Iran Israel Conflict: ইরানে হামলা চালিয়েছে মার্কিনি 'বি২ বোমারু বিমান', একেকটির দাম ২.১ বিলিয়ন ডলার ! কী এর বিশেষত্ব জানেন ?
US B-2 Bombers: এই বোমারু বিমানটি একত্রে ৪০ হাজার পাউন্ড অর্থাৎ ১৮,১৪৪ কেজি ওজনের কনভেনশনাল এবং পরমাণু অস্ত্র বহনে সক্ষম যা ১১,১১২ কিমির বেশি দূরত্ব থেকে হামলা চালাতে পারে।

B-2 Bombers Bunker-Busters: মার্কিন সেনাবাহিনীর বি২ স্পিরিট বোমারু বিমান শনিবার ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে। তিন-তিনটি পরমাণু কেন্দ্রই (Iran Israel Conflict) ধ্বংস করেছে এই মার্কিনি বোমারু বিমান। শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে তেহরানের পারমাণবিক কর্মসূচির মুকুটমণি ফোরডো আর নেই। মার্কিনি সেনারা (US B2 Bomber) সেটিকে ধ্বংস করে দিয়েছে।
এই বি২ বোমারু বিমান মার্কিনি সেনাবাহিনীর সবথেকে উন্নত কৌশলগত অস্ত্র প্ল্যাটফর্মগুলির মধ্যে একটি। অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থার অধীনে এটি ইরানের গোপন পরমাণু কেন্দ্রের মত কঠিন লক্ষ্যবস্তুতেও নির্ভুল আঘাত হেনেছে।
কী বৈশিষ্ট্য এই বি২ স্পিরিট বোমারু বিমানের
মার্কিন বি২ বোমারু বিমানের একেকটির দাম ২.১ বিলিয়ন ডলার। এটি এখনও পর্যন্ত নির্মিত সবথেকে ব্যয়বহুল সামরিক বিমান। নর্থ্রপ গ্রুমম্যান এই বিমান নির্মাণ করেছেন এবং অত্যাধুনিক বিধ্বংসী প্রযুক্তি সহ এই বোমারু বিমান (US B2 Bomber) নির্মাণ শুরু হয়েছিল ১৯৮০-র দশকের শেষ দিকে। তবে সেই সময়ে সোভিয়েত ইউনিয়নের পতনের ফলে এর উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল। পেন্টাগনের পরিকল্পিত অধিগ্রহণ কর্মসূচির জেরে মাত্র ২১টি বিমান তৈরি করা হয়েছিল সেই সময়ের পরে।
জ্বালানি ছাড়াই এই বোমারু বিমানটি ৬০০০ নটিক্যাল মাইলেরও বেশি দূরত্ব থেকে অর্থাৎ ১১,১১২ কিমির বেশি দূরত্ব থেকে হামলা চালাতে পারে। আকাশে জ্বালানি ভরার মাধ্যমে বি২ বোমারু বিমানটি বিশ্বব্যাপী যে কোনও লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম। মিসৌরি থেকে আফগানিস্তান এবং লিবিয়া থেকে এখনকার ইরানের অভিযানে এর ক্ষমতা প্রমাণিত হয়েছে।
এই বোমারু বিমানটি একত্রে ৪০ হাজার পাউন্ড অর্থাৎ ১৮,১৪৪ কেজি ওজনের কনভেনশনাল এবং পরমাণু অস্ত্র বহনে সক্ষম। এই বিমানের মধ্যে রাখা থাকে একটি ম্যাসিভ অর্ডন্যান্স পেনিট্রেটর যা আদপে ৩০ হাজার পাউন্ড ওজনের বাঙ্কার-বাস্টার বোমা। রিপোর্ট বলছে ইরানের তেহরানে পরমাণু কেন্দ্রে হামলায় মার্কিনি সেনা ৬টি এরকম বাঙ্কার-বাস্টার বোমা ব্যবহার করেছিল। বি২ বোমারু বিমানে মাত্র ২ জন পাইলট বসতে পারেন, ফলে কম পরিচালন ব্যবস্থাতেও এর দক্ষতা ও নির্ভুলতা অনেক বেশি।
এমনকী জানা যাচ্ছে এই বি২ বোমারু বিমান নাকি রাডারেও ধরা দেয় না, এর মধ্যে রয়েছে রাডার-আবসর্বার উপাদান। এটিকে রাডারে কোনও একটি ছোট্ট পাখির মত দেখায় ফলে কনভেশনাল রাডারে এর অস্তিত্ব ধরাই পড়ে না।






















