এক্সপ্লোর
আমেরিকায় আত্মীয়ের পকেট থেকে পড়া পিস্তল দিয়ে নিজেকে গুলি ৩ বছরের খুদের, তৎক্ষণাৎ মৃত্যু
স্থানীয় প্রশাসন জানিয়েছে, এক আত্মীয়ের পকেট থেকে পড়ে যাওয়া পিস্তল কুড়িয়ে নিয়েছিল সে। কেউ খেয়াল করেনি। তারপর ঘটে যায় দুর্ঘটনা।

হিউস্টন: আমেরিকার টেক্সাসে নিজেরই জন্মদিনের পার্টিতে ৩ বছরের একটি ছেলের মর্মান্তিক মৃত্যু হল। বন্দুক দিয়ে নিজের ওপর গুলি চালিয়ে দেয় সে। পুলিশ জানিয়েছে, হিউস্টনের ২৫ মাইল উত্তর পশ্চিমে পোর্টার শহরে ছেলেটির জন্মদিনের পার্টি চলছিল। তার পরিবারের লোকজন ছাড়াও নিমন্ত্রিতরা ছিলেন। বড়রা যখন তাস খেলায় ব্যস্ত, তখন তাঁরা পিস্তলের শব্দ শুনতে পান। ছুটে গিয়ে দেখেন, ছোট্ট ছেলেটি পড়ে রয়েছে, বুক ভিজে গিয়েছে রক্তে। কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। স্থানীয় প্রশাসন জানিয়েছে, এক আত্মীয়ের পকেট থেকে পড়ে যাওয়া পিস্তল কুড়িয়ে নিয়েছিল সে। কেউ খেয়াল করেনি। তারপর ঘটে যায় দুর্ঘটনা। এভরিটাউন ফর গান সেফটি গ্রুপ জানিয়েছে, এ বছরের শুরু থেকে এখনও পর্যন্ত আমেরিকায় ছোট ছেলেমেয়েদের দ্বারা অন্তত ২২৯টি অনিচ্ছাকৃত গুলি চালানোর ঘটনা ঘটেছে। ৯৭টি ঘটনায় ঘটেছে মৃত্যু। আমেরিকার প্রাপ্তবয়স্কদের মধ্যে এক তৃতীয়াংশের বন্দুক রয়েছে, আগ্নেয়াস্ত্রের অধিকার স্বীকৃত মার্কিন সংবিধানে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















