এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
মায়ের পেট থেকে বেরিয়েই ডাক্তারের মাস্ক ধরে টান সদ্যোজাতের! ছবি ভাইরাল
ডঃ ছেইব ছবিটি শেয়ার করে লিখেছেন, আমরা সকলেই শীঘ্রই মাস্ক খুলে রাখার মতো পরিস্থিতির লক্ষণ দেখতে চাই। ছবিটি সোস্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেরি হয়নি।
নয়াদিল্লি: মায়ের পেট থেকে বেরিয়েই অভাবনীয় কাণ্ড সদ্যোজাতের। সোস্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, ডাক্তারের কোলে সদ্যভূমিষ্ঠ এক শিশু তাঁর মাস্কটি টেনে খুলে ফেলার চেষ্টা করছে। ডাক্তারের মুখে চওড়া হাসি। নোভেল করোনাভাইরাস অতিমারী কবলিত বিশ্বে যখন বাড়ির বাইরে পা রাখলেই মাস্ক পরা বাধ্যতামূলক, তখন বাচ্চাটির মাস্ক ধরে টান মারার ছবিতে অনেকেই আশার ইঙ্গিত পাচ্ছেন, ভাবছেন, তবে কি মাস্ক-মুক্ত থাকার সময়ের দেরি নেই?
ছবিটি শেয়ার করেছেন সংযুক্ত আরব আমিরশাহির স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডঃ সামের ছেইব। তিনি বাচ্চাটিকে কোলে তুলে ধরে রেখেছেন, সে তাঁর মুখের মাস্কে টান মারছে। ডঃ ছেইব ছবিটি শেয়ার করে লিখেছেন, আমরা সকলেই শীঘ্রই মাস্ক খুলে রাখার মতো পরিস্থিতির লক্ষণ দেখতে চাই। ছবিটি সোস্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেরি হয়নি। ১৩৯০০-র বেশি লাইক পেয়েছে ইনস্টাগ্রামে। নেটিজেনদের অনেকেই বলছেন, এটাই এ বছরের সবচেয়ে সেরা ছবি। একজন লিখেছেন, কী চমত্কার, সুন্দর, অর্থবহ ছবি। বাচ্চাটা জেনে গিয়েছে এরই মধ্যে কোনটা ঠিক। আমাদের শ্বাস নিতে হবে তো! আরেকজনের প্রতিক্রিয়া, আমার দেখা সবচেয়ে সুন্দর আবেগ। কেউ লিখেছেন, এ ছবি সবার আশা-ভরসার প্রতীক। আরেকজন লিখেছেন, আমার দেখা সবচেয়ে সুন্দর দৃশ্য। আশা রাখি, শীঘ্রই মাস্ক থেকে মুক্তি পাব সকলে। শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
এর আগেও ইতালি থেকে প্রকাশিত এক সদ্যোজাতের ছবি শোরগোল ফেলে দিয়েছিল। ডায়াপার পরা সেই বাচ্চাকে নিয়ে কম চর্চা হয়নি। ডায়াপারে লেখা ছিল, সব কিছু ঠিকঠাক হতে যাচ্ছে। গত ১৬ মার্চ ছবিটি শেয়ার করেছিল মিলানের এক হাসপাতাল। ছবির ক্যাপশন ছিল এইরকম, জীবনের চেয়ে শক্তিশালী আর কিছুই নয়। এই কঠিন সময়ে যত বাচ্চা ভূমিষ্ঠ হচ্ছে, তাদের সবাই স্বাগত। জীবন কখনও থেমে থাকে না, তোমরাই তার উদাহরণ
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement