T20 WC: ফাইনালে বৃষ্টির ভ্রুকুটি, বাধ্য হয়েই নিয়মে বদল আনল আইসিসি
T20 WC Final: বিশ্বকাপ ফাইনালের দিন, রবিবার আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী মেলোবর্নে ৯৫ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মেলবোর্ন: রাত পোহালেই টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল (T20 World Cup)। পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড (PAK vs ENG)। তবে ম্যাচ ঘিরে তৈরি হয়েছে সংশয়। আবহাওয়া দফতেরর পূর্বাভাস অনুযায়ী রবিবার বিশ্বকাপের ফাইনালে ৯৫ শতাংশ বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির জেরেই ম্যাচ আয়োজন ঘিরে যত সংশয়। বাধ্য হয়ে ম্যাচের নিয়মে কিছু রদবদলও করল আইসিসি।
নিয়মে বদল
গ্রুপ পর্ব এবং সুপার ১২-এ কোনও রিজার্ভ ডে ছিল না। তবে আইসিসির তরফে বিশ্বকাপের নক আউট ম্যাচগুলি অর্থাৎ দুই সেমিফাইনাল এবং ফাইনালের জন্য রিডার্ভ ডে রাখা হয়েছে। অর্থাৎ রবিরার ম্যাচ শেষ করা সম্ভব না হলে, সোমবার দিনেও খেলা হবে ফাইনাল। যদিও রবিবারই ম্যাচ শেষ করার সব প্রচেষ্টাই করা হবে বলে জানানো হয়েছে। বিশ্বকাপের ফাইনাল ম্যাচের ফলাফল নির্ধারণের জন্য দ্বিতীয় ইনিংসে ব্যাট করা দলকে অন্তত ১০ ওভার খেলতে হবে। বৃষ্টির জন্য যদি তাও সম্ভব না হয়, একমাত্র সেক্ষেত্রেই খেলা সোমবার পর্যন্ত গড়াবে।
আইসিসির তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, 'রবিবার ম্যাচ শেষ করার সম্পূর্ণ প্রচেষ্টা করা হবে এবং প্রয়োজনে ওভারও কমানো হবে। একমাত্র যদি রবিবার সবথেকে কম ওভারের ম্যাচ খেলাও সম্ভব না হয়, তাহলেই তা সোমবার পর্যন্ত গড়াবে। যদি সোমবার খেলা হয়, তাহলে রবিবার যেখানে ম্যাচ থামবে, সেখান থেকেই আবার খেলা শুরু হবে। রবিবার ম্যাচ শেষ করার জন্য বাড়তি ৩০ মিনিট দেওয়া হবে। সোমবার ম্যাচ শেষ করার জন্য বাড়তি চার ঘণ্টার সময় থাকবে।' তবে ম্যাচ টাই হলে বা কোনওভাবেই দুইদিনেও ম্যাচ শেষ করা সম্ভব না হলে, তখন বিশ্বকাপ জিতবে কোন দল?
যুগ্ম বিজেতা
আইসিসির তরফে জানানো হয়েছে, 'ম্যাচের শেষে স্কোর টাই থাকলে সুপার ওভার হবে এবং যদি পরিবেশে এতে বিঘ্ন সৃষ্টি করে এবং সুপার ওভার সম্ভব না হয়, তখন পাকিস্তান এবং ইংল্যান্ডকে বিশ্বকাপের যুগ্ম বিজেতা ঘোষণা করা হবে।' চলতি বিশ্বকাপে বৃষ্টির জন্য একাধিক ম্যাচ ভেস্তে গিয়েছে। ফাইনালেও বৃষ্টি বাঁধার সৃষ্টি করে কি না, সেটাই দেখার। প্রসঙ্গত, ভারতীয় সময় অনুযায়ী রবিবার দুপুর ১.৩০ টায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ শুরু হবে। ভারতকে ১০ উইকেটে হারিয়ে ফাইনালে নিজেদের জায়গা পাকা করেছে ইংল্যান্ড, সাত উইকেটে নিউজিল্যান্ডকে সেমিফাইনালে হারায় পাকিস্তান।