OBC Case: 'ধর্মের ভিত্তিতে কোনও সংরক্ষণ করা যায় না', হাইকোর্টের রায় বহাল সুপ্রিম কোর্টেও!
OBC Reservation Case: বিচারপতি বিআর গাভাই ও কেভি বিশ্বনাথনের বেঞ্চে মামলার শুনানি হয় সোমবার

নয়া দিল্লি: ওবিসি সার্টিফিকেট বাতিল মামলায় এবার হাইকোর্টের রায়ই বহাল রাখল সুপ্রিম কোর্ট। 'ধর্মের ভিত্তিতে কোনও সংরক্ষণ করা যায় না', সোমবার মামলা গ্রহণ করে এই মৌখিক পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। কীভাবে ৭৭টি সম্প্রদায়, যাঁদের মধ্যে বেশিরভাগই মুসলিম সম্প্রদায়ভুক্ত, তাঁদের OBC বলে চিহ্নিত করা হচ্ছে? এই মর্মে রাজ্য সরকারের কাছে হলফনামা চাইল সুপ্রিম কোর্ট।
গত মে মাসে ঘোষিত হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। বিচারপতি বিআর গাভাই ও কেভি বিশ্বনাথনের বেঞ্চে মামলার শুনানি হয় সোমবার। ' ধর্মের ভিত্তিতে নয়, পিছিয়ে পড়াদের জন্যেই এই সংরক্ষণ, সওয়াল রাজ্য সরকারের। এদিকে কপিল সিব্বলের পাল্টা সওয়াল আইনজীবী মণিন্দর সিংহের। তিনি বলেন, 'ধর্মান্তরণ যাদের, তাদের জন্যেই রাজ্যের এই সংরক্ষণ'।
এদিন রাজ্যের তরফে কপিল সিব্বল এও বলেন, এই রাজ্যে মোট বাসিন্দার ২৮ শতাংশ সংখ্যালঘু। তার মধ্যে ২৭ শতাংশ মুসলিম। উল্লেখ্য, রঙ্গনাথ কমিশন মুসলিমদের জন্য ১০ শতাংশ সংরক্ষণের সুপারিশ করেছিল। হিন্দু সম্প্রদায়ের মধ্যে ৬৬টি সম্প্রদায়কে অনগ্রসর হিসেবে দেখা হয়েছিল।
আরও পড়ুন, বাংলায় 'বাবরি মসজিদ চান' এই তৃণমূল বিধায়ক, আমন্ত্রণ জানাতে চান মুখ্যমন্ত্রীকে
যদিও অন্ধ্রপ্রদেশের একটি রায়কে সামনে রেখে ওবিসি শংসাপত্র বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। গত ২২ মে বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ ২০১০ সালের পর থেকে তৈরি রাজ্যের সব ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিয়েছিল।
কলকাতা হাই কোর্টের নির্দেশে রাজ্যের দেওয়া কয়েক লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে যায়। সেই রায়কে চ্যালেঞ্জ করে সু্প্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। শীর্ষ আদালত ওই নির্দেশে এখনও পর্যন্ত কোনও স্থগিতাদেশ দেয়নি। ফলে ‘ওবিসি সার্টিফিকেট’ ব্যবহার করতে পারছেন না বহু মানুষ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
