West Bengal News Live: রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৬৭৮, ১০ জনের মৃত্যু
কলকাতায় একদিনে সংক্রমিত ৭০, ২ জনের মৃত্যু।
LIVE
Background
কলকাতা: টার্গেট ২০২৪। মতপার্থক্য দূরে সরিয়ে গড়তে হবে বিজেপি বিরোধী জোট। ১৯ বিরোধী দলের বৈঠকে একমত সনিয়া-মমতা-পাওয়ার। মাঠে ব্যাট নিয়ে নামলে বোঝা যাবে, কটাক্ষ বিজেপির।
২০ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর দেশজুড়ে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক বিরোধীদের। মুখ কে ভুলে যান, বার্তা মমতার। সীমাবদ্ধতার উর্ধ্বে উঠে কাজ। সওয়াল সনিয়ার। সবই নেট প্র্যাকটিস, আক্রমণ বিজেপির।
অশান্তি মামলায় হাইকোর্টের নির্দেশের পরেই তত্পর সিবিআই। ২৪ ঘণ্টার মধ্যেই নজরদারিতে তৈরি ৪টি বিশেষ টিম। টিমে আছেন জয়েন্ট ডিরেক্টর, ডিআইজি, এসপি র্যাঙ্কের ২৫ জন আধিকারিক, খবর সূত্রের।
রাজ্য পুলিশের ডিজিকে মেল সিবিআইয়ের। মেল পাঠিয়ে সন্ত্রাসের অভিযোগ সংক্রান্ত নথি চাইল সিবিআই। খুন ও ধর্ষণ সংক্রান্ত এফআইআরের কপি চাইল সিবিআই।
ডিজিকে মেল সিবিআইয়ের
বাসে অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না। বাস সংগঠনগুলিকে চিঠি দিয়ে জানাল পরিবহণ দফতর। অতিরিক্ত ভাড়া নিলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিল সরকার। বাসে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ পেয়ে বাস সংগঠনগুলিকে চিঠি দিল রিজিওনাল ট্রান্সপোর্ট অথরিটি। ভাড়া বৃদ্ধির দাবিতে এখনও অনড় রয়েছে বাস মালিক সংগঠনগুলি।
কলেজে ভর্তির আবেদনের সময়সীমা বাড়ল আরও ৭দিন। ২৭ অগাস্ট পর্যন্ত অনলাইনে আবেদন। উপাচার্যদের জানাল সরকার। ৩১ অগাস্টের মধ্যেই মেধা তালিকা। পয়লা অক্টোবর থেকে ক্লাস শুরু।
আলিপুরের ধনধান্য সেতু, খিদিরপুরের স্টিল ব্রিজ ও গর্ডেনরিচের দইঘাট সেতু। দক্ষিণ কলকাতার এই তিন সেতুর স্বাস্থ্যপরীক্ষা করার সিদ্ধান্ত নিল KMDA। কেএমডিএ সূত্রে খবর, স্ট্রাকচারাল টেস্টের পাশাপাশি, হবে লোড টেস্ট।
কলকাতায় এসে রবীন্দ্র সদনের কাছে আক্রান্ত হন দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা ফিরোজ দেসানি আলি। পুলিশ তাঁকে উদ্ধার করে এসএসকেএমে ভর্তি করে কিন্তু শুক্রবার হাসপাতালের তরফে তাঁকে ছেড়ে দেওয়ার কথা জানালেও পরিবারের কেউ না আসায় ছুটি পাচ্ছেন না ফিরোজ।
এসএসকেএমের ট্রমা কেয়ার বিভাগের সিটি স্ক্যান সেন্টারে চিকিৎসক নিগ্রহের অভিযোগ পিপিপি মডেলে চলা সিটি স্ক্যান সেন্টারের কর্মীর বিরুদ্ধে। উপাধ্যক্ষের কাছে অভিযোগ, দুপক্ষের বক্তব্য শুনে তদন্তে পুলিশ। আজ ফের সব পক্ষকে নিয়ে বৈঠক হবে> বৈঠকের পরবর্তী পদক্ষেপ, জানাল হাসপাতাল কর্তৃপক্ষ।
রাজ্যে একদিনে আক্রান্ত ৭৫৮ জন। একদিনে মৃত্যু হয়েছে ৯ জনের। একদিনে করোনা মুক্ত হয়েছেন ৭৪৯ জন। দৈনিক সংক্রমণে নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা ও দৈনিক মৃত্যুর নিরিখে শীর্ষে নদিয়া।
আগেই খুলেছে মাল্টিপ্লেক্স। এবার নতুন হিন্দি ও বাংলা ছবির হাত ধরে খুলে গেল সিঙ্গল স্ক্রিনের হল। ফের আগের মতোই হলমুখী হবেন দর্শকরা, আশা সিনে শিল্পের সঙ্গে যুক্ত মানুষজনের।
প্রায় ৪ ঘণ্টা বৈঠকেও কাটল না ইস্টবেঙ্গলে চুক্তি জট। চলে। ক্লাবের জানানো হয়, মধ্যস্থতাকারীরা তাঁদের বক্তব্য শুনেছেন এবং যথাযথ জায়গায় আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন। বৈঠকে সমাধান সূত্র না বেরনোয় কার্যকরী কমিটির বৈঠকও স্থগিত রাখা হয়।
বাঁকুড়ায় প্রকাশ্যে চলে এল তৃণমূলের কোন্দল। পদ চলে যাওয়ার পরও পুরসভার ঘরে বসেছেন প্রশাসকমণ্ডলীর প্রাক্তন সদস্য। তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন দলেরই বিদায়ী কাউন্সিলর। কাজ বোঝাতে গিয়েছিলাম। সাফাই দিলেন প্রশাসকমণ্ডলীর প্রাক্তন সদস্য।
West Bengal News Live Updates: রাজ্যের সব পানশালায় বাধ্যতামূলক সিসি ক্যামেরা
রাজ্যের সব পানশালায় বাধ্যতামূলক করা হল সিসি ক্যামেরা। যে ক্যামেরার রিয়েল টাইম অ্যাক্সেস থাকবে আবগারি দফতরের হাতে। যাতে দফতরে বসেই নজরদারি করা যায় ফুটেজে। এই মর্মে জারি হল নির্দেশিকা। ফুল এইচডি ফুটেজের সঙ্গে রেকর্ড করতে হবে শব্দও।
WB News Live Updates: কাবুল বিমানবন্দরে অপহৃতদের মধ্যে ছিলেন বাঙালি যুবকও?
আফগানিস্তান জুড়ে তালিবানি ত্রাস। কাবুল বিমানবন্দরে অপহৃতদের মধ্যে ছিলেন বাঙালি যুবকও? নিমতার বাসিন্দা ওই যুবকের চ্যাট ঘিরে এমনই আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে, আফগানিস্তানে বিয়ে হওয়া বাঙালি চিকিত্সককে নিয়েও উৎকণ্ঠায় তাঁর পরিবার।
West Bengal News Live Updates: জামিনে মুক্ত হওয়ার পরে ফের সজল ঘোষের বাড়িতে পুলিশ
জামিনে মুক্ত হওয়ার পরে ফের সজল ঘোষের বাড়িতে পুলিশ। সার্চ ওয়ারেন্ট নিয়ে সজলের বাড়িতে পুলিশের তল্লাশি। সার্চ ওয়ারেন্ট নিয়ে মুচিপাড়া থানার পুলিশের তল্লাশি। তল্লাশিতে দরজা ভাঙায় যুক্ত পুলিশরাই, অভিযোগ প্রদীপ ঘোষের। তল্লাশিতে কিছু না মেলার দাবি বিজেপি নেতা প্রদীপ ঘোষের। এ ব্যাপারে এখনও পর্যন্ত পুলিশের কোনও প্রতিক্রিয়া মেলেনি। শ্লীলতাহানি, চুরি, অস্ত্র রাখার অভিযোগে সজলের বিরুদ্ধে মামলা।
WB News Live Updates: তৃণমূলের মুখপত্রে উত্তর সম্পাদকীয় লিখে সাসপেন্ড অজন্তা বিশ্বাস
তৃণমূলের মুখপত্রে উত্তর সম্পাদকীয় লিখে সাসপেন্ড অজন্তা বিশ্বাস। প্রয়াত অনিল বিশ্বাসের কন্যা অজন্তাকে ৬ মাসের জন্য সাসপেন্ড করছে সিপিএম, খবর সূত্রের। কলকাতা জেলা কমিটির বৈঠকে অজন্তার সাসপেনশনের সিদ্ধান্ত। অনিল-কন্যার ৩ মাসের সাসপেনশনের সুপারিশ এরিয়া কমিটির। দু’একদিনের মধ্যেই অজন্তার কাছে যাচ্ছে সাসপেনশনের চিঠি, খবর সূত্রের।
West Bengal News Live Updates: শ্রমিক বিক্ষোভে তেতে উঠল কুলটির নরসমুদা কোলিয়ারি
কয়লা উৎপাদন ২ মাস ধরে বন্ধ! তারই মধ্যে হঠাৎ ১৪০ জনকে ট্রান্সফারের নোটিস! ঘটনাটিকে কেন্দ্র করে শ্রমিক বিক্ষোভে তেতে উঠল পশ্চিম বর্ধমানের কুলটির নরসমুদা কোলিয়ারি। আজ শ্রমিক নেতারা এই সিদ্ধান্ত বদলের দাবিতে কোলিয়ারি কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে। কোলিয়ারি কর্তৃপক্ষের দাবি, শ্রমিকদের সুরক্ষার কথা ভেবেই এই সিদ্ধান্ত।