এক্সপ্লোর
Advertisement
থানেতে 'নিষিদ্ধ রোগা হওয়ার ওষুধ' খেয়ে মৃত্যু ২২ বছরের তরুণীর
ঘটনাটি ঘটেছে থানেতে। মেঘনা দেবগড়কর নামের একটি মেয়ে রোগা হওয়ার জন্য এক ধরনের ওষুধ খেয়ে বসেন, যা আসলে নিষিদ্ধ।
মুম্বই: ওজন কমানোর জন্য নাকি যারপরনাই প্রচেষ্টায় ছিলেন তিনি। পেশায় ডান্সার ও জিম প্রশিক্ষক ২২ বছরের মেয়েটি সাহায্য নেয় একটি ওষুধের। এরপর আর মেরেকেটে বেঁচে ছিলেন ঘণ্টা ১৫। তারপরই মৃত্যু।
ঘটনাটি ঘটেছে থানেতে। মেঘনা দেবগড়কর নামের একটি মেয়ে রোগা হওয়ার জন্য এক ধরনের ওষুধ খেয়ে বসেন, যা আসলে নিষিদ্ধ। ওষুধটি খাওয়ার পরই মেয়েটি অসুস্থ হয়ে পড়েন। তৎক্ষণাৎ তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। তারপরে হাসপাতালে। মেঘনা এতটাই অসুস্থ হয়ে পড়েন যে তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়।
পুলিশ সূত্রের খবর, মেঘনা ওয়ার্কআউট শুরু করার আগে নিষিদ্ধ দিনিত্রফেনল জাতীয় ওষুধ খেয়ে নেন।
চিকিৎসকরা জানান, ওই ওষুধ খাওয়ার পর মেঘনার রক্তের উষ্ণতা স্বাভাবিকের থেকে বেড়ে যায় অর্থাৎ হাইপারথারমিয়ার শিকার হন তিনি। যার ফলে তাঁর রক্তচ্চাপ ও হৃদস্পন্দন দুই-ই বেড়ে যায়।
কী করে এমন নিষিদ্ধ ওষুধ মেঘনার কাছে পৌঁছল, জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement