Train Tragedy : রেলের কাছে হুমকি চিঠি! 'হায়দরাবাদ-দিল্লি রেল রুটে ঘটতে পারে করমণ্ডলের মতো দুর্ঘটনা'
জুন মাসের ২ তারিখ ওড়িশার বাহানাগা বাজার রেল স্টেশনের কাছে ভয়াবহ দুর্ঘটনায় পড়ে তিনটি ট্রেন। এমন দুর্ঘটনা ঘটানোর হুমকি চিঠি পেল রেল !
নয়াদিল্লি : South Central Railway (SCR) এর কাছে এল হুমকি চিঠি। চিঠিতে রয়েছে দুর্ঘটনা ঘটানোর হুমকি। ঠিক যেমনটা হয়েছিল ওড়িশার বাহানাগায় করমণ্ডল এক্সপ্রেসের। SCR Divisional Manager গত সপ্তাহে এই চিঠি পায়। তাতে বলা হয় একইরকম ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটবে হায়দরাবাদ - দিল্লি রেল রুটে (Hyderabad-Delhi route)। রেল কর্তৃপক্ষের তরফে ( railway officials ) হায়দরাবাদ পুলিশকে (Hyderabad police ) বিষয়টি সম্পর্কে জানানো হয়।
হায়দরাবাদের ডেপুটি কমিশনার অফ পুলিশ ( Deputy Commissioner of Police DCP - North Zone ) চন্দনা দীপ্তি জানিয়েছেন, তাঁরা এই তথ্য পেয়েছেন তিন দিন আগে। পুলিশ খুঁজে বেড়াচ্ছে পত্রপ্রেরককে।
জুন মাসের ২ তারিখ ওড়িশার বাহানাগা বাজার রেল স্টেশনের কাছে ভয়াবহ দুর্ঘটনায় পড়ে তিনটি ট্রেন। এই দুর্ঘটনার নেপথ্যে প্রাথমিক ভাবে সিগন্যালিং ব্যবস্থার ত্রুটি ছিল বলেই মনে করা হচ্ছে। Commissioner of Railway Safety র তরফে দুর্ঘটনার পিছনে কোনওরকম অন্তর্ঘাত ও ষড়যন্ত্রের তত্ত্বকে উড়িয়ে দেওয়া হয়েছে। এখন যদিও সিবিআই ( Central Bureau of Investigation I) তদন্ত চালাচ্ছে।