Opposition Letter to Modi : কর্মহীনদের মাসে ৬০০০ টাকা করে দিন, প্রধানমন্ত্রীকে চিঠি ১২ বিরোধী দলের
কোভিডকালে কর্মহীনদের জন্য মাসে ৬০০০টাকা করে ভাতা দিন। পাশাপাশি আর্থিকভাবে দুর্বলদের বিনামূল্যে রেশন দেওয়ার ব্যবস্থা করুন। প্রধানমন্ত্রীকে চিঠি লিখে এমনই দাবি জানালেন ১২ বিরোধী দলের সদস্য।
নয়াদিল্লি: কোভিডকালে কর্মহীনদের জন্য মাসে ৬০০০টাকা করে ভাতা দিন। পাশাপাশি আর্থিকভাবে দুর্বলদের বিনামূল্যে রেশন দেওয়ার ব্যবস্থা করুন। প্রধানমন্ত্রীকে চিঠি লিখে এমনই দাবি জানালেন ১২ বিরোধী দলের সদস্য।
বুধবার দেশের কোভিড পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লেখেন ১২ বিরোধী দলের সদস্যরা। সনিয়া গাঁধী ছাড়াও সেই সম্মিলিত চিঠিতে নাম রয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উদ্ধব ঠাকরে, এমকে স্টালিন, অখিলেশ যাদব ও অন্যান্যদের। চিঠিতে দেশবাসীকে বিনামূল্যে টিকা দেওয়ার দাবি তুলেছেন বিরোধীরা। পাশাপাশি সেন্ট্রাল ভিস্তা প্রোজেক্ট বন্ধ রেখে সেই টাকা ভ্যাকসিন ও অক্সিজেন কেনার জন্য ব্যবহার করতে বলা হয়েছে প্রধানমন্ত্রীকে।
দেশের বর্তমান কোভিড পরিস্থিতি বলছে, ভ্যাকসিনের অভাবে বহু রাজ্যে টিকাকরণ থমকে যাচ্ছে। পর্যাপ্ত টিকা না থাকায় কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানাচ্ছে রাজ্যগুলি। কিন্তু তাতেও লাভের লাভ কিছু হচ্ছে না। ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, টিকা তৈরিতে একটা ন্যূনতম সময় লাগে। ফলে এখনই যে দেশে ভ্যাকসিনের অভাব কাটছে না, তা আর বলার অপেক্ষা রাখে না। এদিন বিরোধীদের চিঠিতেও উঠে এসেছে সেই প্রসঙ্গ।
বিরোধীদের দাবি, চাহিদা মেটাতে বিদেশের পাশাপাশি দেশেই পর্যাপ্ত ভ্যাকসিন তৈরির অনুমতি দেওয়া হোক। দেশের এই পরিস্থিতিতে বাজেটের ৩৫ হাজার কোটি টাকা ভ্যাকসিন কেনার ক্ষেত্রে ব্যবহার করা হোক। পিএম কেয়ারসের তহবিল থেকে আরও অক্সিজেন ও ভ্যাকসিন কেনার দাবি জানান বিরোধীরা। এখানেই থেমে থাকেনি বিরোধীদের দাবি। অবিলম্বে অভাবীদের বিনামূল্যে খাদ্যশস্য বিতরণের দাবি জানানো হয় চিঠিতে। বিরোধীদের দাবি, কেন্দ্রীয় সরকারের গোডাউনে এক কোটি টন খাদ্যশস্য পচে যাচ্ছে। তা দরিদ্রদের দেওয়া হোক।
চিঠিতে বিরোধী নেতারা লিখেছেন, তাঁদের এই চিঠি প্রসঙ্গে সরকারের থেকে উত্তর আশা করেন তাঁরা। দেশবাসীর স্বার্থে তাঁদের পরামর্শের উত্তর আশা করেন।
সম্প্রতি দেশের করোনা পরিস্থিতি নিয়ে মোদি সরকারের সমালোচনা করে কংগ্রসে। দলের হয়ে ব্যাটন ধরেন রাহুল গাঁধী। ট্যুইটে রাহুল লেখেন, ''অ্যাপ নির্ভর মোদি সরকারকে বার্তা : এটা খুবই দুর্ভাগ্যজনক যে যাদের ইন্টারনেটের সুবিধা নেই তাদের মধ্যে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে। এই সংখ্যাটা দেশের অর্ধেকেরও বেশি। 'অযোগ্য সেতু' বা 'নো উইন' অ্যাপ করোনার থেকে বাঁচাতে পারবে না। কেবল ভ্যাকসিনের দুই ধাক্কা দেশবাসীকে বাঁচাতে পারবে।''