এক্সপ্লোর
Advertisement
সুশান্ত মৃত্যু, ড্রাগ রাখার অভিযোগে অর্জুন রামপালের বান্ধবী গ্যাব্রিয়েলার ভাই গ্রেফতার
কিছুদিন আগে প্রাক্তন ভারত সুন্দরী মেহের জেসিয়ার সঙ্গে ২০ বছরের বৈবাহিক সম্পর্কে ইতি টেনেছেন অর্জুন। তাঁদের দুই কন্যা রয়েছে।
মুম্বই: সুশান্ত সিংহ রাজপুত মৃত্যু তদন্তে নতুন মোড়। ড্রাগ পাচারের অভিযোগে অর্জুন রামপালের বান্ধবী গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসের ভাই অ্যাজিসিয়ালোস ডেমেট্রিয়াডেসকে গ্রেফতার করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। তাঁর কাছ থেকে এনসিবি হাসিস এবং অ্যালপ্রাজোলাম ট্যাবলেট পেয়েছে। তাদের অভিযোগ, অ্যাজিসিয়ালোস বেশ কয়েকজন ড্রাগ পাচারকারীর সঙ্গে যোগাযোগ রাখতেন।
এনসিবির জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে বলেছেন, সুশান্ত-রিয়া চক্রবর্তী মামলায় যে সব ড্রাগ পাচারকারীর নাম উঠে এসেছে, অ্যাজিসিয়ালোসও তাদের সংস্পর্শে ছিলেন। এই মামলায় তাঁর সরাসরি সম্পর্ক রয়েছে, তাই গ্রেফতার করা হয়েছে তাঁকে। ২ দিনের জন্য তাঁকে হেফাজতে পেয়েছে এনসিবি।
গ্যাব্রিয়েলা দক্ষিণ আফ্রিকার মেয়ে, তিনি মডেল এবং ডিজাইনার। ডেমে লাভ নামে একটি ফ্যাশন লেবেল চালান তিনি। অর্জুন রামপালের সঙ্গে তিনি লিভ ইন করেন, তাঁদের অরিক নামে একটি ছেলে রয়েছে।
কিছুদিন আগে প্রাক্তন ভারত সুন্দরী মেহের জেসিয়ার সঙ্গে ২০ বছরের বৈবাহিক সম্পর্কে ইতি টেনেছেন অর্জুন। তাঁদের দুই কন্যা রয়েছে।
রোল ব্যুরো। তাঁর কাছ থেকে এনসিবি হাসিস এবং অ্যালপ্রাজোলাম ট্যাবলেট পেয়েছে। তাদের অভিযোগ, অ্যাজিসিয়ালোস বেশ কয়েকজন ড্রাগ পাচারকারীর সঙ্গে যোগাযোগ রাখতেন।
এনসিবির জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে বলেছেন, সুশান্ত-রিয়া চক্রবর্তী মামলায় যে সব ড্রাগ পাচারকারীর নাম উঠে এসেছে, অ্যাজিসিয়ালোসও তাদের সংস্পর্শে ছিলেন। এই মামলায় তাঁর সরাসরি সম্পর্ক রয়েছে, তাই গ্রেফতার করা হয়েছে তাঁকে। ২ দিনের জন্য তাঁকে হেফাজতে পেয়েছে এনসিবি।
গ্যাব্রিয়েলা দক্ষিণ আফ্রিকার মেয়ে, তিনি মডেল এবং ডিজাইনার। ডেমে লাভ নামে একটি ফ্যাশন লেবেল চালান তিনি। অর্জুন রামপালের সঙ্গে তিনি লিভ ইন করেন, তাঁদের অরিক নামে একটি ছেলে রয়েছে।
কিছুদিন আগে প্রাক্তন ভারত সুন্দরী মেহের জেসিয়ার সঙ্গে ২০ বছরের বৈবাহিক সম্পর্কে ইতি টেনেছেন অর্জুন। তাঁদের দুই কন্যা রয়েছে।View this post on Instagram
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
জেলার
খবর
Advertisement