West Bengal News Live: আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা, ভবানীপুর-সহ ৩ কেন্দ্রে ভোট
Get the latest West Bengal News and Live Updates: ভবানীপুরে ভোট। মোতায়েন হচ্ছে আরও ২০ কেন্দ্রীয় বাহিনী।
LIVE
Background
শক্তি বাড়াচ্ছে নিন্মচাপ। রাত থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া, বৃষ্টি। উপকূলবর্তী এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা।
পুজোর মধ্যেই ফের ভোট। দিনহাটা, খড়দা, গোসাবা, শান্তিপুরে ৩০ অক্টোবর উপনির্বাচন। ২ নভেম্বর গণনা। উৎসবের মরসুমে কেন ভোট? প্রশ্ন বিজেপির। কোনও অসুবিধে হবে না, বিধি মেনেই ভোট, পাল্টা তৃণমূল।
ক্ষমতাসীন দলের ভৃত্য হিসাবেই দেখাতে চেয়েছেন মুখ্যসচিব। ভবানীপুরের ভোট চেয়ে কমিশনকে চিঠি নিয়ে মুখ্যসচিবকে বেনজির ভর্ত্সনা হাইকোর্টের। উনি কী কোনও দলের মুখপাত্র? প্রশ্ন আদালতের।
প্রশাসনের রাজনীতিকরণ প্রমাণিত, মুখ্যসচিব নিয়ে হাইকোর্টের পর্যবেক্ষণকে হাতিয়ার বিজেপির। পদত্যাগের দাবি সিপিএমের। রাজনৈতিক দলের ভৃত্য বলাটা হাইকোর্টের মর্যাদার সঙ্গে বেমানান, পাল্টা সৌগত।
ভবানীপুরে উপনির্বাচন করাতে কোনও বাধা নেই, সূচি মেনে ভোট। জানল হাইকোর্ট। বুথের ২০০ মিটারের মধ্যে জারি ১৪৪ ধারা। প্রতি বুথে আধাসামরিক বাহিনী, বাইরে মোতায়েন থাকবে কলকাতা পুলিশ।
দিলীপের মিছিলে ভবানীপুরে ধুন্ধুমার। ৮জনকে গ্রেফতারের পরেই জামিন। মারধর-সহ একাধিক ধারায় স্বতঃপ্রণোদিত মামলা পুলিশের। শাসক দলের হলেই সাতখুন মাফ! খোঁচা বিজেপির।
ভবানীপুরে ভোটের দিনেই দিল্লি হাইকোর্টে ফের অভিষেক-রুজিরার মামলার শুনানি। ইডির জিজ্ঞাসাবাদের জায়গা নিয়ে আপত্তি, তদন্তে নয়, সওয়াল সিব্বলের। সহযোগিতা কোথায়? পাল্টা সলিসিটর জেনারেল।
কয়লাপাচারকাণ্ডে সিবিআই হেফাজতে লালার ৪ ঘনিষ্ঠ। অবৈধ কয়লা ব্যবসায় প্রায় দেড় হাজার কোটির লেনদেন, আসানসোল আদালতে সওয়াল সিবিআইয়ের। জিজ্ঞাসাবাদের সময় বিভ্রান্ত করার চেষ্টার অভিযোগ।
ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্তে আপাতত হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট।সবপক্ষের বক্তব্য না শোনা পর্যন্ত কোনও নির্দেশ নয়। রাজ্যের আবেদনের শুনানিতে জানাল আদালত। ৭ অক্টোবর ফের শুনানি।
ত্রিপুরার পর এবার তৃণমূলের নজরে গোয়া। কংগ্রেস ছাড়ার পরে কলকাতায় এলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী। আজ সদলবলে যোগ দিতে পারেন তৃণমূলে। বিমানবন্দরে স্বাগত জানালেন সুজিত।
বিজেপি ছাড়ার জল্পনা খারিজ অশোক লাহিড়ির। গুজব রটালো কে? পাল্টা প্রশ্ন ফিরহাদের।
পাঞ্জাব কংগ্রেসে আরও সঙ্কট। মন্ত্রিসভা গঠনে আপত্তি জানিয়ে প্রদেশ কংগ্রেসের পদে সিধুর ইস্তফা। কংগ্রেসেই আছি বলে সনিয়াকে চিঠি। মন্ত্রিত্ব ছাড়লেন ঘনিষ্ঠ রাজিয়াও। জল্পনা বাড়িয়ে দিল্লি এলেন অমরিন্দর।
রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৭০৮, ১৩জনের মৃত্যু। উদ্বেগ বাড়াল কলকাতা। উৎসবের মরশুমে সতর্ক থাকতে সব রাজ্যকে চিঠি কেন্দ্রের। অক্টোবর পর্যন্ত বন্ধই থাকছে আন্তর্জাতিক উড়ান।
উচ্চমাধ্যমিকে রেকর্ড পাসের পরেও আসন খালি! প্রেসিডেন্সিতে ২৩৮টি আসন ফাঁকা, যাদবপুরে ৩৩০টি। আসন ভরাতে ফের আবেদনের সুযোগ। ভর্তির সময়সীমা বাড়ল ৮ অক্টোবর পর্যন্ত।
WB News Live Updates: বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে যুবককে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল জলপাইগুড়ির ধূপগুড়িতে
বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে যুবককে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল জলপাইগুড়ির ধূপগুড়িতে। মহিলার স্বামী ও বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। আহত যুবককে ভর্তি করা হয়েছে হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
West Bengal News Live: কলকাতায় শতাধিক বাড়ি অতি বিপজ্জনক, আদালতের হস্তক্ষেপ দাবি ফিরহাদের
কলকাতায় শতাধিক বাড়ি অতি বিপজ্জনক। সতর্কবার্তা সত্ত্বেও ভাড়াটে-মালিক টানাপোড়েনে চলছে বসবাস। আদালতের হস্তক্ষেপ দাবি ফিরহাদের।
WB News Live Updates: পূর্ব মেদিনীপুরের একাধিক এলাকায় প্রবল বৃষ্টিতে ফের জল জমতে শুরু করেছে
পূর্ব মেদিনীপুরের এগরা, পটাশপুর, ভগবানপুর বিধানসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকায় প্রবল বৃষ্টিতে ফের জল জমতে শুরু করেছে। জেলা প্রশাসন সূত্রে দাবি, এই তিন বিধানসভা কেন্দ্রে খোলা হয়েছে ৩৬২টি ত্রাণশিবির। আরও ১৫০টি ত্রাণশিবির খোলার কথা ভাবা হচ্ছে।
West Bengal News Live: টানা বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা
টানা বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা। সাব স্টেশন, ট্রান্সফর্মার জলের তলায়। পরিস্থিতি পর্যালোচনায় ঘণ্টায় ঘণ্টায় বৈঠক করছে বিদ্যুৎ দফতর। বিদ্যুতের তার নিয়ে সচেতনতা বাড়াতে বারাসাত পুর এলাকায় চলছে প্রচার।
WB News Live Updates: শিক্ষার্থীদের উৎসাহ দিতে, গ্রামে গ্রামে গিয়ে ক্লাস নেওয়া শুরু করলেন, জলপাইগুড়ির রাজগঞ্জের একটি স্কুলের শিক্ষকরা
করোনা আবহে দীর্ঘদিন ধরে স্কুলে বন্ধ সশরীরে পঠনপাঠন। এই পরিস্থিতিতে, শিক্ষার্থীদের উৎসাহ দিতে, গ্রামে গ্রামে গিয়ে ক্লাস নেওয়া শুরু করলেন, জলপাইগুড়ির রাজগঞ্জের একটি স্কুলের শিক্ষকরা।