Purulia News: আবাসনে পানীয় জলের সংযোগের দাবিতে পুরুলিয়া পুরসভার পৌরপ্রধানকে ঘেরাও করে বিক্ষোভ
ABP Ananda LIVE: আবাসনে জলের সংযোগ নিয়ে তৃণমূল কাউন্সিলরদের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে! আবাসনে পানীয় জলের সংযোগের দাবিতে পুরুলিয়া পুরসভার পৌরপ্রধানকে ঘেরাও করে বিক্ষোভ ।
জলের সংযোগ পেতে পুরুলিয়া শহরের বিভিন্ন ওয়ার্ডের আবাসনের বাসিন্দাদের বিক্ষোভ । 'আবাসনের বাসিন্দাদের আগে সাধারণ মানুষকে জলের সংযোগ দেওয়া হোক', দাবি তৃণমূল কাউন্সিলরদের একাংশের
'সকলকেই পানীয় জলের সংযোগ দেওয়া হোক', পাল্টা দাবি অপর পক্ষের । 'আলোচনার পর সিদ্ধান্ত', আশ্বাস পুরুলিয়া পুরসভার পৌরপ্রধানের
আরও খবর..
খড়গপুরে তৃণমূলকর্মীদের দিলীপের হুমকি, পাশে দাঁড়ালেন তৃণমূলেরই বিধায়ক! 'যা করেছেন ঠিক করেছেন, আমি হলেও একই করতাম। সবাই এই সাহস দেখায় না', দিলীপের পাশে দাঁড়িয়ে পাল্টা হুঙ্কার হুমায়ুনের। দিলীপের বিরুদ্ধে তৃণমূলের বিক্ষোভেরও বিরোধিতা খোদ তৃণমূল বিধায়কের। বললেন, 'চক্রান্ত করে দিলীপ ঘোষকে কোণঠাসা করেছেন শুভেন্দু অধিকারীরা। অনেক লাঞ্ছনা সহ্য করতে হয়েছে দিলীপ ঘোষকে, কী করে ধৈর্য্য ধরবেন? আমাকে ঢিল ছুঁড়লে আমি কি বাড়িতে রসগোল্লা পাঠাব? সাংসদ তহবিলের টাকায় তৈরি রাস্তা উদ্বোধনে গিয়েছিলেন, বাধা দেবে কেন?', বিজেপি নেতার পাশে দাঁড়িয়ে দলীয় কর্মীদেরই ভূমিকায় প্রশ্ন ভরতপুরের বিধায়কের।


















