Manmohan Singh: 'প্রধানমন্ত্রীত্ব ছাড়ার পর পাঁচ বছর বৈঠকে কোনও কথা বলেননি মনমোহন'! কারণ জানালেন TMC সাংসদ
Manmohan Singh Demise: 'প্রতিটা মিটিংয়ে কিন্তু উপস্থিত ছিলেন। একটা বৈঠকও মিস করেননি। কিন্তু সেই মিটিংয়ে একটা কথাও উনি বলেননি'

কলকাতা: অগাধ পাণ্ডিত্য এবং ভদ্রতার এক মিশেল ছিলেন মনমোহন সিংহ। প্রতিপক্ষের শত ব্যক্তিগত আক্রমণেও যাঁকে কোনও গলা চড়াতে দেখা যায়নি। আক্রমণে বিদ্ধ হলেও, সীমা ছাড়াননি। বরাবরই একটা কথা বলতেন, বিরোধীরা আমাকে যেভাবে মূল্যায়ন করছে, ভবিষ্যতে সে জন্য তাঁদেরই ভুল স্বীকার করতে হবে। তাঁর প্রয়াণের পর সেই কথা কানে বাজছে সবার।
মনমোহনকে স্মরণ করলেন তৃণমূলের বর্ষীয়ান নেতা সৌগত রায়ও। দীর্ঘদিন সংসদের সহকর্মী যেমন ছিলেন তেমন মন্ত্রীসভার সদস্যও ছিলেন। ব্যক্তিগত সম্পর্ক থেকে রাজনৈতিক সমীকরণ মনমোহন প্রয়াণে সেই কথাই উঠে এল তৃণমূল সাংসদের গলায়। এবিপি আনন্দকে বললেন, 'আমার চোখে দেখা মানুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ অর্থনীতিবিদ। ১৯৯১ সালে যখন তিনি অর্থমন্ত্রী হন সেই সময় থেকে অর্থনীতির যে দিশা দেখিয়েছিলেন আমি তাঁর সমর্থনে ছিলাম। তবে কংগ্রেসের তিরুপতি অধিবেশনে আমি ওঁর বক্তব্যর সমালোচনা করেছিলাম। এরপর ধীরে ধীরে ভাল সম্পর্কও তৈরি হয়। ২০০৯ সালে ওঁর মন্ত্রীসভায় আমি রাষ্ট্রমন্ত্রী হয়েছিলাম। কিছু অভিযোগ, সমালোচনা থাকলে তা সবসময় শুনতেন।'
সৌগত রায়ের কথায়, '২০১৪-তে মনমোহন সিংয়ের প্রধানমন্ত্রীত্ব শেষ হওয়ার পর তিনি সংসদে কিন্তু ছিলেন। আমি যে কমিটিতে ছিলাম সেই ফিনান্স স্ট্যান্ডিং কমিটিতে উনি ছিলেন। তিনি প্রতিটা মিটিংয়ে কিন্তু উপস্থিত ছিলেন। একটা বৈঠকও মিস করেননি। কিন্তু সেই মিটিংয়ে একটা কথাও উনি বলেননি। আমি বলেছিলাম যে আপনি কিছু বললে তো ভাল হয়। উনি বলেছিলেন আমি এর আগে অনেক বলেছি।'
আরও পড়ুন, গায়ে মাখেননি 'মৌনমোহন' কটাক্ষ, নীরবেই একের পর এক মাইলফলক তৈরি করেন মনমোহন সিংহ
ভদ্র। মার্জিত। শান্ত। মিতভাষী। মনমোহন সিংহ নামটা শুনলে, অবধারিতভাবে এই শব্দগুলোই আসবে সকলের মস্তিষ্কে। অবাক করার মতো বিষয় হল, রাজনীতিতে নেমেও, এই স্বভাব একচুল বদলায়নি। যে রাজনীতিতে গলা চড়ানোর প্রতিযোগিতা চলে, সেখানে এই গুণগুলির জন্য় বরাবর স্বতন্ত্র ছিলেন নীল পাগড়ি পরা এই শিখ প্রৌঢ়। আক্রমণ এসেছে। কটাক্ষ এসেছে। রক্তাক্ত হয়েছেন। কিন্তু, পাল্টাননি। সংসদে সুষমা স্বরাজ, অরুণ জেটলি, রবিশঙ্কর প্রসাদের মতো বিজেপির নেতারা একসঙ্গে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংহর উদ্দেশে বলেছিলেন দেশের আর কত ক্ষতি করবেন আপনি? মানুষের আস্থার মর্যাদা দেন না। আমরাও আপনাকে মর্যাদা দেব না। সেদিন মনমোহন সিংহ পুরোটা সংসদে বসে শুনেছিলেন। একবারের জন্য পাল্টা গলা চড়াননি। বরং তাঁর ঠোঁটের কোণে ছিল সেই হাল্কা হাসি। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেছিলেন, ‘আমি বিশ্বাস করি, আজ বিরোধীরা আমাকে যেভাবে মূল্যায়ন করছে, ভবিষ্যতে সে জন্য তাঁদেরই ভুল স্বীকার করতে হবে।’
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে






















