West Bengal News Live: পাথুরিয়াঘাটার বনেদি বাড়ি থেকে চুরির অভিযোগ প্রাক্তন বিধায়ক ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে
West Bengal News Live Updates: মুকুল রায় বিজেপি ছাড়ার পরেই সুনীল সিংহকে নিয়ে জল্পনা শুরু হয়েছে।
LIVE
Background
নোয়াপাড়া: নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক সুনীল সিংহের তৃণমূলের ফেরা নিয়ে আপত্তি স্থানীয় নেতৃত্তের। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায় ও তাঁর পুত্র বীজপুরের প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায়। তারপর থেকেই মুকুলের দীর্ঘদিনের ছায়াসঙ্গী নোয়াপাড়া কেন্দ্রের প্রাক্তন বিজেপি বিধায়ক সুনীল সিংহকে বেসুরো হতে দেখা যায়। তিনি বলেন, মুকুল রায়ের বিজেপি ছাড়াটা দলের কাছে অনেক বড় ক্ষতি। তারপরেই শুরু হয় রাজনৈতিক চাপানউতোর। শনিবার সন্ধেবেলা নোয়াপাড়া বিধানসভার অন্তর্গত গারুলিয়া পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন গারুলিয়া শহর তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি পঙ্কজ দাস। তিনি জানান, ‘নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক যদি দলে ফিরতে চান তাহলে আমরা এর ঘোর বিরোধিতা করব।’ পাল্টা নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক বলেছেন, ‘আমি তো একবারও বলিনি যে বিজেপি ছেড়ে চলে যাচ্ছি। যে নিজে কাউন্সিলর ভোটে হেরে যায়, তার প্রশ্নের উত্তর দেওয়ার ইচ্ছা আমার নেই।’
West Bengal News Live:পাথুরিয়াঘাটার বনেদি বাড়ি থেকে চুরির অভিযোগ প্রাক্তন বিধায়ক ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে
এক প্রাক্তন মহিলা বিধায়ক ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে চুরির অভিযোগ দায়ের করলেন এক অনাবাসী ভারতীয়।পাথুরিয়াঘাটা স্ট্রিটের বনেদি বাড়ি থেকে থেকে চুরির অভিযোগ।সোনার গয়না, সোনার কয়েন, রুপোর বাসনপত্র, দুষ্প্রাপ্য জিনিস চুরির অভিযোগ।৩০-৩৫টি সোনার কয়েন, মোগল সম্রাট আকবরের সময়ের মোহর চুরির অভিযোগ।দেহরক্ষী নিয়ে জোর করে বাড়িতে ঢোকেন প্রাক্তন মহিলা বিধায়ক ও তাঁর ভাই, এমনই অভিযোগ।জোড়াবাগান থানায় অভিযোগ দায়ের অনাবাসী ভারতীয়ের।
West Bengal News Live: সরকারি বাসগুলিকে স্যানিটাইজ করে প্রস্তুত রাখতে মৌখিক নির্দেশ রাজ্য সরকারের
সরকারি বাসগুলিকে স্যানিটাইজ করে প্রস্তুত রাখতে পরিবহণ নিগমগুলিকে মৌখিক নির্দেশ রাজ্য সরকারের।বুধবার অফিসে সরকারি পরিবহণ কর্মীদের হাজির থাকার নির্দেশ।আগামীকাল রাজ্যের পরিবহণ পরিস্থিতি খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত
West Bengal News Live: এজেসি বোস রোড ফ্লাইওভারে বেপরোয়া গাড়ির ধাক্কা পুলিশের গাড়ি ও বাইকে, আহত মহিলা কনস্টেবল
এজেসি বোস রোড ফ্লাইওভারের ওপর বেপরোয়া গাড়ির ধাক্কা। বেপরোয়া গাড়ির ধাক্কা পুলিশের গাড়ি ও একটি বাইকে। পদ্মপুকুরের দিকে যাচ্ছিল গাড়িটি।দুর্ঘটনায় আহত মহিলা কনস্টেবল, ভর্তি করা হয়েছে হাসপাতালে
West Bengal News Live:এবার তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়ের বাড়িতে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সি, সুব্রত মুখোপাধ্যায়, সৌগত রায়ের পর এবার তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়ের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ার পর এবার সুখেন্দুশেখর রায়ের যোধপুর পার্কের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়।
West Bengal News Live Updates:লোকাল ট্রেন চালু করতে কী ভাবনা? রাজ্যকে চিঠি রেলের
লোকাল ট্রেন চালু করতে কী ভাবনা? রাজ্যকে চিঠি রেলের।‘স্টাফ স্পেশালে বাড়ছে ভিড়, আরও ট্রেন চালানো প্রয়োজন।‘করোনা আবহে স্টাফ স্পেশালে ভিড় কমানো প্রয়োজন।’,রাজ্য সরকারকে চিঠি দিয়ে জানাল পূর্ব রেল