এক্সপ্লোর
Advertisement
নতুন বছরে খুলতে চলেছে স্কুল! দেখে নিন তালিকায় আছে কোন কোন রাজ্য এবং কী কী শর্ত
শর্তসাপেক্ষে শিক্ষা প্রতিষ্ঠান খোলার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। স্কুল খোলার ক্ষেত্রে মানতে হবে একাধিক বিধি। কেন্দ্রের নিয়ম অনুসারে তা সাফ জানিয়ে দিয়েছে রাজ্যগুলি।
নয়াদিল্লি: করোনা আবহে এখনও বন্ধ শ্রেণীকক্ষের পঠনপাঠন। নতুন বছরে এবার কর্নাটক, অসম, কেরলে স্কুল খুলতে চলেছে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে ১ জানুয়ারি অর্থাৎ আগামীকাল থেকেই শুরু হবে ক্লাস। তবে পরিস্থিতির সাপেক্ষে তারিখ পরিবর্তন হতে পারে। গাইডলাইন মেনে আগেই অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, উত্তরাখন্ড ইতিমধ্যে স্কুল খুলেছে। এবার সেই তালিকায় সামিল হল আরও বেশ কিছু রাজ্য।
কর্নাটক: রাজ্যে ১ জানুয়ারি থেকে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে। স্কুলে ক্লাস করার জন্য অভিভাবকের লিখিত অনুমতিপত্র আনতে হবে সংশ্লিষ্ট পড়ুয়াকে। বিদ্যাগম কর্মসূচির অধীনে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত ক্লাস শুরু হবে ওই একই দিন থেকে। রাজ্যের টেকনিক্যাল অ্যাডভাইজরি কমিটি ১৫ জানুয়ারি থেকে একাদশ শ্রেণীর ক্লাস চালু করার প্রস্তাব দিয়েছে। মহামারী পর্বে সপ্তাহে ২ থেক ৩ দিন স্কুলে যেতে পারবে পড়ুয়ারা।
কেরল: শর্তসাপেক্ষে কাল থেকে স্কুল খুলছে পিনরাই বিজয়নের রাজ্যে। অর্ধেক পড়ুয়া এবং নির্দিষ্ট সময়সূচি মেনে ক্লাস হবে। আপাতত দশম এবং দ্বাদশের ক্লাস শুরু হবে রাজ্যে। এখনও রাজ্যে বাড়ছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা।
অসম: প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা স্তর পর্যন্ত ক্লাস শুরু হচ্ছে ১ জানুয়ারি থেকে। যদিও সেপ্টেম্বর মাস থেকেই ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে শুরু করে অসম। অন্যদিকে ৪ জানুয়ারি থেকে ক্লাস শুরু হচ্ছে পন্ডিচেরি, পুনে, বিহারে।
মার্চ মাস থেকে দেশ জুড়ে জারি হয় লকডাউন। তাতেই বন্ধ হয়ে যায় শিক্ষা প্রতিষ্ঠানের দরজা। শর্তসাপেক্ষে শিক্ষা প্রতিষ্ঠান খোলার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। স্কুল খোলার ক্ষেত্রে মানতে হবে একাধিক বিধি। কেন্দ্রের নিয়ম অনুসারে তা সাফ জানিয়ে দিয়েছে রাজ্যগুলি। ইতিমধ্যে সংশ্লিষ্ট রাজ্যগুলি নির্দেশিকার প্রতিলিপি পাঠিয়েছে স্কুল সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানকে।
কেন্দ্রের জারি করা নির্দেশিকায় বলা হয়,
১. স্কুলে ক্লাস করতে গেলে সংশ্লিষ্ট পড়ুয়াকে অবশ্যই অভিভাবকের অনুমতি পত্র আনতে হবে।
২. শিক্ষক ও ছাত্রছাত্রীদের শরীরের তাপমাত্রা পরীক্ষার জন্য প্রত্যেক স্কুলের প্রধান গেটের থার্মাল গান রাখার ব্যবস্থা করতে হবে। স্কুলে প্রবেশ এবং স্কুল চত্বরে থাকার সময় মুখে মাস্ক পরা বাধ্যতামূলক।
৩. স্কুল খোলার আগে সব ক্লাসরুম, অফিস, গ্রন্থাগার, ল্যাবরেটরি-সহ সব জায়গা স্যানিটাইজ করতে হবে। কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টারও স্যানিটাইজ করতে হবে।হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে।
৪. কোনও স্কুল কনটেইনমেন্ট জোন এর মধ্যে হলে, তা খোলা রাখা যাবে না।
৫. শিক্ষক এবং ছাত্রের হাজিরার হার ৫০ শতাংশের মধ্যে সীমাবদ্ধ থাকবে। পাশাপাশি অনলাইন পঠনপাঠন চালু থাকবে।
৬. স্কুলের ক্যান্টিন তা আপাতত বন্ধ রাখতে হবে। জমায়েত এড়াতে খেলাধুলো, দলবদ্ধ সংস্কৃতি চর্চার মতো বিষয় বন্ধ রাখতে হবে।
৭. দরজার নব ও হাতল, লিফ্টের বোতাম, সিঁড়ির রেলিং, বেঞ্চ, চেয়ার, টেবিল, ডেস্ক, শৌচাগারে জলের কল ইত্যাদি নিয়মিত হাইড্রোক্লোরাইট সলিউশন ব্যবহার করে জীবাণুমুক্ত রাখতে হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement