এক্সপ্লোর
Advertisement
মা এবার দোলায় আসছেন, গমন নৌকায়, জেনে নিন কী তাৎপর্য
গত বছর দেবীর আগমন আর গমন দুটোই ঘোড়ায় ঘটেছিল। আর তারপর এ বছর করোনা মহামারী, একের পর এক দুর্বিপাক।
কলকাতা: মা দুর্গা সিংহে চড়ে অসুরের সঙ্গে লড়াই করেন ঠিকই কিন্তু পৃথিবীতে আসার সময় কিন্তু আসেন অন্য বাহনে। কখনও তিনি আসেন গজে, কখনও ঘোড়ায়, কখনও দোলায় আবার কখনও বা নৌকায়। এই আগমন, গমনের বিষয়টি জ্যোতিষ শাস্ত্রের মতো দেবীভাগবত পুরাণেও আছে। এই সব বাহনের তাৎপর্য কী, চলুন দেখে নিই।
মা এবার আসছেন দোলায়। দোলা হল মড়কের প্রতীক। মহামারীর চিহ্ন। আবার ফিরছেন নৌকায়। নৌকা হল বন্যার প্রতীক। তবে ভাল ফসলও বোঝায়।
গজ হল সমৃদ্ধি ও শান্তির চিহ্ন, ঘোটক বা ঘোড়ার অর্থ হল ছত্রভঙ্গ। গজে আগমন বা প্রস্থানকে শুভ মনে করা হয়। ছত্রভঙ্গ বলতে বোঝায় ধ্বংস, সেটা রাজনৈতিক তোলপাড় হতে পারে, যুদ্ধ হতে পারে আবার বিপ্লব জাতীয় কিছুও হতে পারে।
যদি মা দুর্গার কোনও বছর একই বাহনে আগমন আর গমন ঘটে তবে আগামী বছরটা খুবই খারাপ বলে মনে করা হয়।
গত বছর দেবীর আগমন আর গমন দুটোই ঘোড়ায় ঘটেছিল। আর তারপর এ বছর করোনা মহামারী, একের পর এক দুর্বিপাক।
নৌকায় আগমন বা গমন মানে হচ্ছে, মা নৌকাকে বেছে নিয়েছেন বাহন হিসাবে। তার মানে ধরে নিতে হবে যথেষ্ট বৃষ্টিপাত হবে আগামী বছর। দোলা অবশ্যই মহামারী ও মড়কের চিহ্ন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement