Bangladesh News: বাংলাদেশে পর পর হিন্দুদের মৃত্যু, 'মেনে নেওয়া যাচ্ছে না', উদ্বেগ প্রকাশ ব্রিটেনের মন্ত্রীর
Bangladesh Updates: বৃহস্পতিবার সংসদ অধিবেশন চলাকালীন, উত্তর লন্ডনের হ্যারো ইস্টের সংসদ বাংলাদেশে সংখ্যালঘুদের নিপীড়ন এবং হিন্দু আধ্যাত্মিক নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির নিন্দা করেছেন।
লন্ডন: উত্তপ্ত বাংলাদেশ। লাগাতার মন্দিরে ভাঙচুর, অগ্নিসংযোগ, মারধর, লুঠের ঘটনার মাঝে ফের নতুন করে মন্দিরে হামলা এবং ভাঙচুরের ঘটনা চট্টগ্রামের পাথরঘাটায়। এই প্রেক্ষাপটে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এপিপিজি) চেয়ারম্যান যুক্তরাজ্যের সংসদ বব ব্ল্যাকম্যান বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা নিয়ে হাউস অব কমন্সে উদ্বেগ প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার সংসদ অধিবেশন চলাকালীন, উত্তর লন্ডনের হ্যারো ইস্টের সংসদ বাংলাদেশে সংখ্যালঘুদের নিপীড়ন এবং হিন্দু আধ্যাত্মিক নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির নিন্দা করেছেন। হাউস অফ কমেন্স-এ তিনি বলেন, সারা বাংলাদেশে হিন্দুদের নির্মমভাবে হত্যা করা হচ্ছে। তাদের বাড়িঘর ও মন্দির জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এটি গ্রহণযোগ্য হতে পারে না যে ধর্মীয় সংখ্যালঘুরা এইভাবে নির্যাতিত হচ্ছে। অবিলম্বে সব ধর্মের স্বাধীনতা রক্ষা করা হোক।'
Today, I condemned the attacks on Hindus in Bangladesh and the imprisonment of Chinmoy Krishna Das.
— Bob Blackman (@BobBlackman) November 28, 2024
I am also concerned by the attempt in their High Court to rule that #ISKCON should be banned from the country.
Freedom of religion must be preserved globally. pic.twitter.com/eYjWv5cl0Y
বাংলাদেশের প্রথম আলো সংবাদপত্র সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে শান্তন্বেশ্বরী মাতৃমন্দিরে ভাঙচুর করা হয়। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে, মিছিল থেকে কিছু ব্য়ক্তি মন্দিরে হামলা চালায়। ভাঙচুর চালানো হয় পার্শ্ববর্তী বাড়ি এবং দোকানে।
কিশোরগঞ্জের ভৈরবে ইসকন পরিচালিত শ্রীশ্রী হরেকৃষ্ণ নামহট্ট সঙ্ঘে লাঠি হাতে হামলা চালিয়ে আসবাব ও ছবির ফ্রেম ভাঙচুর করা হয়েছে।
বৃহস্পতিবার পটিয়া উপজেলার ছনহরা এলাকায় বাসুদেব দত্ত, মুকুন্দ দত্ত ধাম ইসকন মন্দিরে ভাঙচুর চালানো হয়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে