এক্সপ্লোর
Advertisement
ঠাকুমাকে কুপিয়ে খুন, গ্রেফতার অভিযুক্ত নাতি
বাসন্তী: ঠাকুমার কোলে ছোট থেকে বড় হওয়া! ঠাকুমার কাছে আদর-আবদার। আর সেই ঠাকুমাকেই কি না বঁটি দিয়ে কুপিয়ে খুনে অভিযুক্ত নাতি!
ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী। খুন হলেন ৭ নম্বর কুমড়োখালি এলাকার বাসিন্দা আশি বছরের ছামিরন বিবি। পুলিশ ও পরিবার সূত্রে খবর, রবিবার সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ তাঁর সঙ্গে বচসা বাঁধে নাতি নাজবুল নাইয়ার। সেই সময় নাজবুলের মা বাড়িতে ছিলেন না। তিনি বাড়ি ফিরে দেখেন, ঠাকুমাকে লাঠি দিয়ে বেধড়ক মারছে ২৫ বছরের নাতি। এই দৃশ্য দেখে তিনি বাধা দিতে যান। কিন্তু মা-কেও মারতে আসে নাজবুল। তখন আশেপাশের লোকজনকে ডাকতে যান নাজবুলের মা। কিন্তু ফিরে এসে দেখেন, ততক্ষণে ঠাকুমাকে কুপিয়ে মেরে ফেলেছে নাতি।
যার বিরুদ্ধে ঠাকুমাকে খুনের অভিযোগ, সেই নাজবুল ঘটনার পরেও বাড়িতেই ছিল। বাসন্তী থানার পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে। ঘটনাস্থল থেকে রক্তমাখা বঁটি উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, থানায় নিয়ে যাওয়ার সময় চলন্ত গাড়ির দরজা খুলে পালানোরও চেষ্টা করে নাজবুল।
অভিযুক্ত এই যুবক মানসিক ভারসাম্যহীন বলে দাবি পরিবার-পরিজনদের। তবে পুলিশ সূত্রে দাবি, নাজবুলকে জিজ্ঞাসাবাদ করে কখনই তাঁদের মনে হয়নি, সে মানসিক ভারসাম্যহীন। তবে নাজবুলের স্বাস্থ্য পরীক্ষা করে দেখা হবে।
এরকম ঘটনা অবশ্য নতুন নয়। চলতি বছরের ১৮ জানুয়ারি ৫০ হাজার টাকার জন্য ট্যাংরায় ঠাকুমাকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে ২১ বছরের নাতির বিরুদ্ধে। আর এবার বাসন্তীতে সেই নাতির বিরুদ্ধেই ঠাকুমাকে খুনের অভিযোগ। যার পিছনে পারিবারিক অশান্তি থাকতে পারে বলে প্রাথমিক তদন্তে অনুমান তদন্তকারীদের।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement