Kolkata News: তিলজলায় পুকুরে স্নান করতে গিয়ে ডুবে মৃত তিন কিশোর
Kolkata News: গরম থেকে বাঁচতে পুকুরে স্নান করতে নেমেছিল তিন কিশোর। কিন্তু, সাঁতার না জানার জেরে জলে ডুবে মৃত্যু হল তাদের। শুক্রবার বিকেলে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে তিলজলার চৌভাগা এলাকায়।
কলকাতা: গরমের হাত থেকে বাঁচতে পুকুরে স্নান করতে নেমেছিল তিন কিশোর। আর সেটাই কাল হল। সাঁতার না জানায় জলে ডুবে মৃত্যু হল তাদের। শুক্রবার বিকেলে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে তিলজলার (Tiljala) চৌভাগা (Chowbaga) এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রচণ্ড গরমের হাত থেকে বাঁচতে শুক্রবার বিকেলে তিলজলার চৌভাগার একটি পুকুরে স্নান করতে নেমেছিল তিন কিশোর। স্নান করার সময় একজন কিশোর ডুবে যাচ্ছে দেখে বাকি দুই কিশোর জলে ঝাঁপিয়ে পড়ে বন্ধুকে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু, তিনজনের কেউই সাঁতার জানত না। এর ফলে কিছুক্ষণের মধ্যেই তারা জলে ডুবে যায়। ঘটনাস্থলের কাছে থাকা একটি বাড়ির সিসিটিভি ফুটেজে ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা ওই পুকুরের কাছে ছুটে যান। খবর দেওয়া হয় পুলিশকেও।
বিষয়টি জানতে পারার পরেই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। তারপর ওই পুকুরে ডুবুরি নামিয়ে জলে ডুবে যাওয়া তিনজন কিশোরকে উদ্ধারের চেষ্টা চলে। বেশ কিছুক্ষণ পরে তন্নতন্ন করে তল্লাশি চালানোর পর পুকুরের তলদেশ যেতে অচৈতন্য অবস্থায় ওই তিনজন কিশোরকে উদ্ধার করেন ডুবুরিরা। সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালেও। কিন্তু, সেখানে যাওয়ার পর ওই তিনজন কিশোরকে মৃত বলে ঘোষণা করেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা। বিষয়টি কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে তিলজলার চৌভাগা এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, প্রচণ্ড গরমের জ্বালায় অস্বস্তিতে ভুগছেন বেশিরভাগ মানুষ। শুক্রবার বিকেলে সেই গরম আবহাওয়া সহ্য করতে না পেয়ে তিন বন্ধু চৌভাগা এলাকার একটি পুকুরে স্নান করতে নেমেছিল। পুকুরে স্নান করতে নামলেও তারা সাঁতার জানত না। জলে নেমে হুড়োহুড়ি করতে গিয়ে একটি কিশোর গভীর জলে ডুবে যেতে থাকে। বিষয়টি দেখতে পেয়ে তাকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়ে অন্য দুই কিশোর। আর এতে উল্টো ফলই হয়। ওই কিশোরকে বাঁচানোর বদলে তারা দুজনেই ডুবে যেতে থাকে। পুকুরের পাশে থাকা একটি বাড়ির সিসিটিভি ফুটেজ দেখে ও ঘটনাস্থলে থাকা কয়েকজন মানুষের থেকে এই দুর্ঘটনার খবর পেয়ে পুকুর ধারে ভিড় করে তল্লাশি শুরু করে স্থানীয় বাসিন্দাদের অনেকে। খবর পেয়ে আসা পুলিশও। তারপর তারা ডুবুরি নামিয়ে অচৈতন্য অবস্থায় ওই তিন কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Dev: ভোটপ্রচারে বেরিয়ে 'কপ্টার-বিভ্রাট'! যান্ত্রিক গোলযোগের কারণে জরুরি অবতরণ দেবের কপ্টারের