Stray Dogs' Attack: পথকুকুরে ছিঁড়ে খেল একরত্তিকে, হিংস্রতায় বাকরুদ্ধ সকলে, কড়া পদক্ষেপের আর্জি
Hyderabad Boy Dies:সিসি ক্যামেরায় ধরা পড়েছে সেই ভয়ঙ্কর দৃশ্য, যা দেখে শিউড়ে উঠেছেন সকলে। পথকুকুরের হামলায় বেঘোরে মৃত্যু হয়েছে পাঁচ বছর বয়সি ওই একরত্তির।
হায়দরাবাদ: নিরাপত্তারক্ষী বাবার সঙ্গে বেরিয়েছিল সে। কিন্তু আর বাড়ি ফেরা হল না একরত্তি শিশুর। বরং পথকুকুরদের হিংস্রতার শিকার হল সে (Stray Dogs' Attack)। কামড়ে, আঁচড়ে তাকে শেষ করে দিল পথকুকুরের দল। সিসি ক্যামেরায় ধরা পড়েছে সেই ভয়ঙ্কর দৃশ্য, যা দেখে শিউড়ে উঠেছেন সকলে। পথকুকুরের হামলায় বেঘোরে মৃত্যু হয়েছে পাঁচ বছর বয়সি ওই একরত্তির (Hyderabad Boy Dies)। এই ঘটনায় গর্জে উঠেছে নেট দুনিয়া। পথকুকুরদের হিংস্রতা রুখতে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি উঠছে।
সিসি ক্যামেরায় ধরা পড়েছে সেই ভয়ঙ্কর দৃশ্য
তেলঙ্গানার নিজামাবাদের ঘটনা। সিসিটিভি-তে যে দৃশ্য চোখে পড়েছে, তাতে দেখা গিয়েছে, আবাসনের মধ্যে একা হেঁটে আসছে শিশুটি। আচমকা তিনটি কুকুর পিছন থেকে তার উপর ঝাঁপিয়ে পড়ে। ধাক্কা সামলাতে না পেরে মাটিতে পড়ে যায় শিশুটি। সেই আবস্থায় তাঁকে আঁচড়ে-কামড়ে সারা করে দেয় পথকুকুরের দল। তার পর পিছন থেকে ছুটে আসে আরও একটি কুকুর। মাটিতে পড়ে থাকা শিশুটির উপর হিংস্রতা প্রকাশ পায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই একরত্তির নাম প্রদীপ। তার বাবা নিরাপত্তারক্ষীর কাজ করেন। বাবার সঙ্গেই বেরিয়েছিল সে। কিছু ক্ষণ পর একা ঘুরে বেড়াচ্ছিল সে। তখনই হামলা করে পথকুকুরের দল। ছুটে পালানোর চেষ্টা করলেও, ছেলেটিকে চারিদিক থেকে ঘিরে ধরে পথকুকুরের দল। মাটিতে মুখ থুবড়ে পড়ে সে। যত বার ওঠার চেষ্টা করে, তত বারই ধাক্কা মেরে তাকে মাটিতে ফেলে দেয় পথকুকুরের দল।
পথকুকুরদের হিংস্র আচরণের সামনে অসহায় হয়ে পড়ে শিশুটি
পথকুকুরদের এই হিংস্র আচরণের সামনে, একসময় নড়াচড়ার ক্ষমতা হারায় একরত্তি ওই শিশু। তাতেই তাকে কামড়ে, আঁচড়ে সারা করে দেয় পথকুকুরের দল। এক কোণে টেনে নিয়ে গিয়ে চলে অত্যাচার। ঘটনাস্থলেই মারা যায় শিশুটি। সিসি ক্যামেরায় ওই ঘটনার দৃশ্য ধরা পড়েছে। সেটি ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। পথকুকুরদের হিংস্রতা নিয়ে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন সকলে।
এ নিয়ে প্রশ্ন করলে তেলঙ্গানার মন্ত্রী কেটি রামা রাও বলেন, "পৌরসভা এলাকায় পথকুকুরদের হিংস্রতা নিয়ন্ত্রণের চেষ্টা করছি আমরা। পশুদের জন্য আশ্রয় কেন্দ্র, পশুদের জন্ম নিয়ন্ত্রণ কেন্দ্র গড়ে তোলা হয়েছে। ওই পরিবারকে গভীর সমবেদনা জানাই। আমরা সর্বতো ভাবে চেষ্টা করব, যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়।"
We've been trying to tackle street dog menace in our municipalities. We've created animal care centres, animal birth control centres. My sincere condolences to the family & we'll ensure that our best is done so that these incident are not repeated: Telangana Minister KT Rama Rao pic.twitter.com/O6BJxk2j9F
— ANI (@ANI) February 21, 2023
সাম্প্রতিককালে এই নিয়ে এমন চতুর্থ ঘটনা সামনে এল। সপ্তাহ দুয়েক আগেই গুজরাতের সুরতে পথকুকুরদের হামলায় মৃত্যু হয় চার বছরের এক শিশুর। তার আগে, জানুয়ারি মাসে, এক পথকুকুরের কামড়ে বিহারের আরায় আহত হন কমপক্ষে ৮০ জন। পর পর এমন ঘটনায় বেশ কিছু এলাকায় ইতিমধ্যেই পথকুকুরদের প্রবেশ নিয়ে কড়া ব্যবস্থা গ্রহণ শুরু হয়েছে। রাস্তায় পথকুকুরদের যাঁরা খাওয়ান, তাঁদের উপরও ক্ষোভ উগরে দিয়েছেন অনেকে। সম্প্রতি বম্বে হাইকোর্টেও বিষয়টি পৌঁছয়। সেখানে পথকুকুরদের টিকাকরণ, আশ্রয়ের উপযুক্ত ব্যবস্থা থাকা প্রয়োজন বলে মন্তব্য করে আদালতও।