Tarokar Mrityu: কালিম্পংয়ে ছুটি কাটাতে গিয়ে বিপদে ঋত্বিক-পার্নো, রহস্য সমাধানে রঞ্জিত মল্লিক!
Ranjit Mallick: ছবিতে ঋত্বিককে দেখা যাবে একজন চিত্রনাট্য লেখকের ভূমিকায়। তাঁর স্ত্রীয়ের ভূমিকায় দেখা যাবে পার্নোকে। তাঁর পেশা একজন স্কুল শিক্ষিকার
কলকাতা: কালিম্পংয়ে ছুটি কাটাতে গিয়েছিলেন ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty) ও পার্নো মিত্র (Parno Mitra)। কিন্তু সেখানে যে বাংলোতে তাঁরা এসেছিলেন, সেখানে হঠাৎ দেখা দিল কিছু সমস্যা। এমন কিছু অভিজ্ঞতার সম্মুখীন হলেন তাঁরা, যেগুলো স্বাভাবিক নয়। দুজনেই জড়িয়ে যান একটা খুনের রহস্যে। আর সেই রহস্য সমাধানে এগিয়ে আসেন রঞ্জিত মল্লিক (Ranjit Mallick)! তারপর?
গল্প এটাই, তবে বাস্তবের নয়, পর্দার। হরনাথ চক্রবর্তীর (Horonath Chakraborty)-র নতুন থ্রিলার 'তারকার মৃত্যু' (Tarokar Mrityu) ছবিতে মুখ্যভূমিকায় দেখা যাবে বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিককে। শিক্ষক দিবসে প্রকাশ্যে আসে এই ছবির পোস্টার। এই ছবিতে ঋত্বিককে দেখা যাবে একজন চিত্রনাট্য লেখকের ভূমিকায়। তাঁর স্ত্রীয়ের ভূমিকায় দেখা যাবে পার্নোকে। তাঁর পেশা একজন স্কুল শিক্ষিকার। স্বামী-স্ত্রী দুজনে কালিম্পংয়ের এক বাংলোয় এসে ওঠেন ছুটি কাটানোর জন্য। গল্পের শুরু এখান থেকেই।
এরপরে, প্রথম কিছু অতিপ্রাকৃত সমস্যা ও পরে একটি খুনের রহস্যে জড়িয়ে পরে তাঁরা। সেই রহস্যের সমাধানেই হাজির হন রঞ্জিত মল্লিক। তাঁকে দেখা যাবে একজন ইনভেস্টিকেটিং অফিসারের ভূমিকায়। এই ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন, ' অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায় (Anindya Pulak Bandopadhyay), প্রিয়ঙ্কা মন্ডল (Priyanka Mandal) ও সোহম মজুমদার (Soham Majumdar)।
২৯ সেপ্টেম্বর বড়পর্দায় মুক্তি পাওয়ার কথা এই ছবিটির। হরনাথ চক্রবর্তীর পরিচালনায় তৈরি এই ছবির চিত্রনাট্য নিয়ে কাজ করেছেন তাঁরই পুত্র হিন্দোল চক্রবর্তী (Hindol Chokroborty)। এছাড়াও চিত্রনাট্যে ও সংলাপ লেখনিতে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে পদ্মনাভ দাশগুপ্তের (Padmanabha Dasgupta) সুরিন্দর ফিল্মসের (Surindar Films)-এর প্রযোজনায় মুক্তি পাচ্ছে এই ছবি।
ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এই ছবির পোস্টার ও অভিনেতা অভিনেত্রীদের লুক। কাঁচা পাকা ব্যাকব্রাশ করা চুল ও স্মার্ট পোশাকে রঞ্জিত মল্লিককে দারুণ মানিয়েছে। চমক রয়েছে ঋত্বিকের লুকেও। বর্তমানে ছবি করার হার কিছুটা কমালেও, বেশ কিছু শর্ত মেনে চলেন রঞ্জিত মল্লিক। তাঁর মতে, যে ছবি সবার সঙ্গে বসে দেখা যায় না, তেমন ছবি তিনি করতে নারাজ।
অন্যদিকে, সদ্য রাজ চক্রবর্তীর (Raj Chakraborty)-র 'আবার প্রলয়' (Abar Proloy) সিরিজটির জন্য প্রশংসিত হয়েছেন ঋত্বিক চক্রবর্তী। লুক থেকে শুরু করে, তাঁর অভিনীত চরিত্রটা ছিল বেশ তাক লাগানোর মতোই।
আরও পড়ুন: Shah Rukh Khan: 'জওয়ান' মুক্তির আগে তিরুপতি দর্শন, ট্রোলের শিকার শাহরুখ খান