West Bengal News Live: রাজ্যে ১ দিনে করোনা সংক্রমিত ৭০৫ জন, মৃত ১২
Get the latest West Bengal News and Live Updates: তৃণমূলের অভিযোগ, থাইরুমে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে ফেরার পথে, সাংসদদের গাড়ি ভাঙচুর করা হয়
LIVE
Background
আজ ৭৫ তম স্বাধীনতা দিবস। করোনাকালে, সব সতর্কতা মেনে দেশে পালিত হচ্ছে এই দিনটি। রাজ্যজুড়েও এই দিনটি পালিত হচ্ছে। আজ দর্শকশূন্য রেডরোডে হবে স্বাধীনতা দিবস উদযাপন, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী।
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রাজ্য জুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা। জেলায় জেলায় চলছে পুলিশি নাকা চেকিং। কোথাও নজরদারি চলছে স্নিফার ডগ নিয়ে। নিরাপত্তার বজ্র আঁটুনি সীমান্ত এলাকাতেও।
৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কড়া নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে ফেলা হয়েছে হাওড়া স্টেশন চত্বর। দূরপাল্লার ট্রেন তো বটেই, স্টাফ স্পেশাল লোকাল ট্রেনগুলিতেও তল্লাশি চালাচ্ছে আরপিএফ ও জিআরপি। স্নিফার ডগ দিয়ে যাত্রীদের ব্যাগেও চলছে তল্লাশি।
হুগলির ব্যান্ডেল স্টেশন ও পশ্চিম বর্ধমানের আসানসোল স্টেশনেও বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। চলছে নাকা চেকিং। বাড়তি সতর্কতার ছবি দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়েও।
নিরাপত্তার কড়াকড়ি মালদা জেলা জুড়েও। স্নিফার ডগ ও মেটাল ডিটেক্টর দিয়ে চলছে তল্লাশি। কোচবিহারের ভারত-বাংলাদেশ সীমান্তে স্থল ও জলপথে চলছে কড়া নজরদারি।
অন্যদিকে স্বাধীনতা দিবসের আগে বর্ধমানের বালিঘাটে পরিত্যক্ত রাইসমিল থেকে উদ্ধার হয় ড্রামভর্তি বোমা। খাগড়াগড় থেকে ২ কিলোমিটার দূরে বোমা উদ্ধার করা হয়।
ঘটনাস্থলে গিয়ে বোমাগুলিকে নিষ্ক্রিয় করে সিআইডির বম্ব ডিজপোজাল স্কোয়াড। কারা কী উদ্দেশ্যে বোমা রেখেছিল খতিয়ে দেখছে পুলিশ।
১৫ অগাস্ট উপলক্ষ্যে বাড়তি সতর্ক কলকাতা পুলিশ। রবিবার শহরের বিভিন্ন রাস্তায় মোতায়েন থাকবেন ৪ হাজার পুলিশ কর্মী। নিরাপত্তার দায়িত্বে থাকবেন ডিসি পদমর্যাদার ১১ জন পুলিশ অফিসার।
শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় কড়া নজরদারির পাশাপাশি রেড রোডে করা হয়েছে ৩টে ওয়াচ টাওয়ার। ২৩টা জায়গায় রয়েছে নাকা চেকিংয়ের ব্যবস্থা। করোনা আবহে এবারও দর্শকশূন্য রেডরোডেই হবে পতাকা উত্তোলন থেকে কুচকাওয়াজ, শোভাযাত্রা।
রাজ্য সরকার সূত্রে খবর, এবার রেডরোডে মাত্র আধঘণ্টার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অনুষ্ঠানে অংশ নেবে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ ও ‘খেলা হবে’, ‘দুয়ারে সরকার’, ‘দুয়ারে রেশন’, ‘পাড়ায় সমাধান’ সহ রাজ্য সরকারের মোট ৯টি ট্যাবলো।
সূত্রের খবর, রেড রোডের অনুষ্ঠান শেষে রেড রোড সংলগ্ন নেতাজি মূর্তি ও পুলিশ মেমোরিয়ালে মালা দিতেও যাবেন মুখ্যমন্ত্রী।
WB News Live Updates: কাল খেলা হবে দিবস সফল করতে কোমর বেঁধে নেমেছে তৃণমূল
কাল খেলা হবে দিবস সফল করতে কোমর বেঁধে নেমেছে তৃণমূল। বাংলার পাশাপাশি, দেশের একাধিক জায়গায় খেলা হবে দিবস ছড়িয়ে দিতে চায় রাজ্যের শাসক দল। তবে গুজরাতে অনুমতি পেয়েও তৃণমূলের কর্মসূচি বাতিল ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। খেলা হবে দিবসের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছে বাম-বিজেপি।
WB News Live Updates: রবিবার কলকাতা থেকে বাইকে বাগনান যাওয়ার সময় মাঞ্জা সুতোয় ডান হাতের বুড়ো আঙুল কাটল বাগনানের ব্যবসায়ী
ফের দুর্ঘটনা চিনা মাঞ্জা সুতোয়। রবিবার কলকাতা থেকে বাইকে বাগনান যাওয়ার সময় মাঞ্জা সুতোয় ডান হাতের বুড়ো আঙুল কাটল বাগনানের ব্যবসায়ী। আঘাত লেগেছে গলাতেও। সাঁতরাগাছি ব্রিজ থেকে নামার সময় ঘটে দুর্ঘটনাটি। আহতের নাম গৌতম মান্না (৪৩)। এসএসকেএম-এ চিকিৎসা চলছে তাঁর।
WB News Live Updates: শিক্ষিকা বিজেপি করেন, স্কুল আসতে বারণ করার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে
শিক্ষিকা বিজেপি করেন। এই কারণে শিক্ষিকাকে স্কুল আসতে বারণ করার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। দুর্গাপুরের এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপি। কাজটা ঠিক হয়নি বলে জানিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
WB News Live Updates: ৭৫ তম স্বাধীনতা দিবসে ভিক্টোরিয়া মেমোরিয়ালে সাড়ে ৭ হাজার বর্গফুটের পতাকা উত্তোলন করেন রাজ্যপাল জগদীপ ধনকড়
৭৫ তম স্বাধীনতা দিবসে ভিক্টোরিয়া মেমোরিয়ালে সাড়ে ৭ হাজার বর্গফুটের পতাকা উত্তোলন করেন রাজ্যপাল জগদীপ ধনকড়। গণতন্ত্রের বিকাশে বাধা হিংসা, সম্মান করতে হবে মানবাধিকারকে, স্বাধীনতা দিবসে ব্যারাকপুর গাঁধীঘাটে গিয়ে বার্তা রাজ্যপালের।
WB News Live Updates: পাহাড়ে করোনা কড়াকড়ির মধ্যেই পর্যটকদের জন্য কাল থেকে চালু হচ্ছে টয়ট্রেনের জয় রাইড পরিষেবা
পাহাড়ে করোনা কড়াকড়ির মধ্যেই পর্যটকদের জন্য কাল থেকে চালু হচ্ছে টয়ট্রেনের জয় রাইড পরিষেবা। দার্জিলিং ও ঘুম স্টেশনের মধ্যে সারা দিনে মোট ৬টি ট্রেন চলবে। যাত্রীদের জন্য বাধ্যতামূলক মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার। দার্জিলিং-হিমালয়ান রেলওয়ের তরফে একথা জানানো হয়েছে।