এক্সপ্লোর
Advertisement
'পানি' তৈরি না হওয়ায় যশরাজ ফিল্মসের চুক্তি থেকে বেরিয়ে আসেন সুশান্ত, পুলিশকে বললেন কাস্টিং ডিরেক্টর শানু শর্মা
কিন্তু শানুর এই বয়ান পুলিশ তদন্ত করে দেখবে, তাঁকে ফের জেরা করার জন্য ডাকতে পারে তারা। এই চুক্তির সঙ্গে যুক্ত অন্যদেরও বয়ান নেওয়া হতে পারে।
মুম্বই: সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুতে যশরাজ ফিল্মসের কাস্টিং ডিরেক্টর শানু শর্মাকে জেরা করল বান্দ্রা পুলিশ। তিনি বেশ কিছু তথ্য দিয়েছেন বলে জানা গিয়েছে।
শানু বলেছেন, সুশান্ত যশরাজের সঙ্গে তাঁর তৃতীয় ছবি পানি নিয়ে অত্যন্ত উৎসাহী ছিলেন। যশরাজও এটি বিগ বাজেট ছবি হিসেবে তৈরি করতে চেয়েছিল। এর প্রি-প্রোডাকশনে খরচ হয় ৪-৫ কোটি টাকা। কিন্তু আদিত্য চোপড়া ও পরিচালক শেখর কপূরের মধ্যে ছবি নিয়ে মতান্তর হয়। ফলে ছবিটি হতে পারেনি। এতে সুশান্ত খুব কষ্ট পেয়েছিলেন, যশরাজের সঙ্গে চুক্তি থেকে বেরিয়ে আসেন তিনি।
পুলিশ তাঁকে প্রশ্ন করে, চুক্তিমত তৃতীয় ছবি না করার পরেও যশরাজ ফিল্মস সুশান্তকে বেরিয়ে যেতে দিল কেন? জবাবে শানু বলেন, সুশান্ত তাঁদের কাছে যশরাজ ছাড়ার ইচ্ছের কথা জানান। তাঁরাও বিষয়টি আর টানতে চাইছিলেন না। সকলের সহমতের ভিত্তিতে চুক্তি শেষ হয়। তাই যশরাজ ফিল্মস আর তৃতীয় ছবি করার জন্য তাঁকে চাপ দেয়নি।
কিন্তু শানুর এই বয়ান পুলিশ তদন্ত করে দেখবে, তাঁকে ফের জেরা করার জন্য ডাকতে পারে তারা। এই চুক্তির সঙ্গে যুক্ত অন্যদেরও বয়ান নেওয়া হতে পারে।
শানুকে প্রশ্ন করা হয়, সুশান্ত রিয়া চক্রবর্তীকেও যশরাজ ফিল্মস ছাড়ার কথা বলেছিলেন, এমন কী ঘটেছিল, যে তিনি যশরাজের ওপর এতটা ক্ষুব্ধ হয়েছিলেন? শানুর দাবি, যশরাজের ওপর সুশান্ত অসন্তুষ্ট ছিলেন না। কোনও ঝঞ্ঝাট ছাড়াই তাঁকে চুক্তি থেকে বেরিয়ে যেতে দেওয়া হয়েছিল। তিনি পুলিশকে বলেছেন, যশরাজের হয়ে সুশান্তকে বেছেছিলেন তিনিই। পবিত্র রিস্তা ও ঝলক দিখলা যা-র পর সুশান্ত ছোট পর্দায় জনপ্রিয় হয়ে যান। তাঁর ওপর যশরাজের নজর পড়ে ঝলক দিখলা যা রিয়্যালিটি শোয়ের পর। শানু আরও বলেছেন, যশরাজ ফিল্মস সুশান্তকে ঔরঙ্গজেব ছবিতে নিতে চেয়েছিল। ছবিতে তাঁকে অর্জুন কপূরের ভাইয়ের চরিত্র অফার করা হয়। কিন্তু তিনি যশরাজের পাঠানো মেল দেখেনইনি। যখন তিনি তাঁদের সঙ্গে যোগাযোগ করেন, তখন কাই পো চে করছেন তিনি। এরপর তাঁকে যশরাজ নেয় শুদ্ধ দেশি রোমান্স-এ। তাঁদের সঙ্গে তাঁর দ্বিতীয় ছবি ব্যোমকেশ বক্সী। তৃতীয় ছবি, ১৫০ কোটি টাকা বাজেটের পানি হয়নি। এরপর সুশান্ত চুক্তি ভেঙে বেরিয়ে আসেন।
শানু যশরাজে যথেষ্ট ক্ষমতাশালী। তিনিই রণবীর সিংহ, অর্জুন কপূরদের ইন্ডাস্ট্রিতে ব্রেক দিয়েছেন। সুশান্তের আত্মহত্যার তদন্ত করা ডিসিপি অভিষেক ত্রিমুখে বলেছেন, এখনও পর্যন্ত ২৭ জনকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেছেন তাঁরা। সব দিক থেকে মামলাটির তদন্ত হচ্ছে। বলিউডের বেশ কয়েকজন প্রভাবশালীকেও জেরা করবেন তাঁরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আন্তর্জাতিক
ক্রিকেট
জেলার
Advertisement