Sushil Modi Demise: ভোটের মাঝেই রাজনীতিতে নক্ষত্রপতন! প্রয়াত বিহারের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী
Lok Sabha Election 2024: দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন সুশীল কুমার মোদি। ক্যানসারে ভুগছিলেন তিনি।
পাটনা: দেশে চলছে লোকসভা নির্বাচন। এবারের ভোটে চতুর্থ দফার দিনই ভারতীয় রাজনৈতিক জগতে নক্ষত্রপতন। মারা গেলেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী এবং বরিষ্ঠ বিজেপি নেতা সুশীল মোদি (Sushil Modi passes away)। তাঁর বয়স বয়েছিল ৭২ বছর। চলতি বছরেই জানা গিয়েছিল তিনি ক্যানসারে ভুগছিলেন। শারীরিক কারণেই এবারের লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) প্রতিদ্বন্দ্বিতা করছিলেন না তিনি।
দীর্ঘদিনের রাজনৈতিক কেরিয়ারে সংসদের সদস্যও ছিলেন তিনি। রাজ্যসভার প্রাক্তন সাংসদ সুশীল মোদির মরদেহ আগামীকাল পটনায় তাঁর বাড়িতে আনা হবে বলে বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রের খবর। সেদিনই অন্ত্যেষ্টি হবে তাঁর। সুশীল মোদির মৃত্যুতে শোকবার্তা জানিয়েছেন একাধিক বিজেপি নেতা।
"Former Bihar Deputy CM Sushil Kumar Modi passes away ", tweets Vijay Kumar Sinha, Bihar Dy CM pic.twitter.com/ylPyOVMgyC
— ANI (@ANI) May 13, 2024
বিহারের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রীর প্রয়াণে শোকবার্তা জানিয়েছেন আরজেডি-এর নেতা তেজস্বী যাদব। তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।
बिहार के पूर्व उपमुख्यमंत्री, हमारे अभिभावक, संघर्षशील एवं कर्मठ नेता आदरणीय श्री सुशील कुमार मोदी जी के असामयिक निधन की खबर सुन अत्यंत व्यथित हूँ। ईश्वर दिवगंत आत्मा को अपने श्रीचरणों में स्थान तथा परिजनों व शुभचिंतकों को दुख की इस घड़ी में सम्बल प्रदान करे। ॐ शांति ॐ
— Tejashwi Yadav (@yadavtejashwi) May 13, 2024
সুশীল মোদির প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।
पार्टी में अपने मूल्यवान सहयोगी और दशकों से मेरे मित्र रहे सुशील मोदी जी के असामयिक निधन से अत्यंत दुख हुआ है। बिहार में भाजपा के उत्थान और उसकी सफलताओं के पीछे उनका अमूल्य योगदान रहा है। आपातकाल का पुरजोर विरोध करते हुए, उन्होंने छात्र राजनीति से अपनी एक अलग पहचान बनाई थी। वे… pic.twitter.com/160Bfbt72n
— Narendra Modi (@narendramodi) May 13, 2024
১৯৫২ সালে জন্ম সুশীল কুমার মোদির। ছাত্রাবস্থা থেকেই ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েন তিনি। পাটনা বিশ্ববিদ্যালয়ে চুটিয়ে ছাত্র রাজনীতি করেছেন একসময়। দীর্ঘ রাজনৈতিক জীবনে বিধানসভা থেকে সংসদ সর্বত্র কোনও না কোনও সময় ছিলেন তিনি। ২০০৫ থেকে ২০১৩ এবং তারপরে আবার ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত বিহারের উপ মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন তিনি। বিহারের বিধানসভায় ১৯৯৬ থেকে ২০০৪ পর্যন্ত বিরোধী দলনেতার ভূমিকাও পালন করেছেন সুশীল মোদি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: কোথাও 'মারধর'! কোথাও 'হুমকি'! দক্ষিণে ভোট ঢুকতেই বাংলায় ফিরল 'অশান্তি'