Subhashree Ganguly: ফিরে দেখা মেহুল, পূজা, মুন্নিকে, ইনস্টাগ্রাম রিলে শুভশ্রীর স্মৃতিচারণ
তিনি নায়িকা। পর্দায় বিভিন্ন চরিত্রকে জীবন্ত করে তোলাই তাঁর পেশা ও নেশা। লম্বা কেরিয়ারের এর ঝলক সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
কলকাতা: তিনি নায়িকা। পর্দায় বিভিন্ন চরিত্রকে জীবন্ত করে তোলাই তাঁর পেশা ও নেশা। লম্বা কেরিয়ারের এর ঝলক সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। অনুরাগীদের দিকে প্রশ্ন ছুঁড়ে দিলেন, কোন চরিত্র তাঁদের সবচেয়ে বেশি পছন্দ?
আজ সোশ্যাল মিডিয়ায় একটি ছোট্ট ভিডিও পোস্ট করেন শুভশ্রী। সেখানে দেখা মিলল শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পুরনো থেকে শুরু করে নতুন ছবির বিভিন্ন লুক এর। কখনও তিনি কলেজ পড়ুয়া পূজা আবার কখনও তিনি সাদামাটা গ্রাম্য গৃহবধূ। ভিডিও পোস্ট করে শুভশ্রী প্রশ্ন করেছেন, 'পূজা, মেহুল, আনা, মুন্নি, এদের সবাইকেই আমার পছন্দ, আর আপনাদের?'
সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় নায়িকা। হামেশাই তিনি ভাগ করে নেন একরত্তি ছেলে ইউভানের বিভিন্ন কাণ্ড। সদ্য সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাগ করে নিয়েছেন শুভশ্রী। সেখানে দেখা যাচ্ছে বাড়ির মধ্যেই একটি গাড়ি নিয়ে খেলছে ইউভান। ভিডিওটি বানিয়েছেন শুভশ্রী স্বয়ং। সেখানে নায়িকাকে বলতে শোনা যাচ্ছে, 'হাসিটা কিরকম দেখাও!' এরপরেই হাসির মত অভিনয় করে গাড়ি হাতে ছুটছে ইউভান। সেই হাসিকে অবশ্য কান্না বলে মনে হয়েছে নায়িকার। ভিডিওতে তিনি বলছেন, 'এটা তোমার অভিনয়ের হাসি না অভিনয়ের কান্না?' তার উত্তর অবশ্য দেয়নি ইউভান। নিজের মনেই সে হাসি ও কান্না দেখিয়ে গিয়েছে। ভিডিওটা পোস্ট করে শুভশ্রী লিখেছেন, 'ওর বয়স এখনও দেড় বছরও হয়নি।'
আরও পড়ুন: পাহাড়ে চড়া থেকে শুরু করে প্যারাগ্লাইডিং করলেও, বাথটবে স্নান করতে রাজি হননি পরাণদা
গত রবিবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। মাঝে মাঝেই ছেলের নানা কীর্তি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। এদিন ইউভানকে খানিক অন্য অবতারে দেখা গেল। কড়া শাসন কাকে বলে বুঝিয়ে দিচ্ছে একরত্তি। তার বকুনি শুনে পোষ্য আর অবজ্ঞা করার সাহস পায়নি। চুপচাপ নিজের খাবার খেয়ে নিতে শুরু করে। কিন্তু 'রাগী' ইউভান তাও শান্ত হয় না। প্রচুর বকা দেওয়ার পর শুভশ্রীর আবেদন 'খাচ্ছে তো। ও তো নিজের খাবার খাচ্ছে।'
পুঁচকের কীর্তি দেখে হেসে কুটোপাটি বাড়ির লোকজন। ভিডিও শেষে শুভশ্রীকে বলতে শোনা গেল 'থ্যাঙ্ক ইউ ইউভান'।