Top Social News: টলিউড থেকে বলিউড.. ব্যক্তিগত জীবনের গল্পে আজ সোশ্যাল মিডিয়ায় নজর কাড়লেন যে সব তারকারা
Top Social News Today: আজ সোশ্যাল মিডিয়ার সেরা খবরে রইল শাহরুখ খান ও রচনা বন্দ্যোপাধ্যায়ের জীবনের অজানা গল্প।
কলকাতা: টলিউড থেকে শুরু করে বলিউড... আজ সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল দুই তারকার অজানা গল্প। কারও গল্প ব্যক্তিগত জীবনের, কারও আবার কাজের অধ্যবসাইয়ের। আজ সোশ্যাল মিডিয়ার সেরা খবরে রইল শাহরুখ খান ও রচনা বন্দ্যোপাধ্যায়ের জীবনের অজানা গল্প।
ক্যামেরার সামনে প্রথমবার শার্ট খুলবেন, 'দার্দ এ ডিস্কো' শ্যুটের আগে ২ দিন জল খাননি শাহরুখ!
তিনি দু-হাত ছড়িয়ে দিলেই ম্যাজিক হয়.. তাঁর অনুরাগী বিশ্ব জোড়া। তবে তিনি যে কেন শাহরুখ খান (Shah Rukh Khan), তা লুকিয়ে থাকে ছোট ছোট গল্পে। যে ভালবাসা, মুগ্ধতা তিনি পেয়েছেন দর্শকদের থেকে.. তার পিছনে যে কী কঠিন পরিশ্রম রয়েছে তা বোঝা যায় বিভিন্ন ঘটনা প্রকাশ্যে এলে। ঠিক যেমন, সদ্য শাহরুখের সঙ্গে কাজ করার পুরনো অভিজ্ঞতা প্রকাশ্যে এনেছেন তাঁর বন্ধু ফারহা খান (Farha Khan)। ফারহা বলেন, 'যখন আমরা 'ম্যায় হু না' (Main Hoon Na) ছবি নিয়ে কাজ করছি, তখনই আমার পরিকল্পনা ছিল শাহরুখকে ক্যামেরার সামনে শার্ট খোলানোর। তবে সেই সময় ওঁর পিঠে চোট ছিল। শরীরচর্চা করে ততটা ফিট হওয়ার মতো পরিস্থিতি ছিল না ওঁর। সেই সময় শাহরুখ আমায় কথা দিয়েছিলেন, ও আমার সঙ্গে করা আগামী কোনও ছবিতেই প্রথম শার্টলেস হবে, ক্যামেরার সামনে। এরপরে যখন আমরা 'ওম শান্তি ওম'-এ কাজ করছি, তখন 'দার্দ -এ ডিস্কো' গানে প্রথম শার্টলেস হিসেবে শাহরুখকে পর্দায় দেখা গিয়েছিল। সেটাও ছিল আমারই পরিকল্পনা। তবে শার্টলেস হওয়ার জন্য ওকে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছিল। ২ দিন জল খেতে পারেনি শাহরুখ, কারণ জল খেলে পেট ফোলা দেখাতে পারে। কেবল পেট নয়, ফোলা দেখাতে পারে শরীরের অন্যান্য পেশিও। শাহরুখ চেয়েছিলেন শার্টলেস হয়ে ক্যামেরায় যেন তাঁকে এক্কেবারে নিখুঁত লাগে। সেই কারণেই সেই দৃশ্য শ্যুটিংয়ের আগে কঠিন এই পথই বেছে নিয়েছিলেন শাহরুখ।'
বৈবাহিক জীবন নিয়ে অকপট পর্দার 'দিদি নম্বর ওয়ান'
তিনি ছোটপর্দার 'দিদি নম্বর ওয়ান', তবে ব্যক্তিগত জীবনে বিভিন্ন ভূমিকায় নিজেকে কত নম্বর দেন রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)? বিবাহিত হলেও স্বামীর সঙ্গে থাকেন না রচনা, একমাত্র পুত্র প্রণিলকে ঘিরেই তাঁর জীবন। সঙ্গে রয়েছে কেরিয়ার ও কাজ। তবে, ব্যক্তিগত জীবন নিয়ে কী হতাশা কাজ করে অভিনেত্রীর মনে? একটি 'টক শো' -তে এসে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খোলেন রচনা। সেখানে তিনি বলেন, 'মা হিসেবে আমি নিজেকে ৭ নম্বর দেব। কারণ ছেলেকে যতটা সময় দেওয়া উচিত, কাজের কারণে আমি তা দিতে পারি না।' অন্যদিকে, বৈবাহিক সম্পর্ক নিয়েও নিজের মনে কথা বলেছেন তিনি। স্বামী প্রবাল বসুর সঙ্গে আইনত বিচ্ছেদ না হলেও, আলাদা থাকেন রচনা। ছেলের কথা ভেবেই আইনত বিচ্ছেদের পথে হাঁটেননি অভিনেত্রী। তবে স্ত্রী হিসেবে নিজেকে যোগ্য মনে করেন না তিনি নিজেই! ওই টক শো-তে এসেই অভিনেত্রী বলেন, 'স্ত্রী হিসেবে আমি নিজেকে শূন্য দেব। কারণ, স্বামীর সঙ্গে আমি যতটা মানিয়ে আমার চলা উচিত ছিল, তা আমি পারিনি। প্রত্যেকের জীবনেই একটা লক্ষ্য থাকে, চাওয়া পাওয়া থাকে। আমরা, বিশেষ করে মেয়েরা যাঁরা অভিনয় জগতে রয়েছি, তাঁদের বিবাহ করার আগে ভাবনাচিন্তা করা উচিত। এমন মানুষকে বিয়ে করা উচিত যাঁরা সেই পেশাটাকে বুঝবেন। আমাদের পেশাটা অন্যদের চেয়ে অনেক আলাদা। কেবল বোঝা-জানা নয়... অপর মানুষটাকে অনেক ত্যাগও করতে হয়। এইগুলো না হলে, সুখী সংসার হওয়া খুব মুশকিল।'
আরও পড়ুন: Manali Dey: বেলা করে ঘুম থেকে ওঠা, পরিবারের সঙ্গে অবসরযাপন, শিমুলের ছুটির দিনের রুটিন