Robbery at Louvre Museum: রুদ্ধশ্বাস ডাকাতির জেরে বন্ধ প্যারিসের লুভ্র মিউজিয়াম, মহা মূল্যবান গয়না লুঠের অভিযোগ
Louvre Museum Robbery: মিউজিয়াম কর্তৃপক্ষ যদিও গয়না লুঠের কথা নির্দিষ্ট ভাবে জানায়নি। তবে ফরাসি সংবাদমাধ্যম সূত্রে তেমনই খবর মিলছে।

প্যারিস: প্যারিসের লুভ্র মিউজিয়ামে রুদ্ধশ্বাস ডাকাতি। মহা মূল্যবান গয়না লুঠ করে পালাল ডাকাতদল। আর তার জেরে বন্ধ করে দেওয়া হল বিশ্ববিখ্যাত ওই মিউজিয়াম। মিউজিয়াম কর্তৃপক্ষ যদিও গয়না লুঠের কথা নির্দিষ্ট ভাবে জানায়নি। তবে ফরাসি সংবাদমাধ্যম সূত্রে তেমনই খবর মিলছে। (Robbery at Louvre Museum)
ফ্রান্সের প্যারিসে অবস্থিত লুভ্র মিউজিয়াম একটি ঐতিহাসিক স্থান। লিওনার্দো ডা ভিঞ্চির 'মোনালিসা'-সহ পৃথিবীর সেরা শিল্পকর্ম সেখানে রয়েছে। ডাকাতি নিয়ে মিউজিয়ামের তরফে এখনও পর্যন্ত কিছু বলা হয়নি। তারা শুধু জানিয়েছে, 'অস্বাভাবিক পরিস্থিতিতে বন্ধ রাখতে হচ্ছে মিউজিয়াম'। তবে ফ্রান্স সরকারের এক মন্ত্রী জানিয়েছেন, সেখানে ডাকাতি হয়েছে বলে। (Louvre Museum Robbery)
ফ্রান্সের সংস্কৃতি ম্ত্রী রচিদা দাতি সোস্যাল মিডিয়ায় এ নিয়ে মুখ খুলেছেন। তাঁর বক্তব্য, 'আজ সকালে লুভ্র মিউজিয়াম খোলার পর সেখানে ডাকাতি হয়েছে। কেউ আহত হয়েছেন বলে খবর নেই। আমি মিউজিয়ামে পুলিশের সঙ্গে রয়েছি'। তবে গয়না চুরি গিয়েছে বলে স্থানীয় সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে সংবাদ সংস্থা AFP-ও।
🇫🇷 Thieves have robbed the Louvre in Paris — Napoleon’s treasures stolen
— Visegrád 24 (@visegrad24) October 19, 2025
Thousands of Parisians and tourists were unable to enter the world-famous Louvre Museum on the morning of October 19, as the building was cordoned off by security forces and its doors closed. Shortly after,… pic.twitter.com/FYqLTn0nUV
জানা যাচ্ছে, স্কুটারে চেপে মিউজিয়ামে উপস্থিত হয় ডাকাতরা। তাদের হাতে ছোট আকারের লোহার করাত ছিল। মালপত্র তোলার লিফটে চেপে মিউজিয়ামের নির্দিষ্ট ঘরে পৌঁছয় তারা। গয়না চুরি করে এর পর চম্পট দেয় সেখান থেকে। কোন গয়না চুরি গিয়েছে, তার মূল্য কত, তা নির্ধারণ করার প্রক্রিয়া চলছে বলে জানা গিয়েছে। ডাকাতদলে ঠিক কতজন ছিল, তাও অস্পষ্ট।
⚠️🇫🇷 Le musée du Louvre restera fermé aujourd'hui pour raisons exceptionnelles.
— Musée du Louvre (@MuseeLouvre) October 19, 2025
∴
⚠️🌍 The Musée du Louvre will remain closed today for exceptional reasons. pic.twitter.com/bFY1hRaW5k
ঘটনাস্থল থেকে যে ছবি সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে, মিউজিয়ামের বাইরের অংশ ব্যারিকেডে ঘিরে ফেলা হয়েছে। বহু মানুষ সেখানে অপেক্ষা করছেন। মিউজিয়াম আপাতত আজকের জন্য বন্ধ রাখার কথা জানানো হলেও, সেটি কবে খোলা হবে, এখনও পর্যন্ত জানা যায়নি। গোটা ঘটনায় মিউজিয়ামের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে।






















