এক্সপ্লোর
দত্তপুকুরে গ্রামসভাকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, ঘটনাস্থলে পুলিশ
গ্রাম সভা ডেকেছিল তৃণমূলেরই একটি গোষ্ঠী। অভিযোগ, গ্রামবাসীদের কয়েকজনকে মারধর করে তৃণমূলের যুযুধান গোষ্ঠী।

দত্তপুকুর: উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের কদম্বগাছিতে গ্রামসভাকে কেন্দ্র করে প্রকাশ্যে চলে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। গতকাল রাতে গ্রাম সভা চলাকালীন বারাসত ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি, তৃণমূল নেতা আর্সাদউদ জামানের অনুগামীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। গ্রাম সভা ডেকেছিল তৃণমূলেরই একটি গোষ্ঠী। অভিযোগ, গ্রামবাসীদের কয়েকজনকে মারধর করে তৃণমূলের যুযুধান গোষ্ঠী। এরপর পঞ্চায়েত সমিতির সভাপতির বাড়ির সামনে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। পুলিশ বাহিনী ও র্যাফ যায় ঘটনাস্থলে। যদিও অভিযোগ অস্বীকার করে আর্সাদউদ জামান দাবি করেছেন, লকডাউনের সময় মাইক বেঁধে সভা করার বিষয়ে তিনি প্রশাসনকে জানিয়েছিলেন। ঘটনার সঙ্গে তাঁর কোনও লোক জড়িত নয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















