Adhaar Online Updation: নাম থেকে জন্মতারিখ, এবার নিজেই সংশোধন করুন আধার কার্ড
ইউনিক আইডেনটিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া বা ইউআইডিএআই (UIDAI) কয়েকটি ধাপে সহজ পদ্ধতিতে জন্ম তারিখ, নাম সহ লিঙ্গ আপডেট করার সুযোগ দিচ্ছে।
নয়াদিল্লি: বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি আধার কার্ড। কোনও ব্যক্তির ঠিকানা থেকে তার বয়স যাবতীয় তথ্য মেলে আধার কার্ড থেকে। শুধু তাই নয়, ব্যাঙ্কে অ্য়াকাউন্ট খোলা থেকে নতুন ফোনের কানেকশন বা গ্যাসের কানেকশন নেওয়ার ক্ষেত্রেও প্রয়োজন আধার কার্ড। আধার কার্ড এখন যে কোনও গুরুত্বপূর্ণ কাজেই প্রয়োজন হয়। ১২ ডিজিটের এই আধার কার্ডে থাকে জন্ম তারিখ, নাম সহ লিঙ্গ । ইউনিক আইডেনটিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া বা ইউআইডিএআই (UIDAI) কয়েকটি ধাপে সহজ পদ্ধতিতে জন্ম তারিখ, নাম সহ লিঙ্গ আপডেট করার সুযোগ দিচ্ছে।
নাম পরিবর্তনের ক্ষেত্রে সংশ্লিষ্টকে জানাতে হবে পরিবর্তনের কারণ। নামের বানান ভুল, অক্ষর বাদ পড়লে তা পরিবর্তন সম্ভব, বিয়ের পর নাম পরিবর্তন করা যেতে পারে। নাম পরিবর্তনের ক্ষেত্রে ৫০ টাকা চার্জ ধার্য করা হবে।
নাম পরিবর্তনের ক্ষেত্রে,
১. লগ ইন করতে হবে ইউনিক আইডেনটিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া তথা UIDAI-এর ssup.uidai.gov.in/ssup/ ঠিকানায়।
২. এবার ১২ ডিজিটের আধার নম্বর লিখতে হবে।
৩. এবার ক্যাপচা অথবা ভেরিফেকশন কোড লিখতে হবে।
৪. ক্লিক করতে হবে সেন্ড ওটিপি অপশনে।
৫. রেজিস্টার করা মোবাইল নম্বরে যাবে ওটিপি।
৬. এবার লগ ইন করে নাম পরিবর্তনের জায়গায় নাম পরিবর্তন করা যাবে।
জন্ম তারিখ পরিবর্তনের ক্ষেত্রে,
১. লগ ইন করতে হবে ইউনিক আইডেনটিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া তথা UIDAI-এর ssup.uidai.gov.in/ssup/ ঠিকানায়।
২. এবার ১২ ডিজিটের আধার নম্বর লিখতে হবে।
৩. এবার ক্যাপচা অথবা ভেরিফেকশন কোড লিখতে হবে।
৪. ক্লিক করতে হবে সেন্ড ওটিপি অপশনে।
৫. রেজিস্টার করা মোবাইল নম্বরে যাবে ওটিপি।
৬. এবার ওটিপি লিখতে হবে নির্দিষ্ট জায়গায়।
৭. এবার আপনি লগ ইন করতে পারবেন। একইসঙ্গে আপনার আধার কার্ডের বিস্তারিত তথ্য দেখা যাবে কম্পিউটার মনিটর।
৮. জন্মতারিখ পরিবর্তনের অপশন থাকবে।
৯. UIDAI-এর নির্দেশ অনুযায়ী সব নথির স্ক্যান কপি আপলোড করতে হবে।
১০. এরপর সাবমিটে ক্লিক করতে হবে।
আধার কার্ডে লিঙ্গ সংক্রান্ত তথ্য ভুল থাকলে তাও পরিবর্তনের সুযোগ রয়েছে। এক্ষেত্রে ৫০ টাকা চার্জ নেওয়া হবে। পাশাপাশি বেশ কিছু নথিও প্রয়োজন। যা সংশ্লিষ্ট ওয়েবসাইটেই লেখা রয়েছে।
লিঙ্গ সংক্রান্ত তথ্য পরিবর্তনের জন্য,
১. লগ ইন করতে হবে ইউনিক আইডেনটিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া তথা UIDAI-এর ssup.uidai.gov.in/ssup/ ঠিকানায়।
২. এবার ১২ ডিজিটের আধার নম্বর লিখতে হবে।
৩. এবার ক্যাপচা অথবা ভেরিফেকশন কোড লিখতে হবে।
৪. ক্লিক করতে হবে সেন্ড ওটিপি অপশনে।
৫. রেজিস্টার করা মোবাইল নম্বরে যাবে ওটিপি।
৬. এবার ওটিপি লিখতে হবে নির্দিষ্ট জায়গায়।
৭. এরপর আপনি লগ ইন করলে একটি পেজ খুলবে।
৮. সেখানে লিঙ্গ অপশনে গিয়ে পরিবর্তন করা যাবে। এরপর সাবমিটে ক্লিক করতে হবে।