Top Entertainment News Today: 'বাঘাযতীন' লুকে অচেনা দেব, ফের জুটিতে শ্রাবন্তী-জিতু, বিনোদনের সারাদিন
Top Entertainment News: দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন
কলকাতা: পুজোয় বড়পর্দায় আসছেন বাঘা যতীন (Bagha Jatin)। ২০ অক্টোবর দেশজুড়ে (Pan India Release) মুক্তি পাচ্ছে দেব (Dev) অভিনীত 'বাঘা যতীন'। প্রকাশ্যে এল ছবির নতুন পোস্টার (New Poster Revealed)। অভিনয় দুনিয়ায় পা রাখতে চলেছেন শাহরুখ কন্যা (Shah Rukh Khan) সুহানা খান (Suhana Khan)। মুক্তির অপেক্ষায় 'দ্য আর্চিস' (The Archies)। নিজের প্রথম কাজ নিয়ে শিরোনামে তিনি রয়েছেন, তারই মধ্যে এল নতুন খবর। আলিবাগে কৃষিজমি (farming land) কিনলেন সুহানা। দিনভর আজ বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর.. দেখে নিন বিনোদনের সারাদিন
ফের জুটিতে জিতু-শ্রাবন্তী
অংশুমান প্রত্যুষের (Angshuman Pratyush)-এর পরে এবার কমলেশ্বর মুখোপাধ্যায়ের (Kamaleswar Mukherjee)-র ছবিতে জুটি হিসেবে দেখা যাবে জিতু কমল (Jeetu Kamal) ও শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)-কে। আর এই ছবিতে আরও এক গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন রজতাভ দত্ত (Rajatabha Dutta)। সদ্যই লন্ডন থেকে 'বাবুসোনা' ছবির শ্যুটিং করে ফিরেছেন জিতু ও শ্রাবন্তী। ফের একবার কমলেশ্বরের পরিচালনায় একসঙ্গে দেখা যাবে তাঁদের। ছবির নাম, 'আমি আমার মতো'। জুলাই মাস থেকে শুরু হতে চলেছে এই ছবির শ্যুটিং। এসকে মুভিজ- এর ব্যানারে প্রযোজক অশোক ধানুকা ও হিমাংশু ধানুকার প্রযোজনায় মুক্তি পাবে এই ছবি।
প্রকাশ্যে দেবের 'বাঘা যতীন' লুকে নতুন পোস্টার
পুজোয় বড়পর্দায় আসছেন বাঘা যতীন (Bagha Jatin)। ২০ অক্টোবর দেশজুড়ে (Pan India Release) মুক্তি পাচ্ছে দেব (Dev) অভিনীত 'বাঘা যতীন'। প্রকাশ্যে এল ছবির নতুন পোস্টার (New Poster Revealed)। মাথায় পাগড়ি, লম্বা দাড়ি, গোঁফ, বিস্ফারিত চোখ, কাঁধে বন্দুক, খাকি পোশাক... হঠাৎ দেখলে বোঝার উপায় নেই কে। 'বাঘা যতীন' ছবির নতুন পোস্টারে এভাবেই নজর কাড়ছেন দেব। শুক্রবার প্রকাশ্যে এল প্যান ইন্ডিয়া এই ছবির পোস্টার। বাংলা, হিন্দি ও ইংরেজি, তিন ভাষাতেই প্রকাশ্যে এল পোস্টার। ক্যাপশনে লেখা হল, 'শাসন ও অত্যাচারের অবসান ঘটাতে, একাধিক নয়, শুধুমাত্র একটি বাঘই যথেষ্ট'! 'ভারতবর্ষের মাটির ছেলে বাঘা যতীনের অমর গাঁথা প্রথমবার বড়পর্দায়' নিয়ে হাজির হচ্ছে 'দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স'।
হিমাচল প্রদেশ পাড়ি নবদম্পতি কর্ণ-দৃশার
সম্প্রতি গাঁটছড়া বেঁধেছেন অভিনেতা সানি দেওলের (Sunny Deol) ছেলে কর্ণ দেওল (Karan Deol)। দীর্ঘদিনের বান্ধবী দৃশা আচার্যকে (Drisha Acharya) বিয়ে করেন তিনি। ঝাঁ চকচকে বিয়ের অনুষ্ঠানের পর, সেই সন্ধ্যায় হয় রিসেপশন পার্টি (Reception Party)। হাজির ছিলেন বলিউডের একাধিক তাবড় তারকা। সূত্রের খবর, এখন দম্পতি হিমাচল প্রদেশের (Himachal Pradesh) মানালিতে (Manali) মধুচন্দ্রিমায় গিয়েছেন। সেখানেই, এক গ্রামে গতরাতে সানি দেওল ছেলে ও পুত্রবধূর জন্য রিসেপশন পার্টির আয়োজন করেন। মানালির দাশাল গ্রামে কর্ণ দেওল ও দৃশা আচার্যের জন্য রিসেপশন পার্টির আয়োজন করলেন সানি দেওল। সূত্রের খবর, অনুষ্ঠানে নিমন্ত্রণ জানানো হয়েছিল স্থানীয় বাসিন্দাদেরও।
ক্রিকেটের ময়দানে সঞ্জু বাবা
বলিউডের অন্যতম সুপারস্টার তিনি। এবার ক্রিকেটের সঙ্গেও যুক্ত হলেন। শাহরুখ খান, জুহি চাওলা, প্রীতি জিন্টা, শিল্পা শেট্টিদের পথে হেঁটে। সঞ্জয় দত্ত (Sanjay Dutt)। বলিউডের অভিনেতা বাইশ গজের সঙ্গে যুক্ত হলেন। জিম্বাবোয়েতে (Zimbabwe) শুরু হতে চলেছে ফ্র্যাঞ্চাইজি লিগ। সেখানকারই একটি দল কিনে ফেললেন সঞ্জয় দত্ত। আগামী ২০ জুলাই থেকে শুরু হচ্ছে জিম অ্যাফ্রো টি ১০ ক্রিকেট টুর্নামেন্ট। হারারেতে আগামী ২৯ জুলাই হবে ফাইনাল ম্যাচ। সেই ফ্র্যাঞ্চাইজি লিগেই এবার দল কিনলেন সঞ্জু বাবা।সঞ্জয় বলেছেন, 'ভারতে ক্রিকেট একটা ধর্মের মতো এবং ক্রীড়াজগতের অন্যতম বৃহত্তর দেশের নাগরিক হিসেবে আমি মনে করি, এই খেলাকে বিশ্বের প্রত্যেক কোণায় ছড়িয়ে দেওয়া আমার কর্তব্য। খেলাধুলোয় জিম্বাবোয়ের একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে। তার সঙ্গে যুক্ত হতে পেরে এবং ক্রিকেট অনুরাগীদের এই উপহার দিতে পেরে আমি সত্যিই আনন্দিত। আশা করছি, জিম অ্যাফ্রো টি ১০ ক্রিকেট টুর্নামেন্টে হারারে হারিক্যানস ভাল ফল করবে।'
আলিবাগে ১২.৯১ কোটি টাকার জমি কিনলেন সুহানা
অভিনয় দুনিয়ায় পা রাখতে চলেছেন শাহরুখ কন্যা (Shah Rukh Khan) সুহানা খান (Suhana Khan)। মুক্তির অপেক্ষায় 'দ্য আর্চিস' (The Archies)। নিজের প্রথম কাজ নিয়ে শিরোনামে তিনি রয়েছেন, তারই মধ্যে এল নতুন খবর। আলিবাগে কৃষিজমি (farming land) কিনলেন সুহানা। মুম্বইয়ের কাছে থালের আলিবাগ অঞ্চলে কৃষিজমি কিনলেন বাদশাহ কন্যা। সুহানা খান এই জমির দাম দিয়েছেন ১২.৯১ কোটি টাকা। লক্ষণীয় বিষয়, রেজিস্ট্রেশন ফর্মে সুহানা খানের নাম 'এগ্রিকালচারিস্ট' (agriculturist) অর্থাৎ কৃষিবিদ হিসেবে নথিভুক্ত করা হয়েছে।
আরও পড়ুন: Food Facts: তাজা আনাজ ঠিক কী? 'ফ্রোজেন' সব্জি কি সত্যিই খারাপ?
আরও পড়ুন: Weight Loss Diet: ওজন কমানোর জন্য কোন ডাল সবচেয়ে স্বাস্থ্যকর?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন