Humayun Kabir: 'সবাই এই সাহস দেখায় না', দিলীপের পাশে দাঁড়িয়ে পাল্টা হুঙ্কার হুমায়ুনের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: ফের হুমায়ুন 'অস্বস্তি' তৃণমূল কংগ্রেসের । শুভেন্দু অধিকারীর পর এবার দিলীপের মন্তব্যকে সমর্থন ভরতপুরের তৃণমূল বিধায়কের! বিতর্কিত মন্তব্যের জেরে দলের শৃঙ্খলারক্ষা কমিটির সামনে হাজিরা দিয়ে সুর নরমের পর এবার দিলীপ 'স্তুতি' ভরতপুরের তৃণমূল বিধায়কের । ঘেউ ঘেউ, বাড়ি থেকে টেনে নিয়ে এসে রাস্তায় পেটানোর হুঁশিয়ারির পরেও দিলীপের পাশেই হুমায়ুন কবীর । খড়গপুরে তৃণমূল কংগ্রেস কর্মীদের বিক্ষোভেরও সমালোচনা হুমায়ুন কবীরের । খড়গপুরে তৃণমূলকর্মীদের দিলীপের হুমকি, পাশে তৃণমূলেরই বিধায়ক! 'যা করেছেন ঠিক করেছেন, আমি হলেও একই করতাম' । সবাই এই সাহস দেখায় না, দিলীপের পাশে দাঁড়িয়ে পাল্টা হুঙ্কার হুমায়ুনের । দিলীপকে তৃণমূলের বিক্ষোভেরও বিরোধিতা খোদ তৃণমূল বিধায়কের! 'ঢিল ছুড়লে বাড়িতে রসগোল্লা পাঠাবো'।'এমপি ল্যাডের টাকায় তৈরি রাস্তা উদ্বোধন করতে গিয়েছিলেন দিলীপ ঘোষ'
'তাতে বাধা দেওয়ার কোনও দরকার ছিল না' । বিজেপি নেতা দিলীপ ঘোষের পাশে দাঁড়িয়ে দলীয় কর্মীদের বিক্ষোভের সমালোচনা ভরতপুরের তৃণমূল বিধায়কের । 'দিলীপ ঘোষকে জিজ্ঞাসা করা হয়েছিল এতদিন কোথায় ছিলেন, এটা কী অপরাধ ?' । 'এই কথা বলার পর যে কোনও দলেরই কেউ সমর্থন করলে সেটা দুর্ভাগ্যজনক' । পাল্টা হুমায়ুন কবীরের মন্তব্যের সমালোচনা তৃণমূল নেতা খড়গপুরের প্রাক্তন বিধায়ক প্রদীপ সরকারের






















