Dev Visits Ghatal Flood: 'দিদি প্রধানমন্ত্রী না হওয়া পর্যন্ত মনে হয় না ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর হবে', বললেন দেব
আজ ঘাটালে বন্যা পরিদর্শনে যান ঘাটালের তৃণমূল সাংসদ, ঘুরে দেখেন বেশ কয়েকটি এলাকা

ঘাটাল: মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন না প্রধানমন্ত্রী হচ্ছেন, ততদিন মনে হয় না ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হবে। ঘাটালে দাঁড়িয়ে এমনটাই জানালেন তৃণমূল কংগ্রেস সাংসদ দেব।
আজ ঘাটালে বন্যা পরিদর্শনে যান ঘাটালের তৃণমূল সাংসদ দেব। ঘুরে দেখেন বেশ কয়েকটি এলাকা। কথা বলেন স্থানীয়দের সঙ্গে। সেখানেই তিনি বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। বলেন, ভোটের আগে অনেকে এসে বলেছিল, সোনার বাংলা বানাব। এই করব, সেই করব। ভোটের পর কারোর হদিশ পাওয়া যাচ্ছে না।
এরপরই তিনি জানান, তাঁর মনে হচ্ছে না, মুখ্যমন্ত্রী যতদিন না প্রধানমন্ত্রী হচ্ছেন, ততদিন ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর হবে। তিনি বলেন, আজ আমি বলতে বাধ্য হচ্ছি, যতদিন না দিদি প্রধানমন্ত্রী হচ্ছেন, ততদিন ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর হবে বলে মনে হয় না।
ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে এদিন কেন্দ্র সরকারকেও নিশানা করেন দেব। বলেন, এত দিন ধরে এত বলার পর এত চিঠি দেওয়ার পর যদি তাদের ঘুম না ভাঙে, শুধু ভোটের সময় ওনারা রাজ্যে এসে বড় বড় কথা বলে চলে যান, সেটা দুঃখজনক।
ঘাটালের মানুষকে অবহেলা করা অন্যায় বলে মনে করেন দেব। তিনি জানান, নিজে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আওয়াজ তুলেছেন সংসদে। দেব বলেন, কেন্দ্র হতে দিচ্ছে না ঘাটাল মাস্টার প্ল্যান। আমি নিজে এই নিয়ে সংসদে বলেছি। জানিয়েছি, ঘাটাল মাস্টার প্ল্যান কে জরুরি। ঘাটালের মানুষকে অবহেলা করা অন্যায়।
দেব আরও জানান, বর্তমানে মানুষ সত্যিই কষ্টের মধ্যে আছে। তাঁর দল সবসময় চেষ্টা করছে সেই কষ্ট লাঘব করতে। তিনি বলেন, আমাদের চেষ্টা হবে, এই সময়ের বিরুদ্ধে লড়াই করে পেরিয়ে যাওয়া এবং মানুষকে পুরনো জীবনে ফিরিয়ে আনা।
তিনি যোগ করেন, রাজনীতি মানুষের জন্য, মানুষকে ভালো রাখার জন্য। এখন রাজনীতি অন্য কথা বলে। আজকে মানুষের জন্য খুব কম দলই কাজ করে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
