(Source: Poll of Polls)
Anmol Bishnoi: আমেরিকায় গ্রেফতার লরেন্স বিশ্নোইয়ের ভাই, তবে কারণ অন্য
Lawrence Bishnoi: একাধিক হাই প্রোফাইল অপরাধ মামলায় নাম রয়েছে আনমোলের।
নয়াদিল্লি: মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকিকে খুন, বলিউড তারকা সলমন খানকে হুমকি দেওয়া, তাঁর বাড়ির সামনে গুলি চালানোর ঘটনায় নাম জড়িয়েছে কুখ্যাত মাফিয়া লরেন্স বিশ্নোই এবং তাঁর বিশ্নোই গ্যাংয়ের। গুজরাতের সবরমতী জেলে বন্দি লরেন্সই যদি গ্যাংয়ের মাথা হন, তাঁর ভাই আনমোল তাহলে চোখ ও কান। সেই আনমোলকে গ্রেফতার করেছে আমেরিকার পুলিশ। তবে খুনের মামলায় নয়, বেআইনি ভাবে দেশে প্রবেশ করার অভিযোগে গ্রেফতার হয়েছেন আনমোল। (Anmol Bishnoi)
একাধিক হাই প্রোফাইল অপরাধ মামলায় নাম রয়েছে আনমোলের। ২০২২ সালে পঞ্জাবের জনপ্রিয় গায়ক সিধু মুসেওয়ালাকে খুন হোক বা অক্টোবর মাসে বাবা সিদ্দিকিকে গুলি করে হত্যা, বার বার খবরের শিরোনামে উঠে এসেছেন আন্তর্জাতিক মাফিয়া আনমোল। তাঁকে দেশে প্রত্যর্পণের জন্য আবেদনও জানিয়েছে ভারত। (Lawrence Bishnoi)
সেই আবহেই আমেরিকায় গ্রেফতার হলেন আনমোল। বৃহস্পতিবার স্যাক্রামেন্টো থেকে গ্রেফতার হন তিনি। কিন্তু খুন-সহ একাধিক অপরাধ মামলায় নাম থাকা আনমোল আমেরিকায় গ্রেফতার হয়েছে বেআইনি অভিবাসী হওয়ার দরুণ। জাল কাগজপত্র তৈরি করে তিনি আমেরিকায় প্রবেশ করেছিলেন বলে অভিযোগ। আনমোলকে হাতে পেতে আগেই আবেদন জানিয়েছিল ভারত। কিন্তু আপাতত তাঁকে দিল্লির হাতে তুলে দেওয়ার কোনও সম্ভাবনা নেই আমেরিকার পুলিশের।
তবে আনমোলকে গ্রেফতার করা হয়েছে বলে দিল্লিকে জানায় আমেরিকা। ২৫ বছর বয়সি আনমোল সেখানে পুলিশের হেফাজতে রয়েছে আপাতত। আইওয়ার কাউন্টি জেলে রাখা হয়েছে তাঁকে, জানিয়েছে আমেরিকার অভিবাসন এবং শুল্ক বিভাগ। আমেরিকা এবং কানাডার মতো দেশে ঘন ঘন যাতায়াত ছিল আনমোলের। সেখানে বিশ্নোই গ্যাংয়ের প্রভাবও রয়েছে যথেষ্ট। কানাডায় ইতিমধ্যেই বিশ্নোই গ্যাংয়ের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।
এর আগে, নভেম্বরের শুরুতে মুম্বউ পুলিশ কেন্দ্রীয় সরকারের কাছে আনমোলকে প্রত্যর্পণের অনুরোধ জানায়। জাতীয় তদন্তকারী সংস্থা NIA-র খাতাতেও নাম রয়েছে আনমোলের। মহারাষ্ট্রের আদালত ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করে। ইন্টারপোলও তাঁর নামে রেড কর্নার নোটিস জারি করেছে।
এতদিন আনমোল কানাডায় ছিলেন বলেই জানা ছিল। জাল পাসপোর্ট বানিয়ে দেশ ছাড়েন তিনি। NIA তাঁকে 'মোস্ট ওয়ান্টেড' ঘোষণা করেছে। মাথার দাম রাখা হয়েছে ১০ লক্ষ টাকা। যদিও বিশ্নোই গ্য়াংকে নিয়ে মারাত্মক দাবি করেছে কানাডা সরকার। ভারতীয় এজেন্টরা অপরাধমূলক কাজকর্মে বিশ্নোই গ্যাংকে ব্যবহার করে বলে দাবি করেছে তারা। সেই নিয়ে দুই দেশের মধ্যে তিক্ততাও বেড়েছে।