Bratya Basu: শিক্ষামন্ত্রীর পাড়ায় তাঁর বিরুদ্ধেই পোস্টার, লেখা, 'ওয়ান্টেড'
ABP Ananda LIVE : শিক্ষামন্ত্রীর পাড়ায়, তাঁর বিরুদ্ধেই পোস্টার পড়ল! SFI-এর তরফে দেওয়া পোস্টারে ব্রাত্য় বসুর ছবি দিয়ে লেখা, ওয়ান্টেড, সন্ধান পেলে স্থানীয় পুলিশ স্টেশনে জানান। এ বিষয়ে ব্রাত্য় বসুর বক্তব্য়,
সিপিএম সিপিএমেই আছে। কিন্তু, কোনও ঘটনা ঘটলে সেই ব্য়ক্তির বাড়ির কাছে গিয়ে প্রতিবাদ-বিক্ষোভ-পোস্টার টাঙানো এগুলো কি আদৌ রুচিশীল কাজ? ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিশিষ্টজনেদের একাংশ। গাড়ি চালানোর সময় চালক দুর্ঘটনা ঘটালে, আমায় কেন গ্রেফতার করা হবে? প্রশ্ন তুলেছেন সৌগত রায়। যদিও শিক্ষামন্ত্রীকে গ্রেফতারির দাবিতে অনড় SFI. আগামীকাল ফের দমদমে মিছিলের ডাক দিয়েছে তারা।
Kolkata News: কলকাতায় মাত্র ৩০০ স্কোয়্যার ফুট জমিতেই তিনতলা বাড়ি তৈরির অনুমতি মিলবে!
এবার কলকাতায় মাত্র ৩০০ স্কোয়্যার ফুট জমিতেই তিনতলা বাড়ি তৈরির অনুমতি মিলবে! বেআইনি নির্মাণ রুখতে নতুন সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। নির্মীয়মাণ বাড়ির গায়ে বড় করে টাঙাতে হবে পুরসভার অনুমতি সংক্রান্ত নথি। বড় প্রকল্পের ক্ষেত্রে ডিসপ্লে বোর্ডে দূষণ সংক্রান্ত তথ্য থাকতে হবে। কলোনি এবং বস্তি এলাকায় তিনতলা বাড়ির অনুমতি সংক্রান্ত খরচও কমিয়েছে পুরসভা। বাড়ির অনুমতি পেতে ৩ লক্ষ ২৭ হাজার টাকার পরিবর্তে এবার থেকে দিতে হবে ৪২ হাজার টাকা। কলকাতার বিভিন্ন জায়গায় একের পর এক হেলে পড়া বাড়ি, ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা বহুতল এবং বেআইনি নির্মাণের ঘটনা প্রকাশ্যে আসার পর এমন একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা।


















