UP Governor: '৫০ টুকরো হয়ে যাবেন', মহিলাদের লিভ-ইন সম্পর্কে থাকতে নিষেধ রাজ্যপালের! বড় বিতর্কে আনন্দীবেন
UP Governor Comments: তরুণীদের উদ্দেশে বলেন, “লিভ-ইন সম্পর্ক থেকে দূরে থাকো, না হলে ৫০ টুকরো হয়ে পাওয়া যাবে।”

নয়া দিল্লি: বারাণসীতে এক সমাবর্তন অনুষ্ঠানে মহিলাদের লিভ-ইন সম্পর্কে প্রবেশে জনসমক্ষে সতর্ক করে দিয়েছেন উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন পটেল। ছাত্রীদের লিভ-ইন সম্পর্ক এড়িয়ে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, "আমি মেয়েদের উদ্দেশ্যে কেবল একটি কথা বলতে চাই। লিভ-ইন সম্পর্ক আজকাল একটি ট্রেন্ডে পরিণত হয়েছে। কিন্তু, এটি থেকে দূরে থাকুন।"
বারাণসীর মহাত্মা গান্ধীকাশী বিদ্যাপীঠের ৪৭তম সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি তরুণীদের উদ্দেশে বলেন, “লিভ-ইন সম্পর্ক থেকে দূরে থাকো, না হলে ৫০ টুকরো হয়ে পাওয়া যাবে।” রাজ্যপালের এই মন্তব্য নিয়েই বিতর্ক তৈরি হয়েছে।
লিভ ইন সম্পর্কে সঙ্গীর হাতে নির্যাতিত, অত্যাচারিত হওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করে রাজ্যপাল বলেন, “বিগত বেশ কিছুদিন ধরে আমি এই ধরনের খবর শুনছি। আর আমি ভাবছি, কেন আমাদের মেয়েরা এটা (লিভ ইন) করছে? আমার খুব কষ্ট লাগে।” মেয়েদের নিজেদের ভবিষ্যৎ নিয়ে তিনি বলেন, “আমাদের মেয়েরা যেন কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করে। এমন কোনও সম্পর্কে না জড়ায় যা তাদের শোষণ বা বিপদের মুখে ফেলতে পারে”।
পকসো আইনের কথা তুলে উত্তরপ্রদেশে রাজ্যপাল বলেন, আমি নিজে কয়েকজন মেয়ের সঙ্গে কথা বলেছি। প্রত্যেকের জীবনে আলাদা আলাদা কাহিনি রয়েছে। একজন বিচারকও আমায় বলেছেন যে, সব বিশ্ববিদ্যালয়ে মেয়েদের এ বিষয়ে সচেতনতা গড়ে তোলা উচিত। যাতে তারা লিভ-ইন সম্পর্কে না জড়ায়।
তিনি আরও বলেন, শিশু সুরক্ষা আইন অনুযায়ী তিনি বহু ক্ষতিগ্রস্ত মেয়ের সঙ্গে নিজে দেখা করেছেন। প্রত্যেকের গল্পই ভয়ঙ্কর ও বেদনাদায়ক। “এই মেয়েরা যে যন্ত্রণা পেরিয়ে এসেছে, তা শুনলে যে কেউ শিউরে উঠবে”।
প্রসঙ্গত আগের বক্তৃতায় আনন্দীবেন বলেছিলেন, “এই লিভ-ইন সম্পর্কের পেছনে লোভ কাজ করছে। ছেলেরা মেয়েদের হোটেলে নিয়ে যায়, প্রলুব্ধ করে, সন্তান জন্মের পর তাদের ফেলে যায়। এটি আমাদের সংস্কৃতি নয়, আমাদের মূল্যবোধ নয়। তবুও এসব হচ্ছে।”






















