছিলেন। তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিজেপি শাসিত অসমে উচ্ছেদ অভিযানে পুলিশের গুলি চালানোর ঘটনায়, এবার মানবাধিকার কমিশনকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "দেশে যা হচ্ছে, পরশু অসমে উচ্ছেদ নিয়ে কি অমানবিক কাণ্ড হল..কোথায় মানবাধিকার কমিশন?...বাংলায় কিছু হয় না, তাও পাঠিয়ে দেয়, আর অসমে যখন কাউকে মারা হয়, মৃতদেহের উপর নাচে, মানবাধিকার কমিশন কোথায় যায়?" পাল্টা, আক্রমণ করেছে বিজেপিও। প্রসঙ্গত, অসমকাণ্ডে, CBI তদন্তের নির্দেশ দিয়েছে হিমন্ত বিশ্বশর্মা সরকার।
জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হল মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় আনা হয়। চিকিত্সার সুযোগই মেলেনি বলে দাবি, হাসপাতাল কর্তৃপক্ষের। এই নিয়ে মালদা জেলায় ৯ দিনে ৯ শিশুর মৃত্যু হল।
জঙ্গলের বুকে ফের গণ্ডারের জীবন সঙ্কট! জলপাইগুড়ির গোরুমারা অভয়ারণ্য এলাকায় তিন জন সন্দেহভাজনের দেখা মিলেছে বলে বলে দাবি বন দফতরের। কড়া নজরদারির চাদরে মুড়ে ফেলা হয়েছে গোরুমারা, চাপরামারি, মূর্তি সহ একাধিক চা বাগান এলাকাকে। তিন সন্দেহভাজনের দেখা মিলতেই, এখন আরও কড়া নজরদারি শুরু হয়েছে গোরুমারা, চাপরামারি, মূর্তি সহ একাধিক চা বাগান এলাকায়।
আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে। মঙ্গল ও বুধবার কলকাতা, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকায় ৫০ থেকে ৬০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড়ের পরেই তৈরি হবে ঘূর্ণাবর্ত। নিম্নচাপ হিসেবে সেটি আছড়ে পড়বে বাংলায়। সূত্রের খবর, আজ বিকেলে ওড়িশার গোপালপুর ও অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের মাঝে কলিঙ্গপত্তনমের কাছে স্থলভাগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় গুলাব। ঘূর্ণিঝড় গুলাবের সরাসরি প্রভাব পড়বে না পড়লেও, বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইবে রাজ্যে।
WB News Live Updates: ভোটের আগে শেষ প্রচারে ঝড় তুলতে চাইছে বিজেপি
কাল সকাল আটটা থেকে ভবানীপুরের আটটি ওয়ার্ডে নজর দিয়েছে গেরুয়া শিবির। আটটি ওয়ার্ডের ৮০টি জায়গায়, ৮০ জন বিজেপি নেতা প্রচার করবেন। শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, দীনেশ ত্রিবেদী-সহ হেভিওয়েট নেতা থাকবেন শেষ বেলার প্রচারে।
WB News Live Updates: সরকারি হাসপাতাল লিজ নিয়ে পিপিপি মডেলে বেসরকারি মেডিক্যাল কলেজ খোলার ছাড়পত্র
সরকারি হাসপাতাল লিজ নিয়ে পিপিপি মডেলে বেসরকারি মেডিক্যাল কলেজ খোলার ছাড়পত্র দিয়েছে রাজ্য। ৪টি বেসরকারি সংস্থাকে প্রয়োজনীয় নথি জমা দিতে বলেছে স্বাস্থ্য দফতর। ইতিমধ্যে রানাঘাট মহকুমা হাসপাতালে, বেসরকারি মেডিক্যাল কলেজ খোলার জন্য মউ-ও সই হয়েছে।
WB News Live Updates: মূক ও বধির যুবতীকে ধর্ষণ করে খুনের চেষ্টা মালদায়
মানিকচকে মূক ও বধির যুবতীকে ধর্ষণ করে খুনের চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। পরিবারের অভিযোগ, শনিবার সন্ধেয় বাড়ি ফেরার পথে, যুবতীকে ধর্ষণ করে খুনের চেষ্টা করে প্রতিবেশী যুবক। মানিকচক থানায় ধর্ষণ ও খুনের চেষ্টার অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্ত যুবকের খোঁজ চলছে বলে জানিয়েছেন মালদার পুলিশ সুপার।
WB News Live Updates: যাত্রী সেজে অ্যাপ ক্যাব চালককে গাড়ি সহ অপহরণ
শহরে নতুন আতঙ্ক। যাত্রী সেজে অ্যাপ ক্যাব চালককে গাড়ি সহ অপহরণ। দিন দুয়েক পর চালককে পৌঁছে দেওয়া হচ্ছে থানা, হাসপাতাল বা অন্য কোথাও। ফেরানো হচ্ছে গাড়িও। খোয়া যাচ্ছে শুধু মানিব্যাগ ও মোবাইল। সৌজন্যে রহস্যময় যুগল। রিলের বান্টি-বাবলির দেখা মিলল বাস্তবে।
WB News Live Updates: রাজ্যে সংক্রমণের শীর্ষে কলকাতা
রবিবার রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী রাজ্যে গত ১ দিনে করোনা সংক্রমিত হয়েছেন ৭৪৮ জন। এনিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল মোট ১৫,৬৬,৩৯৩ জন। সরকারি হিসেব অনুযায়ী ২৬ সেপ্টেম্বর রাজ্যে করোনা সংক্রমিত অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৭,৬৮৩ জন।