এক্সপ্লোর
Advertisement
গুজরাতের হাসপাতালে ‘ধর্মীয় পরিচিতি’র ভিত্তিতে করোনা রোগীদের ‘বিভাজন’: বিপথে চালানো রিপোর্ট, ধর্মের রং দেওয়া বন্ধ হোক, মার্কিন কমিশনকে তোপ ভারতের
আমদাবাদের সিভিল হাসপাতালে ধর্মের ভিত্তিতে রোগীদের পৃথক করা রাখা হয়নি, গুজরাত সরকারও এটা ব্যাখ্যা করে স্পষ্ট করেছে বলে জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব।
নয়াদিল্লি: আমদাবাদের সরকারি হাসপাতালে ধর্মীয় পরিচিতির ভিত্তিতে নোভেল করোনাভাইরাস আক্রান্ত রোগীদের আলাদা করে রাখা হয়েছে বলে মিডিয়ায় প্রকাশিত খবরকে হাতিয়ার করে আমেরিকার ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত কমিশনের সমালোচনা খারিজ করল ভারত। কমিশনের রিপোর্টে ভারতে এই অতিমারীর মোকাবিলার রাস্তা নিয়ে উদ্বেগও জানানো হয়। কিন্তু তা প্রত্যাখ্যান করে নয়াদিল্লি ‘বিপথে চালনাকারী’ রিপোর্টের ভিত্তিতে ওই সমালোচনা করা হয়েছে বলে জানিয়ে দিয়েছে।
আমদাবাদের সিভিল হাসপাতালে ধর্মের ভিত্তিতে রোগীদের পৃথক করা রাখা হয়নি, গুজরাত সরকারও এটা ব্যাখ্যা করে স্পষ্ট করেছে বলে জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব। তিনি বলেন, ভারতে ধর্মীয় স্বাধীনতা নিয়ে ওদের একবগ্গা মন্তব্য মনে হয় যথেষ্ট নয়, মার্কিন ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশন এখন ভারতে কোভিড-১৯ সংক্রমণ রুখতে যে পেশাদার মেডিকেল প্রটোকল পালিত হচ্ছে, তা নিয়ে বিভ্রান্তিকর, বিপথে চালানোর মতো রিপোর্ট ছড়াচ্ছে। আমাদের এই অতিমারীর বিরুদ্ধে লড়াই করার জাতীয় লক্ষ্যে ধর্মীয় রং লাগানো ও বৃহত্তর প্রয়াস থেকে নজর ঘোরানো বন্ধ করুক মার্কিন কমিশন।
USCIRF is concerned with reports of Hindu & Muslim patients separated into separate hospital wards in #Gujarat. Such actions only help to further increase ongoing stigmatization of Muslims in #India and exacerbate false rumors of Muslims spreading #COVID19 https://t.co/GXigs4w5na
— USCIRF (@USCIRF) April 15, 2020
এর আগে কমিশন এক ট্যুইটে হাসপাতালে হিন্দু ও মুসলিম রোগীদের পৃথক করে রাখার অভিযোগ করা খবরে উদ্বেগ প্রকাশ করে বলে, এটা ভারতে মুসলিমদের কলঙ্কিত করার চলতি প্রক্রিয়াকে আরও জোরদার করবে, মুসলিমদের কোভিড-১৯ ছড়ানোর মিথ্য়ে গুজবের হাতকে শক্ত করবে।
প্রসঙ্গত, অতীতে ভারতের সংশোধিত নাগরিকত্ব আইনেরও কড়া সমালোচনা করেছিল এই মার্কিন কমিশন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
খবর
Advertisement