এক্সপ্লোর
Advertisement
বাঘের গলায় রেডিও কলার পরিয়ে ছাড়া হল সুন্দরবনে, উদ্যোগ বনদফতরের
বনদফতর সূত্রে খবর, একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে জুটি বেঁধে রেডিও কলার পরান বন দফতরের আধিকারিকরা। তাঁরা জানিয়েছেন, মানুষের উপর বাঘের হামলা কমানোর লক্ষ্যেই মূলত এই উদ্যোগ।
সুন্দরবন: বাঘ ও মানুষের সঙ্ঘাত কমাতে এবার অভিনব পদক্ষেপ নিল বনদফতর। বাঘের গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহে পূর্ণবয়স্ক রয়্যাল বেঙ্গল টাইগারের গলায় রেডিও কলার পরিয়ে ছাড়া হল সুন্দরবনের জঙ্গলে। বনদফতর সূত্রে খবর, ভবিষ্যতে আরও ৩টি বাঘের গলায় রেডিও কলার পরানোর পরিকল্পনা রয়েছে।
বাঘে-মানুষে টানাটানি যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তা সে মধু সংগ্রহে জঙ্গলে যাওয়া হোক বা মিন ধরতে জঙ্গল সংলগ্ন নদীর পাড়ে যাওয়া হোক। বন দফতরের অনুমতি নিয়ে জঙ্গলে ঢুকেও অনেক সময় বাঘের আক্রমণে প্রাণ হারাতে হয় সুন্দরবনের মধু সংগ্রহকারীদের ও মৎস্যজীবীদের। এমন বহু ঘটনার সাক্ষী থেকেছে রাজ্যবাসী। এবার সুন্দরবনের রাজার গতিবিধি নখদর্পণে রাখতে একটি রয়্যাল বেঙ্গল টাইগারের গলায় রেডিও কলার পরিয়ে ছাড়া হল বসিরহাট রেঞ্জে হরিখালি বিটের জঙ্গলে।
বাঘ ছাড়ার সময় ড্রোন মাধ্যমে কিছুক্ষণ নজর রাখা হয় বাঘটির উপর। বনদফতর সূত্রে খবর, শনিবার হরিখালির জঙ্গল থেকেই ধরা হয় বাঘটিকে। বাঘটির বয়স আনুমানিক ১২ বছর। পূর্ণবয়স্ক এই রয়্যাল বেঙ্গল টাইগারটিকে খাঁচাবন্দি করে দিনভর চলে রেডিও কলার পরানোর কাজ। রবিবার বাঘটিকে ফের ছেড়ে দেওয়া হয় জঙ্গলে।
বনদফতর সূত্রে খবর, একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে জুটি বেঁধে রেডিও কলার পরান বন দফতরের আধিকারিকরা। তাঁরা জানিয়েছেন, মানুষের উপর বাঘের হামলা কমানোর লক্ষ্যেই মূলত এই উদ্যোগ। রেডিও কলার থেকে পাওয়া সিগন্যালের মাধ্যমে ম্যাপিং করে বাঘটির গতিবিধি সম্পর্কে জানা যাবে। ফলে বাঘের আস্তানাগুলিকে নতুন করে চিহ্নিত করা সম্ভব হবে।
বনদফতর জানিয়েছে, স্যাটেলাইট মাধ্যমে সংগৃহীত সব তথ্য দেওয়া হবে ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার কাছে। চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেনের পক্ষ থেকে ভি কে যাদব বলেন, আমরা গবেষণা করে দেখব বাঘটি কোথায় কখন আছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement