এক্সপ্লোর
Advertisement
সালিশি সভায় স্বামীকে বাঁচাতে গিয়ে মৃত্যু গৃহবধূর
জলপাইগুড়ি: সেচের জল নিয়ে দুই পরিবারের বিবাদ। বিবাদ মেটাতে শাসকের সালিশি সভা! আর সেই সভা চলাকালীন মৃত্যু গৃহবধুর। ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়ির রাজগঞ্জে।
স্থানীয় সূত্রে খবর, চাষের জমিতে জল নিয়ে যাওয়ার জন্য যৌথভাবে একটি পাইপ কেনার সিদ্ধান্ত হয় কয়েকটি পরিবারের। অভিযোগ, সুধান ওঁরাও নামে এক ব্যক্তি টাকা দিতে রাজি না হওয়ায় অন্য প্রতিবেশীরা টাকা দিয়ে পাইপ কেনেন। রবিবার ভোরে সেই পাইপের মাধ্যমে জমিতে জল দিচ্ছিলেন কর্ণ রায় নামে এক ব্যক্তি। অভিযোগ, সেসময় কর্ণকে মারধর করেন সুধান।
ঘটনা জানাজানি হলে, বিবাদ মেটাতে এদিন সকালে সালিশি সভা ডাকেন, তৃণমূলের দখলে থাকা ধামিপাড়া পঞ্চায়েতের সদস্য রঞ্জিত রায়। অভিযোগ, সালিশি চলাকালীন কর্ণ রায়কে বেধড়ক মারধর করেন সুধান ওঁরাওর পরিবারের লোকেরা। স্বামীকে বাঁচাতে গিয়ে ধাক্কাধাক্কির মধ্যে পড়ে গিয়ে প্রাণ হারান কর্ণ রায়ের স্ত্রী জানকী।
সালিশি সভা বসানোর কথা স্বীকার করে নিয়েছেন তৃণমূল পরিচালিত ধামিপাড়া পঞ্চায়েতের সদস্য রঞ্জিত রায়। সভা চলাকালীন মহিলার মৃত্যু দুর্ভাগ্যজনক বলে জানান তিনি। কিন্তু পুলিশ বা প্রশাসনে অভিযোগ না জানিয়ে, কেন আইন হাতে তুলে নিলেন শাসক দলের নেতা? তৃণমূল পঞ্চায়েত প্রধানের সাফাই, সব সময় কি আর আদালতে যাওয়া যায়?
ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করেছে কোতুয়ালি থানার পুলিশ। সুধান ওঁরাও-এর পরিবার পলাতক।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিনোদনের
Advertisement