WB News Live Updates: কোচবিহার মেডিকেল কলেজ থেকে মাকে খুনের অভিযোগে গ্রেফতার অভিযুক্ত পলাতক
Get the latest West Bengal News and Live Updates: ‘এসএসসি-র উপর আমার কোনও বিশ্বাস নেই।’এজি-র উদ্দেশ্যে মন্তব্য বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের।
LIVE
Background
কয়লাপাচারকাণ্ডে ৯ ঘণ্টা ইডির জিজ্ঞাসাবাদের পরেই বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের। মাথা উঁচু করেই লড়ুন, পাল্টা বিজেপি। অভিষেকের কাছে বিনয়-অনুপ লালা সম্পর্কে জানতে চাইল ইডি।
কংগ্রেসের মতো তৃণমূল নয় যে ভয় পেয়ে বসে যাবে। ইডির জিজ্ঞাসাবাদের পরেই কংগ্রেসকে আক্রমণে অভিষেক। বিজেপির সঙ্গে তৃণমূলের লড়াই তো ক’দিনের, কটাক্ষ অধীরের।
চক্রান্তেই অভিষেককে ইডির তলব, অভিযোগ মুকুলের। আগে নির্দোষ প্রমাণ করুন, পাল্টা দিলীপ। বদলা নিতেই শুভেন্দুকে সিআইডি নোটিসের দাবি। বাঘের সঙ্গে বিড়ালের তুলনা টেনে কটাক্ষ কুণালের।
প্রাক্তন দেহরক্ষীর খুনের মামলায় শুভেন্দুকে হাইকোর্টের রক্ষাকবচ। তদন্ত প্রক্রিয়ায় স্থগিতাদেশ। নন্দীগ্রাম-পাঁশকুড়ার ২টি মামলার তদন্ত বন্ধের নির্দেশ। তমলুক, মানিকতলার মামলায় চলতে পারে তদন্ত।
কোর্টের নির্দেশ ছাড়া গ্রেফতার করা যাবে না শুভেন্দু অধিকারীকে, তদন্তে করতে হবে সহযোগিতা। জিজ্ঞাসাবাদ করা যাবে বিরোধী দলনেতার সুবিধেমতো জায়গায়। নির্দেশ হাইকোর্টের।
৩ বছর পরে কেন জেগে উঠলেন শুভেন্দুর দেহরক্ষীর স্ত্রী? কেন মনে হল খুন? প্রশ্ন আদালতের। সাক্ষী হিসেবে তলব, কেন ভাবছেন গ্রেফতার হবেন? সওয়াল এজির। বলতে চাইছেন ঠাকুরঘরে কে? প্রশ্ন বিচারপতির।
সকাল ৭টা থেকে সন্ধে সাড়ে ৬টা পর্যন্ত ভবানীপুরে ভোট। ৫ অক্টোবরের আগে শেষ করতে হবে ভোট প্রক্রিয়া। ডাল মে কুছ কালা হ্যায়, কটাক্ষ দিলীপের।দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়, পাল্টা সৌগত।
দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র ত্রিপুরা। ধনপুর বাজারে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের গাড়িতে হামলার চেষ্টার অভিযোগ। দু’পক্ষের মধ্যে সংঘর্ষ।থামানোর চেষ্টা মানিকের।
২০১৪-র প্রাথমিক টেটের ভুল প্রশ্নের মামলা। জরিমানার পরে এবার পর্ষদ সভাপতিকে পার্টি করার নির্দেশ হাইকোর্টের। ২০১৮-র নির্দেশ কার্যকরের জন্য শেষবারের জন্য ৩ সপ্তাহ সময়।
West Bengal News Live: ‘দুয়ারে রেশন’ ঘিরে প্রশ্ন
গ্রাহকদের দুয়ারে রেশন পৌঁছনোর প্রকল্প পরীক্ষামূলক ভাবে শুরুর কথা ১৫ সেপ্টেম্বর থেকে। এই পরিস্থিতিতে ফের পরিকাঠামো প্রস্তুত নেই বলে ফের সরব রেশন ডিলারদের সংগঠন। পরিকাঠামোগত সহযোগিতার আশ্বাস দিয়েছেন খাদ্যমন্ত্রী। বুধবার খাদ্য ভবনে ডিলারদের সঙ্গে হবে বৈঠক।
WB News Live Updates: কোচবিহার মেডিকেল কলেজ থেকে মাকে খুনের অভিযোগে গ্রেফতার অভিযুক্ত পলাতক
কোচবিহার মেডিকেল কলেজ থেকে মাকে খুনের অভিযোগে গ্রেফতার অভিযুক্ত পলাতক । ঘটনায ঘিরে চাঞ্চল্য। আজ বিপ্লব বর্মন নামে অভিযুক্তকে জেল থেকে কোচবিহার মেডিকেল কলেজের চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। এক্স-রে করাতে গেলে সেখান থেকে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় সে। খোঁজ চালাচ্ছে পুলিশ।
WB News Live Updates: কোচবিহার মেডিকেল কলেজ থেকে মাকে খুনের অভিযোগে গ্রেফতার অভিযুক্ত পলাতক
কোচবিহার মেডিকেল কলেজ থেকে মাকে খুনের অভিযোগে গ্রেফতার অভিযুক্ত পলাতক । ঘটনায ঘিরে চাঞ্চল্য। আজ বিপ্লব বর্মন নামে অভিযুক্তকে জেল থেকে কোচবিহার মেডিকেল কলেজের চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। এক্স-রে করাতে গেলে সেখান থেকে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় সে। খোঁজ চালাচ্ছে পুলিশ।
WB News Live Updates: আতঙ্কের নাম ডেল্টা প্লাস, সাত দেশ থেকে আগত যাত্রীদের বিমানবন্দরে RTPCR পরীক্ষা করা হবে
সাত দেশে করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্টের হদিশ। ওই সব দেশ থেকে আসাদের বিমানবন্দরেই করোনার RTPCR পরীক্ষা করা হবে। যাত্রীদের নিজেদের খরচে পরীক্ষা করতে হবে। না হলে যেতে হবে, সিএনসিআইয়ের নিউটাউন ক্যাম্পাসে। জানিয়েছেন স্বাস্থ্য অধিকর্তা।
WB News Live Updates: ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগের তদন্তে জেলায় জেলায় সক্রিয় সিবিআই
কোথাও নিহতের বাড়িতে গিয়ে তথ্য সন্ধান। কোথাও আবার কেস ডায়েরি সংগ্রহ করা।ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগের তদন্তে জেলায় জেলায় সক্রিয় সিবিআই। এদিকে, তদন্তের অগ্রগতি খতিয়ে দেখতে দিল্লিতে উচ্চপর্যায়ের বৈঠক করেন CBI’এর কর্তারা।