WB News Live Updates: মধ্যরাত থেকেই কলকাতায় পেট্রোলের সেঞ্চুরি
Get the latest West Bengal News and Live Updates:এবার কৃষ্ণনগরে সিআইডি অফিসার সেজে প্রতারণার অভিযোগ। দেবাঞ্জনের ছকেই পুলিশ পরিচয়ে সমাজসেবার কাজে যুক্ত, নেতাদের সঙ্গে ছবি।
LIVE
Background
কলকাতা: এবার কৃষ্ণনগরে সিআইডি অফিসার সেজে প্রতারণার অভিযোগ। দেবাঞ্জনের ছকেই পুলিশ পরিচয়ে সমাজসেবার কাজে যুক্ত, নেতাদের সঙ্গে ছবি। চাকরির নামে টাকা আত্মসাতের অভিযোগ উঠতেই ফেরার।
দেবাঞ্জনের মতোই নেতা-মন্ত্রীদের সঙ্গে ত্রাণ বণ্টনের অনুষ্ঠানে ভুয়ো সিআইডি অফিসার। ছবি ফেসবুকে পোস্ট। কে কার সঙ্গে ছবি তুলেছে, জানা নেই, দাবি কারামন্ত্রীর। অভিযুক্তের গাড়ির চালক আটক।
ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের প্রতিবাদে বিজেপির পুরসভা অভিযানে ধুন্ধুমার। রুট বদলে যাওয়ার চেষ্টা। সেন্ট্রাল অ্যাভেনিউতেই আটকে দিল পুলিশ।
পুরসভার বহু আগেই বিজেপিকে আটকাল পুলিশ। ধস্তাধস্তিতে আহত মহিলা কর্মী। মহামারী আইনে সায়ন্তন, অগ্নিমিত্রা-সহ গ্রেফতার ৫৮, প্রেসিডেন্সি জেল নিয়ে যাওয়ার পরে জামিন।
বিজেপির অভিযানে এলেনই না শুভেন্দু-সৌমিত্র। কাজের জন্য বাইরে, দাবি দিলীপের। ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে আর্থিক কেলেঙ্কারির অভিযোগে রাজ্য জুড়ে আন্দোলনের হুমকি। হেরেও গা জোয়ারি, কটাক্ষ তৃণমূলের।
দেবাঞ্জনকাণ্ড থেকে সতর্কতা। এবার যে কোনও অনুষ্ঠানে যাওয়ার আগেই খোঁজ নিতে হবে বিধায়কদের। পরিষদীয় দলের বৈঠকে কড়া বার্তা তৃণমূলের। উদ্যোক্তা কারা, জেনে অনুষ্ঠানে যাওয়ার নির্দেশ।
সার্ভিস রুল ভেঙে কীভাবে নারদকাণ্ডে অভিযুক্তের সঙ্গে সাক্ষাৎ?সলিসিটর জেনারেলের অপসারণ চেয়ে রাষ্ট্রপতির কাছে তৃণমূল। বিজেপির সিক্রেট জেনারেল হিসেবে কাজ করতে পারেন, কটাক্ষ অভিষেকের।
তুষার মেহতা-শুভেন্দুর বৈঠকের অভিযোগে সরব তৃণমূল। অপসারণ না চেয়ে আগে পুরভোট করান, দাবি দিলীপের। ভোট হবে ঠিক সময়েই, আগে উপনির্বাচনের দিন ঘোষণা করুক কমিশন, পাল্টা পার্থ।
বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে মমতায় আস্থা। পার্থ-সুদীপের উপস্থিতিতে তৃণমূলে অভিজিৎ। মমতা-অভিষেকের সঙ্গে কথা। দুঃখের!!!! ট্যুইট প্রণব-কন্যার। কেন গেলেন, বলতে পারেন অভিজিৎই, মন্তব্য অধীরের। কংগ্রেস ছেড়ে এবার তৃণমূলে প্রণব-পুত্র অভিজিৎ।
করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় এবারও ভার্চুয়ালে তৃণমূলের ২১ জুলাই। ভার্চুয়ালিই ভাষণ দেবেন তৃণমূলনেত্রী। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভার্চুয়াল বৈঠকের সিদ্ধান্ত।
এবার তথাগতর নিশানায় শ্রাবন্তী। এবার বিজেপির নিচুতলার কর্মীরা বিচার করুন, নির্বাচনী এজেন্টের সঙ্গে তৃণমূল নেতাদের ছবি পোস্ট করে ট্যুইট। দলে আলোচনা করলে ভাল হত, প্রতিক্রিয়া সায়ন্তনের।
বেলাগাম ডিজেল। রাস্তায় উধাও বেসরকারি বাস। এখনই ভাড়া বৃদ্ধির দাবি খারিজ করে আগে রাস্তায় বাস নামানোর বার্তা সরকারের। ভাড়া না বাড়িয়ে উপায় নেই, পাল্টা দাবি মালিক সংগঠনের।
রাস্তায় দেখা নেই বেসরকারি বাসের। ভাড়া বৃদ্ধি নিয়ে অনড় সরকার-মালিক সংগঠন-দুপক্ষই।
বেলাগাম পেট্রোল, ডিজেল। প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর। কেন্দ্রের কাছে কম সেস আদায় করার দাবি। মে মাসে ৮বার , জুনে ৬ বার মূল্যবৃদ্ধি। লাগামছাড়া দামে দুর্ভোগের কথা জানিয়ে হস্তক্ষেপ দাবি।
রাজ্যে করোনা দৈনিক সংক্রমণ ৯০০-র নীচে, ১৮জনের মৃত্যু। দেশেও আক্রান্ত ৪০ হাজারের নীচে। টিকাকরণে আরও জোর দিতে বললেন প্রধানমন্ত্রী। চলতি সপ্তাহেই আসছে মডার্নার ভ্যাকসিন।
WB News Live Updates: মধ্যরাত থেকেই কলকাতায় পেট্রোলের সেঞ্চুরি
মধ্যরাত থেকেই কলকাতায় পেট্রোলের সেঞ্চুরি। মধ্যরাত থেকেই কলকাতায় পেট্রোল ১০০ টাকা ২৩ পয়সা। রাত ১২টা থেকেই ডিজেলের দাম বেড়ে ৯২ টাকা ৫০ পয়সা।
WB News Live Updates: মালগাড়িতে চাপা পড়ে বালিকার মৃত্যুতে রণক্ষেত্র ব্রেসব্রিজ স্টেশন
মালগাড়িতে চাপা পড়ে বালিকার মৃত্যুতে রণক্ষেত্র ব্রেসব্রিজ স্টেশন। ‘দাঁড়িয়ে থাকা মালগাড়ির তলা দিয়ে পারাপারের সময় দুর্ঘটনা ঘটে। আচমকা মালগাড়ি চলতে শুরু করায় কাটা পড়ে বালিকার মৃত্যু। এর পরেই স্টেশনে তাণ্ডব উত্তেজিত জনতার, থানায় বিক্ষোভ। তারাতলা থানার সামনে স্থানীয়দের বিক্ষোভ।
WB News Live Updates: পুলিশ হেফাজতে পিটিয়ে খুনের অভিযোগে বরাকর স্টেশন রোড থেকে উঠল অবরোধ
প্রায় ৮ ঘণ্টা পরে অবরোধ উঠল বরাকরে। পুলিশ হেফাজতে পিটিয়ে খুনের অভিযোগে বরাকর স্টেশন রোড থেকে উঠল অবরোধ। অভিযুক্ত পুলিশ অফিসারদের কঠোর শাস্তির দাবি। পদক্ষেপের আশ্বাস পুলিশের। তারপরেই উঠল অবরোধ। এদিন, চুরির অভিযোগে আটক যুবকের পুলিশ হেফাজতে মৃত্যু ঘিরে অগ্নিগর্ভ হয়ে উঠল কুলটির বরাকর। ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়া হল পুলিশের গাড়িতে। সাসপেন্ডেড আইসি ও পাঁচ সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে ছেলেকে পিটিয়ে খুনের লিখিত অভিযোগ জানিয়েছে মৃতের পরিবার।
করোনা পরিস্থিতিতে ২১ জুলাইয়ের সমাবেশ নয়, বক্তব্য রাখবেন ভার্চুয়াল মাধ্যমেই: মমতা
নির্বাচনে বিপুল জয়ের পর নেত্রী জানিয়েছিলেন বিজয় উৎসব হবে ২১ জুলাই, শহিদ দিবসে। কিন্তু করোনা পরিস্থিতিতে ২১ জুলাইয়ের সমাবেশ নয়, বক্তব্য রাখবেন ভার্চুয়াল মাধ্যমেই। ট্যুইট করে জানালেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ২১ জুলাইয়ের শহিদ দিবস আমাদের কাছে এক অতি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। এই দিনটিতে আমরা আমাদের ১৩ জন বীর শহীদ, যাঁদের ১৯৯৩ সালে রাজনৈতিক হিংসার বলি হতে হয়েছিল তাঁদের স্মরণ করি। এই দিনটিতে আমরা প্রতিবছর তাঁদের বীরের মৃত্যুবরণকে শ্রদ্ধা জানাই। মানুষের আশীর্বাদে বিপুল ভোটে জিতে ঐতিহাসিকভাবে তৃতীয়বার ক্ষমতায় এসেছে তৃণমূল সরকার। অতিমারী পরিস্থিতির কারণে ২১ জুলাই দুপুর ২-এ আমি ভার্চুয়াল মাধ্যমে আমার ভাই-বোনদের উদ্দেশে বক্তব্য রাখব।
WB News Live Updates: কালীঘাটে বাইকের ধাক্কায় মৃত্যু পথচারীর
কালীঘাটে বাইকের ধাক্কায় পথচারীর মৃত্যু। গতকাল রাতে এসপি মুখার্জি রোডে দুর্ঘটনা ঘটে। বাইকচালককে গ্রেফতার করেছে পুলিশ।