Zycov-D vaccine Trials: রাজ্যে শুরু ১২ থেকে ১৮ বছর বয়সীদের ওপর জাইকোভ-ডি ভ্যাকসিনের ট্রায়াল
পার্ক সার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে জাইডাস ক্যাডিলার তৈরি এই ভ্যাকসিন দেওয়া হচ্ছে ১০০ জনকে...
![Zycov-D vaccine Trials: রাজ্যে শুরু ১২ থেকে ১৮ বছর বয়সীদের ওপর জাইকোভ-ডি ভ্যাকসিনের ট্রায়াল Zydus Cadila Zycov-D vaccine user trials start with 12-18 year olds at Institute of Child Health Kolkata Zycov-D vaccine Trials: রাজ্যে শুরু ১২ থেকে ১৮ বছর বয়সীদের ওপর জাইকোভ-ডি ভ্যাকসিনের ট্রায়াল](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/24/c64c20b8ce2ade292edb79059595c02a_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: রাজ্যে শুরু হল ১২-১৮ বছর বয়সীদের ভ্যাকসিন ট্রায়াল। জাইডাস ক্যাডিলা সংস্থার তৈরি করোনা ভ্যাকসিন জাইকোভ ডি-এর পরীক্ষামূলক প্রয়োগ শুরু হল পার্ক সার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে। ১০০ জনের ওপর ভ্যাকসিন ট্রায়াল হবে। তিনটি ডোজে দেওয়া হবে ভ্যাকসিন।
করোনার দ্বিতীয় ঢেউয়ের মারণ ছোবলে বিধ্বস্ত ভারত। মৃত্যুর সংখ্যা ৪ লক্ষ ছুঁইছুঁই। আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ৩ কোটি পেরিয়ে গেছে।
এখন তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় কাঁপছে দেশ। যে ঢেউ এলে শিশু ও কিশোরদের ওপর ব্যাপক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের একাংশের।
এই পরিস্থিতিতে বৃহস্পতিবার থেকে রাজ্যে শুরু হল ১২ থেকে ১৮ বছর বয়সীদের ওপর করোনা ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ।
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, পার্ক সার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে জাইডাস ক্যাডিলার তৈরি জাইকোভ-ডি ভ্যাকসিন দেওয়া হচ্ছে ১০০ জনকে। তিনটি ডোজে দেওয়া হচ্ছে ভ্যাকসিন।
ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগের পদ্ধতি বুঝিয়েছেন ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের অধিকর্তা অপূর্ব ঘোষ। বাচ্চাদের টিকা দিলে কী সুবিধা হতে পারে তাও জানান তিনি। যোগ করেন, দুরকম টিকা দেওয়া হবে।
ডবল ব্লাইন্ড ফোল্ড পদ্ধতিতে ৫০ জনকে আসল টিকা দেওয়া হচ্ছে। বাকি ৫০ জনকে দেওয়া হচ্ছে প্লেসিবো। অর্থাত্, টিকা নয় পার্শ্বপ্রতিক্রিয়াহীন তরল ইঞ্জেকশন দেওয়া হচ্ছে তাদের।
শিশু চিকিত্সক জয়দেব রায় জানান, থার্ড ওয়েভে শিশুরা আক্রান্ত হবে অনেকে বলছে। তা নাও হলে ভ্যাকসিনেশন জরুরি।
যাদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে তাদের ওপর ১ বছর চালানো হবে নজরদারি। নথিভুক্ত এমনই এক ভ্যাকসিনগ্রহীতার অভিভাবক বলেন, আমি মেয়ের নাম নথিভুক্ত করেছি। আশা করি ফলাফল ভালই হবে। তিন দফায় দেওয়া হবে ভ্যাকসিন।
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ইএম বাইপাসের ধারে আরও একটি বেসরকারি হাসপাতালকে ১২ থেকে ১৮ বছর বয়সীদের ওপর অন্য একটি ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগের জন্য চিহ্নিত হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সবুজ সঙ্কেত মেলার পরই সেখানে শুরু হবে ভ্যাকসিনের ট্রায়াল।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)