![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
TMC Delhi Dharna : রাজঘাটে তৃণমূল কর্মীদের 'ঠেলে' বের করে দিল দিল্লি পুলিশ, সাংবাদিক বৈঠকের মাঝপথে থামিয়েই বেরিয়ে গেলেন অভিষেক
Abhishek Banerjee : তুমুল হুড়োহুড়ির মাঝে দেখা যায়, জুতো ছাড়াই খালি পায়ে রাজঘাটের বাইরে দাঁড়িয়ে তৃণমূল নেতা সুজিত বসু। কিছুটা হাঁফাতে থাকা রাজ্যের মন্ত্রীর কথায়, জোর করে ঠেলে বের করে দেওয়া হয়েছে।
![TMC Delhi Dharna : রাজঘাটে তৃণমূল কর্মীদের 'ঠেলে' বের করে দিল দিল্লি পুলিশ, সাংবাদিক বৈঠকের মাঝপথে থামিয়েই বেরিয়ে গেলেন অভিষেক TMC Delhi Police Forces Out TMC Workers Out of Rajghat Area Abhishek Banerjee Press Conference Stopped Mid Way TMC Delhi Dharna : রাজঘাটে তৃণমূল কর্মীদের 'ঠেলে' বের করে দিল দিল্লি পুলিশ, সাংবাদিক বৈঠকের মাঝপথে থামিয়েই বেরিয়ে গেলেন অভিষেক](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/02/89149b518a1c7bfc3573d2531fcbd63a169624325485252_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন ও বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি : রাজঘাট থেকে কার্যত ঠেলে-ধাক্কা দিয়ে তৃণমূল নেতা-কর্মীদের বের করে দিল্লি পুলিশ (Delhi Police)। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক বৈঠক চলার মাঝেই বারবার হুইসেল বাজাতে শুরু করে অমিত শাহ-র স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে থাকা দিল্লি পুলিশ। যার কিছুক্ষণের মধ্যে তৈরি হয় এক অনভিপ্রেত পরিস্থিতি। সাংবাদিক বৈঠকের মাঝেই কথা থামিয়ে বেরিয়ে যেতে বাধ্য হন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। রাজঘাটে বাকি যে তৃণমূল শিবিরের নেতা-কর্মীরা হাজির ছিলেন তাঁদের 'ঠেলে' বাইরে করে দেওয়ার অভিযোগ ওঠে। হুইসেল বাজিয়ে, লাঠি উঁচিয়ে তৃণমূল কর্মীদের কার্যত তাড়া করে রাজঘাট থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে।
তুমুল হুড়োহুড়ির মাঝে হঠাৎই দেখা যায়, জুতো ছাড়াই খালি পায়ে রাজঘাটের বাইরে দাঁড়িয়ে তৃণমূল নেতা সুজিত বসু। কিছুটা হাঁফাতে থাকা রাজ্যের মন্ত্রীর কথায়, জোর করে ঠেলে বের করে দেওয়া হয়েছে। গোটা ঘটনার মাঝেই দিল্লি পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সুদীপ বন্দ্যোপাধ্যায় বাড়িতে রাজঘাট ছেড়ে বেরোলেও তৃণমূলের (TMC) বাকি অনেক নেতা ও কর্মীদের দিল্লি পুলিশের হেনস্থার মুখেই পড়তে হয় বলেই অভিযোগ।
তৃণমূলের কংগ্রেসের সর্বভারীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, শান্তিপূর্ণ সমাবেশের মাঝে এসে হঠাৎই ধাক্কাধাক্কি করে এই পরিস্থিতি তৈরি করেছে দিল্লি পুলিশ ও সিআরপিএফ। প্রতিবাদ জানিয়ে বেরিয়ে যাওয়ার কথা জানালেও কোনও কথাই কানে তোলেনি দিল্লি পুলিশ। যদিও দিল্লি পুলিশের সূত্র মারফত জানা যাচ্ছে, গান্ধী জয়ন্তী উপলক্ষে রাজঘাটে শ্রদ্ধা জানাতে অনেকে আসেন। কিন্তু তৃণমূলের ধর্নার জেরে একদিকের গেটে প্রচুর ভিড় জমে গিয়েছিল। তাই তৃণমূল কর্মীদের প্রথমে বারবার সরে যেতে বলে মাইকে জানানো হয়। তারপরও তাঁরা না সরায় তাঁদের সরিয়ে দেওয়া হয়।
কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে দিল্লিতে দু'দিনের প্রতিবাদ কর্মসূচি নিয়েছে তৃণমূল। যদিও তার ছাড়পত্র দেয়নি পুলিশ। এদিন প্রথমে রাজঘাটে মহাত্মা গাঁধীর সমাধিস্থলে শ্রদ্ধা জানিয়ে ধর্না শুরু করেন অভিষেক সহ তৃণমূলের মন্ত্রী সাংসদরা। হাতে প্ল্যাকার্ড হাতে রাজঘাটে বসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়রা। যারপরে সাংবাদিক সম্মেলনে কেন্দ্রের বিরুদ্ধে যখন একের পর এক তোপ দাগছেন অভিষেক, তখনই তৃণমূলের অভিযোগ তাঁদের দিল্লি পুলিশ জোর করে তুলে দেয়। হুইসল বাজিয়ে, ধাক্কাধাক্কি করে তৃণমূলের লোকজনকে রাজঘাট থেকে উঠে যেতে বাধ্য করে পুলিশ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)