সুন্দরবনে নেকড়ে? এমনটাই দাবি করছে ফেসবুকে পোস্ট হওয়া পর্যটকের ছবি
কলকাতা: রয়্যাল বেঙ্গল নয়। এবার নেকড়ে নিয়ে হইচই সুন্দরবনে। সৌজন্যে সোশাল নেটওয়ার্কিং সাইটে একদল পর্যটকের পোস্ট করা এই ছবি। পর্যটকদের দাবি, গত সপ্তাহে সুন্দরবনে গিয়ে তাঁরা এই নেকড়েটিকে দেখতে পান। সঙ্গে সঙ্গে ছবিও তোলেন। পরে সেই ছবিই তাঁরা সোশাল নেটওয়ার্কিং সাইটে আপলোড করেন। যা দেখেই এখন তোলপাড় গোটা বনদফতর। কিন্তু সুন্দরবনের জঙ্গলে কি নেকড়ের দেখা মেলা সম্ভব? সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের অধিকর্তা নীলাঞ্জন মল্লিক বলেন, নেকড়ে শুকনো এলাকায় থাকে। সুন্দরবনের মতো এলাকায় নেকড়ে থাকা প্রায় অসম্ভব। তাহলে কী এই ছবি সুন্দরবনের নয়? বন দফতর জানিয়েছে, সুন্দরবনে নেকড়ে থাকার কোনও রেকর্ড তাদের কাছে নেই। কিন্তু তাও, এই ছবি সামনে আসার পরেই, সুন্দরবনে শুরু হয়েছে নেকড়ের খোঁজ। নেকড়ের সন্ধানে ক্যামেরা ট্র্যাপ বসানো হয়েছে। পায়ের ছাপ সংগ্রহ করা হচ্ছে। এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলা হচ্ছে। ওই অধিকর্তা বলেন, আমরা সিনিয়র অফিসারদের এলাকায় পাঠিয়েছি। তাঁরা খতিয়ে দেখছেন। বিশেষজ্ঞরা বলছেন, এরাজ্যে বাঁকুড়া-পুরুলিয়ার জঙ্গল এলাকায় কিছু নেকড়ে দেখা যায়। সুন্দরবনেও কি তাদের দেখা মেলা সম্ভব? উত্তর খুঁজছে বন দফতর।।