কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রাখল সুপ্রিম কোর্ট, বর্তমান অর্থবর্ষে ফি বৃদ্ধি করতে পারবে না বেসরকারি স্কুলগুলি
সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেল বেসরকারি স্কুল কর্তৃপক্ষ
নয়াদিল্লি: বেসরকারি স্কুলের টিউশন ফি মকুব নিয়ে কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট। এই রায়ের ফলে কিছুটা স্বস্তি পেলেন অভিভাবকরা।
চলতি মাসের ১৩ তারিখ কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, এ বছরের এপ্রিল থেকে স্কুল না খোলা পর্যন্ত সব বোর্ডের ১৪৫টি বেসরকারি স্কুল ন্যূনতম ২০ শতাংশ ফি মকুব করবে। বর্তমান অর্থবর্ষে কোনও ফি বৃদ্ধি করা যাবে না।
লকডাউনের মধ্যে লাইব্রেরি, স্পোর্টস, ল্যাবেরোটরিক মতো যে পরিষেবা পড়ুয়ারা পায়নি, তার জন্য টাকা নেওয়া যাবে না। করোনা পরিস্থিতিতে স্কুলগুলিকে তাদের মুনাফা ৫ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে।
কোনও স্কুল ২০২০-‘২১ অর্থবর্ষে কোনও শিক্ষক বা অশিক্ষক কর্মীর বেতন বৃদ্ধি করলে তা ফি থেকে নেওয়া যাবে না।
২০ শতাংশ ফি মকুব সংক্রান্ত হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতে যায় কয়েকটি বেসরকারি স্কুল। এদিন সেই মামলায় হাইকোর্টের নির্দেশই বহাল রাখল সর্বোচ্চ আদালত।
১৩ অক্টোবরের রায়ে হাইকোর্ট জানিয়েছিল, করোনা কালে আর্থিক সঙ্কটে থাকা কোনও অভিভাবক স্কুল ফি-র ২০ শতাংশের বেশি ছাড় দাবি করতে পারেন। সেক্ষেত্রে ছাড় দেওয়া যায় কিনা তা খতিয়ে দেখতে ৩ সদস্যের কমিটি গঠন করেছিল হাইকোর্ট।
সুপ্রিম কোর্ট অবশ্য ২০ শতাংশের বেশি ফি ছাড়ের বিষয়ে স্থগিতাদেশ দিয়েছে।