Supreme Court Notice: নোটা-য় বেশি ভোট পড়লে কি বাতিল নির্বাচন? কেন্দ্রের মত জানতে চাইল সুপ্রিম কোর্ট
প্রধান বিচারপতি এসএ বোবডে ও বিচারপতি এএস বোপান্না ও বিচারপতি ভি রামসুব্রহ্মন্যনকে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের বেঞ্চ কেন্দ্রীয় আইনমন্ত্রক ও নির্বাচন কমিশনকে নোটিশ জারি করে এ বিষয়ে তাদের মতামত জানাতে বলেছে।
নয়াদিল্লি: কয়েক বছর আগেই নির্বাচন কমিশন নির্বাচনের ক্ষেত্রে চালু করেছে নোটা (নান অফ দ্য অ্যাভব)-র বিকল্প। অর্থাৎ, অংশগ্রহণকারী কোনও প্রার্থীকে পছন্দ না হলে ভোটাররা ভোটযন্ত্রে ওই বিকল্প বেছে নিতে পারেন। কিন্তু কোনও কেন্দ্রে নোটা-য় সর্বাধিক ভোট পড়লেও সেখানে ভোট বাতিলের কোনও সংস্থান নেই। কোনও নির্দিষ্ট কেন্দ্রে নোটা-য় সর্বাধিক ভোট পড়লে সেই কেন্দ্রের নির্বাচন বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টে একটি আবেদন জমা পড়েছে। এই আর্জির পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে এ বিষয়ে কেন্দ্র ও নির্বাচন কমিশনের মতামত জানতে চেয়েছে।
প্রধান বিচারপতি এসএ বোবডে ও বিচারপতি এএস বোপান্না ও বিচারপতি ভি রামসুব্রহ্মন্যনকে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের বেঞ্চ কেন্দ্রীয় আইনমন্ত্রক ও নির্বাচন কমিশনকে নোটিশ জারি করে এ বিষয়ে তাদের মতামত জানাতে বলেছে।
আবেদনকারীদের পক্ষে এই মামলায় সওয়াল করেন মানেকা গুরুস্বামী। পিটিশনটি দায়ের করেছেন অ্যাডভোকেট তথা বিজেপি নেতা অশ্বিনী কুমার উপাধ্যায়। পিটিশনে কোনও কেন্দ্রে সর্বাধিক ভোট পড়লে ভোট বাতিল তো বটেই, সেইসঙ্গে নতুন নির্বাচনে সংশ্লিষ্ট প্রার্থী ও রাজনৈতিক দলগুলির অংশগ্রহণেও নিয়ন্ত্রণ আরোপের দাবি জানানো হয়েছে।
পিটিশনে বলা হয়েছে, প্রত্যাখ্যান ও নতুন প্রার্থী নির্বাচনের অধিকার মানুষকে তাঁদের অসন্তোষ জানানোর ক্ষমতা দেবে। যদি প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পছন্দ না হয়, তাহলে তাঁরা নোটা বেছে নিয়ে ওই প্রার্থীকে প্রত্যাখ্যান ও নতুন প্রার্থীকে নির্বাচিত করার সুযোগ পাবেন ভোটাররা।