এক্সপ্লোর
Advertisement
ইচ্ছে করে কাশলেন মহিলা, ৩৫,০০০ ডলারের খাবারদাবার ফেলে দিতে বাধ্য হল আমেরিকার এই সুপারমার্কেট
মিসৌরির একজন আবার ‘করোনাকে ভয় পায় কে’? বলতে বলতে দোকানের বোতলগুলি জিভ দিয়ে চেটেছেন।
পেনসিলভ্যানিয়া: করোনা নিয়ে মিম বেরিয়েছে যেমন, তেমনই এই সঙ্কটেও কেউ কেউ করে চলেছেন উৎকট কিছু মজা। আমেরিকার পেনসিলভ্যানিয়ার এক মহিলা সুপারমার্কেটে খাবারদাবারের ওপর ইচ্ছে করে কেশেছেন, ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ৩৫,০০০ ডলারের জিনিসপত্র ফেলে দিতে বাধ্য হয়েছে।
লুজার্নে কাউন্টির ওই সুপারমার্কেটের নাম গেরিটিজ। জানা গিয়েছে, ওই মহিলা দোকানের টাটকা বেকারি, মাংস ও অন্যান্য খাবারের সামনে কাশতে থাকেন, ফলে সব কিছু ফেলে দেওয়া ছাড়া কর্মীদের আর উপায় ছিল না। ওই মহিলাকে তখনই বার করে দেওয়া হয়, খবর যায় পুলিশে। এরপর আবার কর্মীদের ওই তাকগুলি পরিষ্কার করতে হয়েছে। করোনার ভয়ে লোকজন খাবারদাবার কিছুটা হলেও জমিয়ে রাখতে চাইছেন, তার মধ্যে এমন আজব মজার খেসারত দিল ওই সুপারমার্কেট! মালিক জানিয়েছেন, তিনি নিশ্চিত, ওই মহিলা ইচ্ছে করে গোটা কাণ্ড ঘটিয়েছেন কিন্তু অন্য খদ্দেরদের স্বাস্থ্যের কথা ভেবে সব কিছু ফেলে দিতে হয়েছে তাঁকে। এমনকী দোকানের অন্য যে সব জায়গায় মহিলা গিয়েছিলেন, সে সব জায়গার জিনিসপত্রও তাঁরা ফেলে দিয়েছেন, সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে পরিচ্ছন্ন করে জীবাণুমুক্ত করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ওই মহিলার এমন আচরণ নতুন কিছু নয়, গোটা এলাকার কাছেই তিনি সমস্যা বলে পরিচিত। তারা এবার তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে। তাঁর করোনা পরীক্ষাও করানো হয়েছে।
বিদেশে এ ধরনের সমস্যা অবশ্য নতুন কিছু নয়। মিসৌরির একজন আবার ‘করোনাকে ভয় পায় কে’? বলতে বলতে দোকানের বোতলগুলি জিভ দিয়ে চেটেছেন। বেলজিয়ামের এক মেট্রোরেল যাত্রী নিজের আঙুল মুখে পুরে সেই লালা মুছেছেন ট্রেনের হাতলে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিনোদনের
Advertisement