New Traffic Rules: ভিডিয়ো প্রমাণ রাখতে হবে পুলিশকে, ট্রাফিক রুল ভাঙলেই ১৫ দিনের মধ্যে আইনি নোটিস
নতুন নিয়ম অনুসারে, ট্রাফিক পুলিশ চালান কাটার ১৫ দিনের মধ্যেই গাড়ির চালকের কাছে পৌঁছে যাবে আইনভঙ্গের নোটিস। 'মোটর ভেহিক্যালস অ্যাক্ট' মেনে এই নতুন নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় মন্ত্রক।
নয়াদিল্লি: ট্রাফিক আইন(Traffic Rules)না মানলে কড়া ব্যবস্থা নেবে সরকার। চালান কাটার ১৫ দিনের মধ্যে আইনভঙ্গকারীর কাছে পৌঁছে যাবে আইনি নোটিস। সম্প্রতি নতুন এই বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও হাইওয়েজ মন্ত্রক(Union Ministry of Road Transport and Highways)।
ট্রাফিকের নতুন নিয়ম (New Traffic Rules)
নতুন নিয়ম অনুসারে, ট্রাফিক পুলিশ চালান কাটার ১৫ দিনের মধ্যেই গাড়ির চালকের কাছে পৌঁছে যাবে আইনভঙ্গের নোটিস। মোটর ভেহিক্যালস অ্যাক্ট মেনে এই নতুন নির্দেশ জারি করেছে কেন্দ্রীয় মন্ত্রক। যেখানে আইনভঙ্গকারীর পাশাপাশি ট্রাফিক পুলিশকেও সতর্ক করা হয়েছে। নিয়মে বলা হয়েছে, কোনও ব্যক্তি ট্রাফিক আইন না মানলে তাঁর ভিডিয়ো ফুটেজ সংগ্রহ করতে হবে পুলিশকে। মামলা শেষ না হওয়া পর্যন্ত রাখতে হবে এই প্রামাণ্য ফুটেজ।
কী কী ব্যবস্থা নিচ্ছে পুলিশ ? (Delhi Traffic Police)
নুতন নোটিফিকেশনের পরই আরও বেশি করে সক্রিয় হয়েছে দিল্লির ট্রাফিক পুলিশ। রাজধানীর ট্রাফিক পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, শহরে বিভিন্ন জায়গায় আগে থেকেই সিসিটিভি, সাইন বোর্ড লাগানো হয়েছে। ট্রাফিকের নিয়ম ভঙ্গকারীদের ধরতে আরও বেশি সংখ্যায় ক্লোজ সার্কিট টিভি বসানো হবে। স্পিড মাপার জন্য বসানো হবে নির্দিষ্ট যন্ত্র।
অবশ্যই ভিডিয়ো করতে হবে (Must Make Traffic Videos)
অনেক সময় নিজেদের সাফাইয়ে বক্তব্য রাখার সুযোগ পান না অভিযুক্তরা। কেবল ট্রাফিক পুলিশ আধিকারিকের অভিযোগেই কাঠগড়ায় দাঁড়াতে হয় তাঁদের। তবে এবার থেকে আর সেরকম হবে না। আইন ভাঙলে চালকের চালান কাটার পাশাপাশি ভিডিয়ো করে রাখতে হবে ট্রাফিক গার্ডকে। ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে কাটতে হবে এই চালান।
নতুন নির্দেশ অনুযায়ী, ট্রাফিক আইন ভঙ্গকারীদের ধরতে ইলেকট্রনিক প্রযুক্তির সাহায্য নিতে পারবে পুলিশ। সেই কারণে রাজধানীর বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা, ড্যাশবোর্ড ক্যামেরা, স্পিড গান, পোশাকের ক্যামেরা ব্যবহার করবে ট্রাফিক পুলিশ। নম্বর প্লেট চেনার জন্য নতুন করে কেনা হবে 'automatic number plate recognition machine'।