JU Incident: পুলিশি অত্যাচারের অভিযোগ। এসএফআইয়ের পর এবার হাইকোর্টের দ্বারস্থ ডিএসও। সোমবার শুনানি
ABP Ananda LIVE : থানায় পুলিশি নির্যাতনের অভিযোগ তুলে, কাল হাইকোর্টে মামলা করেছেন মেদিনীপুরের SFI নেত্রী সুুচরিতা দাস। এবার একই অভিযোগে আদালতের দ্বারস্থ হলেন, DSO নেত্রী সুশ্রীতা সোরেন। থানায় নিয়ে গিয়ে হাত জ্বলন্ত মোম ঢেলে দেওয়ার ভয়ঙ্কর অভিযোগ তুলেছিলেন তিনি। সোমবার কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই দুটো মামলার শুনানি হবে।
Kumortuli Case: টাকাপয়সা-সোনাদানা-সম্পত্তি থাকাই কাল হল সুমিতা ঘোষের!
টাকাপয়সা-সোনাদানা-সম্পত্তি থাকাই কাল হল সুমিতা ঘোষের। কুমোরটুলিতে ট্রলি ব্যাগে দেহ উদ্ধারের ঘটনায় মা-মেয়ের লোভের শিকার পিসি শাশুড়ি সুমিতা। এমনটাই মনে করছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, কলকাতা, লেকটাউন ও অসমের জোড়হাটে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল সুমিতার। অগাধ সম্পত্তির মালিক ছিলেন ওই মহিলা। লেকটাউনে বাড়ি ছিল সুমিতার। যে বাড়িতে সুমিতার এক ভাই থাকতেন। কিন্তু সম্প্রতি সুমিতা চেয়েছিলেন শ্বশুরবাড়িতে ফিরে যেতে। তাই ফাল্গুনী ও এক আইনজীবীকে নিয়ে পূূর্ব বর্ধমানের নাদনঘাটে গিয়ে দেখা করেছিলেন স্বামীর সঙ্গে। কিন্তু সুমিতার স্বামী রাজি হননি ভাঙা সম্পর্ক জোড়া লাগাতে। সম্পত্তি, সোনার গয়না এবং টাকাপয়সা হাতাতেই সুমিতাকে খুনের ছক কষেন ফাল্গুনী ও তাঁর মা আরতি ঘোষ। এমনটাই মনে করছে পুলিশ।


















